
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশও ম্যাচ হেরেছিল ৩ উইকেটে। সমালোচিত হয়েছিল সাকিবের বোলিং। শেষ টি-টোয়েন্টিতে কী দুর্দান্তভাবে ফিরে জবাব দিলেন সাকিব।
বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেন আগে থেকেই জানতেন সাকিব এভাবেই ফিরে আসবেন। ম্যাচ শেষে মাশরাফি তাই ফেসবুকে লিখেছেন, ‘সাকিব এ রকমই। ৩০-এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে।’ মাশরাফি পুরো সিরিজের ওপরেই চোখ রেখেছিলেন। দলকে অভিনন্দন দিতে তাই সবার আগে কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বললেন। মাশরাফি লিখেছেন, ‘সাইফউদ্দিন প্রমাণ করেছে সাদা বলের বোলিং ধারালো অনেকটা। আফিফের ভয়ডরহীন মনোভাব, সোহান প্রাণবন্ত। মোস্তাফিজ আবার দুঃস্বপ্ন সবার কাছে, রিয়াদের দারুণ পরিকল্পনা।’
মাশরাফি অভিনন্দন জানিয়েছেন পুরো বাংলাদেশ দলকেই, ‘পুরো দলকে অভিনন্দন।’ এই সিরিজে অস্ট্রেলিয়ানদের অদ্ভুত সব শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। অস্ট্রেলিয়ানদের একটু টিপ্পনী কেটেই মাশরাফি লিখেছেন, ‘শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটা প্রশ্ন, পরের সিরিজে আপনারা কি ম্যাচের পর হাত মেলাবেন না কি এ রকমই থাকবে? এ রকম থাকলে অনেক ভালো লাগবে। কারণ, তাহলে সবার সাথেই এক রকম আচরণ হবে।’
মহামারিতে বাংলাদেশ সফরে আসা মাশরাফি অস্ট্রেলিয়ানদের ধন্যবাদও দিয়েছেন। আর ৪-১ ব্যবধানে সিরিজ হারা অস্ট্রেলীয়দের পরবর্তী সিরিজের জন্য জানিয়েছেন শুভকামনা, ‘অবশ্যই আপনাদের (অস্ট্রেলিয়ান) ধন্যবাদ প্রাপ্য। আপনারা এ কঠিন সময়ে খেলতে এসেছেন। আমাদের বিনোদন দিয়েছেন। পরের সিরিজের জন্য আপনাদের শুভকামনা জানাই।’
মাশরাফি মিরপুরের কঠিন উইকেট নিয়েও লিখেছেন, ‘এরপর যারা যারা আইতাছ বাংলাদেশ সফরে, উইকেটের জন্য কয়েকটা তাবিজ লাগায় আইসো!’ শেষ বাক্যে মাশরাফি স্পষ্ট করে ক্রিকেট-বিশ্বকে বলতে চেয়েছেন বাংলাদেশ নামটা এবার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে, ‘বাংলাদেশ নামটা এখন পরিচিত।’

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশও ম্যাচ হেরেছিল ৩ উইকেটে। সমালোচিত হয়েছিল সাকিবের বোলিং। শেষ টি-টোয়েন্টিতে কী দুর্দান্তভাবে ফিরে জবাব দিলেন সাকিব।
বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেন আগে থেকেই জানতেন সাকিব এভাবেই ফিরে আসবেন। ম্যাচ শেষে মাশরাফি তাই ফেসবুকে লিখেছেন, ‘সাকিব এ রকমই। ৩০-এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে।’ মাশরাফি পুরো সিরিজের ওপরেই চোখ রেখেছিলেন। দলকে অভিনন্দন দিতে তাই সবার আগে কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বললেন। মাশরাফি লিখেছেন, ‘সাইফউদ্দিন প্রমাণ করেছে সাদা বলের বোলিং ধারালো অনেকটা। আফিফের ভয়ডরহীন মনোভাব, সোহান প্রাণবন্ত। মোস্তাফিজ আবার দুঃস্বপ্ন সবার কাছে, রিয়াদের দারুণ পরিকল্পনা।’
মাশরাফি অভিনন্দন জানিয়েছেন পুরো বাংলাদেশ দলকেই, ‘পুরো দলকে অভিনন্দন।’ এই সিরিজে অস্ট্রেলিয়ানদের অদ্ভুত সব শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। অস্ট্রেলিয়ানদের একটু টিপ্পনী কেটেই মাশরাফি লিখেছেন, ‘শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটা প্রশ্ন, পরের সিরিজে আপনারা কি ম্যাচের পর হাত মেলাবেন না কি এ রকমই থাকবে? এ রকম থাকলে অনেক ভালো লাগবে। কারণ, তাহলে সবার সাথেই এক রকম আচরণ হবে।’
মহামারিতে বাংলাদেশ সফরে আসা মাশরাফি অস্ট্রেলিয়ানদের ধন্যবাদও দিয়েছেন। আর ৪-১ ব্যবধানে সিরিজ হারা অস্ট্রেলীয়দের পরবর্তী সিরিজের জন্য জানিয়েছেন শুভকামনা, ‘অবশ্যই আপনাদের (অস্ট্রেলিয়ান) ধন্যবাদ প্রাপ্য। আপনারা এ কঠিন সময়ে খেলতে এসেছেন। আমাদের বিনোদন দিয়েছেন। পরের সিরিজের জন্য আপনাদের শুভকামনা জানাই।’
মাশরাফি মিরপুরের কঠিন উইকেট নিয়েও লিখেছেন, ‘এরপর যারা যারা আইতাছ বাংলাদেশ সফরে, উইকেটের জন্য কয়েকটা তাবিজ লাগায় আইসো!’ শেষ বাক্যে মাশরাফি স্পষ্ট করে ক্রিকেট-বিশ্বকে বলতে চেয়েছেন বাংলাদেশ নামটা এবার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে, ‘বাংলাদেশ নামটা এখন পরিচিত।’

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩৫ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে