
হোঁচট খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা-ই যেন এবারের এশিয়া কাপে দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শুরুতেই। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে বিধ্বস্ত করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের পেসার ফেসবুকে লিখেছেন, ‘আফগানদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়ে টাইগাররা পয়েন্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।’ বাংলাদেশের বিশাল জয়ে শান্ত-মিরাজের প্রশংসা করেছেন শরীফুল ইসলাম। শান্ত করেছেন ১০৪ রান ও ১১২ রান করেছেন মিরাজ। শরীফুল ফেসবুকে পোস্ট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ও মিরাজ ভাইয়ের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৩৪ রানের স্কোর গড়তে পেরেছে। বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ তারা সামলেছেন।’
এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে +০.৩৭৩ নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার সম্ভাবনা নেই।

হোঁচট খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা-ই যেন এবারের এশিয়া কাপে দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শুরুতেই। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে বিধ্বস্ত করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের পেসার ফেসবুকে লিখেছেন, ‘আফগানদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়ে টাইগাররা পয়েন্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।’ বাংলাদেশের বিশাল জয়ে শান্ত-মিরাজের প্রশংসা করেছেন শরীফুল ইসলাম। শান্ত করেছেন ১০৪ রান ও ১১২ রান করেছেন মিরাজ। শরীফুল ফেসবুকে পোস্ট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ও মিরাজ ভাইয়ের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৩৪ রানের স্কোর গড়তে পেরেছে। বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ তারা সামলেছেন।’
এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে +০.৩৭৩ নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার সম্ভাবনা নেই।

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৮ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে