
অপেক্ষাটা ফুরিয়েছে ভারতের। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার। এখন বাকি শুধু তুলির শেষ আঁচড়টা দেওয়ার। সেটা দেওয়ার দুর্দান্ত এক সুযোগই থাকছে তাদের সামনে।
ব্যাটে–বলে শক্তিশালী হওয়ার কারণে এমনিতেই যেকোনো দেশে যেকোনো টুর্নামেন্টে সব সময় ফেবারিট দল হিসেবে খেলে ভারত। আর এবার তো বিশ্বকাপ নিজেদের ঘরের মাঠেই। তাই মাঠের কন্ডিশন ও দর্শক-সমর্থকদের গগনবিদারী সমর্থন কাজে লাগিয়ে ১২ বছরের আক্ষেপ ভোলার এটাই দুর্দান্ত এক সময়।
সে পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ভারত। গতকাল নিউজিল্যান্ডকে সেমিফাইনালে ৭০ রানে হারিয়ে ফাইনালে চতুর্থবারের মতো উঠেছে তারা। আর এ জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অজেয়ও রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আগামী রোববার শেষটা পূর্ণতা দেওয়ার পালা। আজ দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে তাদের বিপক্ষেই ফাইনালের লড়বে ভারত। টুর্নামেন্টে অজেয় থাকায় বলার অপেক্ষা রাখে না যে এই দুই সেমিফাইনালিস্টকেও লিগ পর্বে হারিয়েছে ভারত।
সেদিক থেকে ফাইনালে যে দলই ভারতের প্রতিপক্ষ হোক না কেন নিশ্চয়ই আত্মবিশ্বাস পাবেন রোহিত–কোহলিরা। সঙ্গে ফাইনালে অতীত পরিসংখ্যানকেও পাশে পাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ তিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলই স্বাগতিক। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় আরেকবার এমন কিছু করার পুনরাবৃত্তি করার সুযোগ থাকছে তাদের সামনে।
স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ‘পরিপূর্ণ’ শুরুটা ভারতই করে। পরিপূর্ণ বলার কারণ ১৯৯৬ বিশ্বকাপে প্রথম স্বাগতিক দেশ হিসেবে শ্রীলঙ্কা বিশ্বকাপ জয় করে। কিন্তু অর্জুনা রানাতুঙ্গার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। পাকিস্তানের লাহোরে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতে।
সেদিক থেকে ভারত স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের পরিপূর্ণতা দেয়। ২০১১ বিশ্বকাপে ২৮ বছরের অপেক্ষা ফুরানোর মধ্যে দিয়ে। সেদিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। তাদের দেখানো পথেই সর্বশেষ দুই বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দল।
২০১৫ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। মেলবোর্নে টুর্নামেন্টের আরেক স্বাগতিক ও প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ৪ বছর পর প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের লর্ডসের ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ে কিউইদের। তাদের হারিয়েই এউইন মরগ্যান প্রথম ট্রফি এনে দেন ইংলিশদের।
এবারের বিশ্বকাপে সেই ধারাবাহিকতা রক্ষার সুযোগ পেয়েছেন রোহিত ও তাঁর দল। শুরু থেকে এখন পর্যন্ত দুর্দান্ত দাপটে বিশ্বকাপ খেলছে তারা। ব্যাটে-বলে দুই বিভাগেই ধারাবাহিক তারা। হোম কন্ডিশন এবং এমন পারফরম্যান্সের পরও যদি বিশ্বকাপ জিততে না পারে তারা তাহলে অতীতের সব দুঃখকেই ছাড়িয়ে যাবে এবারের হতাশা। আর শুধু বিশ্বকাপ নয় ২০১৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে না পারা ভারত এবার নিশ্চয়ই আরেকবার নিজেদের হতাশ করতে চাইবে না।

অপেক্ষাটা ফুরিয়েছে ভারতের। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার। এখন বাকি শুধু তুলির শেষ আঁচড়টা দেওয়ার। সেটা দেওয়ার দুর্দান্ত এক সুযোগই থাকছে তাদের সামনে।
ব্যাটে–বলে শক্তিশালী হওয়ার কারণে এমনিতেই যেকোনো দেশে যেকোনো টুর্নামেন্টে সব সময় ফেবারিট দল হিসেবে খেলে ভারত। আর এবার তো বিশ্বকাপ নিজেদের ঘরের মাঠেই। তাই মাঠের কন্ডিশন ও দর্শক-সমর্থকদের গগনবিদারী সমর্থন কাজে লাগিয়ে ১২ বছরের আক্ষেপ ভোলার এটাই দুর্দান্ত এক সময়।
সে পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ভারত। গতকাল নিউজিল্যান্ডকে সেমিফাইনালে ৭০ রানে হারিয়ে ফাইনালে চতুর্থবারের মতো উঠেছে তারা। আর এ জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অজেয়ও রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আগামী রোববার শেষটা পূর্ণতা দেওয়ার পালা। আজ দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে তাদের বিপক্ষেই ফাইনালের লড়বে ভারত। টুর্নামেন্টে অজেয় থাকায় বলার অপেক্ষা রাখে না যে এই দুই সেমিফাইনালিস্টকেও লিগ পর্বে হারিয়েছে ভারত।
সেদিক থেকে ফাইনালে যে দলই ভারতের প্রতিপক্ষ হোক না কেন নিশ্চয়ই আত্মবিশ্বাস পাবেন রোহিত–কোহলিরা। সঙ্গে ফাইনালে অতীত পরিসংখ্যানকেও পাশে পাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ তিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলই স্বাগতিক। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় আরেকবার এমন কিছু করার পুনরাবৃত্তি করার সুযোগ থাকছে তাদের সামনে।
স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ‘পরিপূর্ণ’ শুরুটা ভারতই করে। পরিপূর্ণ বলার কারণ ১৯৯৬ বিশ্বকাপে প্রথম স্বাগতিক দেশ হিসেবে শ্রীলঙ্কা বিশ্বকাপ জয় করে। কিন্তু অর্জুনা রানাতুঙ্গার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। পাকিস্তানের লাহোরে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতে।
সেদিক থেকে ভারত স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের পরিপূর্ণতা দেয়। ২০১১ বিশ্বকাপে ২৮ বছরের অপেক্ষা ফুরানোর মধ্যে দিয়ে। সেদিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। তাদের দেখানো পথেই সর্বশেষ দুই বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দল।
২০১৫ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। মেলবোর্নে টুর্নামেন্টের আরেক স্বাগতিক ও প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ৪ বছর পর প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের লর্ডসের ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ে কিউইদের। তাদের হারিয়েই এউইন মরগ্যান প্রথম ট্রফি এনে দেন ইংলিশদের।
এবারের বিশ্বকাপে সেই ধারাবাহিকতা রক্ষার সুযোগ পেয়েছেন রোহিত ও তাঁর দল। শুরু থেকে এখন পর্যন্ত দুর্দান্ত দাপটে বিশ্বকাপ খেলছে তারা। ব্যাটে-বলে দুই বিভাগেই ধারাবাহিক তারা। হোম কন্ডিশন এবং এমন পারফরম্যান্সের পরও যদি বিশ্বকাপ জিততে না পারে তারা তাহলে অতীতের সব দুঃখকেই ছাড়িয়ে যাবে এবারের হতাশা। আর শুধু বিশ্বকাপ নয় ২০১৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে না পারা ভারত এবার নিশ্চয়ই আরেকবার নিজেদের হতাশ করতে চাইবে না।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে