
হোঁচট খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা-ই যেন এবারের এশিয়া কাপে দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শুরুতেই। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে বিধ্বস্ত করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের পেসার ফেসবুকে লিখেছেন, ‘আফগানদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়ে টাইগাররা পয়েন্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।’ বাংলাদেশের বিশাল জয়ে শান্ত-মিরাজের প্রশংসা করেছেন শরীফুল ইসলাম। শান্ত করেছেন ১০৪ রান ও ১১২ রান করেছেন মিরাজ। শরীফুল ফেসবুকে পোস্ট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ও মিরাজ ভাইয়ের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৩৪ রানের স্কোর গড়তে পেরেছে। বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ তারা সামলেছেন।’
এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে +০.৩৭৩ নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার সম্ভাবনা নেই।

হোঁচট খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা-ই যেন এবারের এশিয়া কাপে দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শুরুতেই। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে বিধ্বস্ত করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের পেসার ফেসবুকে লিখেছেন, ‘আফগানদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়ে টাইগাররা পয়েন্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।’ বাংলাদেশের বিশাল জয়ে শান্ত-মিরাজের প্রশংসা করেছেন শরীফুল ইসলাম। শান্ত করেছেন ১০৪ রান ও ১১২ রান করেছেন মিরাজ। শরীফুল ফেসবুকে পোস্ট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ও মিরাজ ভাইয়ের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৩৪ রানের স্কোর গড়তে পেরেছে। বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ তারা সামলেছেন।’
এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে +০.৩৭৩ নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার সম্ভাবনা নেই।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৩ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে