ক্রীড়া ডেস্ক

২০ আগস্ট বাংলাদেশ নারী দলকে ৮৭ রানে হারিয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। সেই ম্যাচে ১৮২ রানের লক্ষ্য পেলেও নারী ক্রিকেট দল গুটিয়ে গিয়েছিল ১০০-এর আগেই। এক সপ্তাহ না যেতে কিশোরদের কাছে ফের বাজেভাবে হেরেছেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছে নারী ক্রিকেট দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপ নামের সিরিজের এ ম্যাচে প্রথম ইনিংসেই ম্যাচের গল্প নির্ধারিত হয়ে যায়। ৪৯ রানে নারী ক্রিকেট দল গুটিয়ে গেলে অনূর্ধ্ব-১৫ দলের জয় হয়ে যায় সময়ের ব্যাপারমাত্র। কিশোরদের এ ম্যাচ জিততে লেগেছে কেবল ৭১ বল। ২২৯ বল হাতে রেখে তারা জিতেছে ৮ উইকেটে।
৫০ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৪ রান যোগ করেন ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের আব্দুর রহমান ইরফান ও খেয়াল রায় ওম। দশম ওভারের তৃতীয় বলে ওমকে (১৬) ফেরান ফুয়ারা বেগম। তিন নম্বরে নামা মোহাম্মদ ফাইয়াজ খান ফাহিম আউট হয়েছেন শূন্য রানে। ৪৫ রানে ২ উইকেট হারানোর পরও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি ছেলেদের। ১১.৫ ওভারে ২ উইকেটে ৫১ রান করে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। ৩৫ বলে ৫ চারে ২৯ রান করে অপরাজিত থাকেন ওপেনার ইরফান। মেয়েদের ফুয়ারা, ফাহিমা খাতুন নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি নারী লাল দলের অধিনায়ক জ্যোতি। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার গড়েন ২৭ রানের জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শারমিনকে বোল্ড করেন অমিত কুমার। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নারী দলের ইনিংস। ১৮ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০.৪ ওভারে ৪৯ রানে গুটিয়ে গেছে দলটি। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন। ছেলেদের সুলাইমান ইসলাম, আলিমুল ইসলাম আদিব নিয়েছেন তিনটি করে উইকেট।

২০ আগস্ট বাংলাদেশ নারী দলকে ৮৭ রানে হারিয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। সেই ম্যাচে ১৮২ রানের লক্ষ্য পেলেও নারী ক্রিকেট দল গুটিয়ে গিয়েছিল ১০০-এর আগেই। এক সপ্তাহ না যেতে কিশোরদের কাছে ফের বাজেভাবে হেরেছেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছে নারী ক্রিকেট দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপ নামের সিরিজের এ ম্যাচে প্রথম ইনিংসেই ম্যাচের গল্প নির্ধারিত হয়ে যায়। ৪৯ রানে নারী ক্রিকেট দল গুটিয়ে গেলে অনূর্ধ্ব-১৫ দলের জয় হয়ে যায় সময়ের ব্যাপারমাত্র। কিশোরদের এ ম্যাচ জিততে লেগেছে কেবল ৭১ বল। ২২৯ বল হাতে রেখে তারা জিতেছে ৮ উইকেটে।
৫০ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৪ রান যোগ করেন ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের আব্দুর রহমান ইরফান ও খেয়াল রায় ওম। দশম ওভারের তৃতীয় বলে ওমকে (১৬) ফেরান ফুয়ারা বেগম। তিন নম্বরে নামা মোহাম্মদ ফাইয়াজ খান ফাহিম আউট হয়েছেন শূন্য রানে। ৪৫ রানে ২ উইকেট হারানোর পরও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি ছেলেদের। ১১.৫ ওভারে ২ উইকেটে ৫১ রান করে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। ৩৫ বলে ৫ চারে ২৯ রান করে অপরাজিত থাকেন ওপেনার ইরফান। মেয়েদের ফুয়ারা, ফাহিমা খাতুন নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি নারী লাল দলের অধিনায়ক জ্যোতি। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার গড়েন ২৭ রানের জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শারমিনকে বোল্ড করেন অমিত কুমার। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নারী দলের ইনিংস। ১৮ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০.৪ ওভারে ৪৯ রানে গুটিয়ে গেছে দলটি। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন। ছেলেদের সুলাইমান ইসলাম, আলিমুল ইসলাম আদিব নিয়েছেন তিনটি করে উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৭ ঘণ্টা আগে