নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবার আইপিএল খেলতে গতকাল ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কারণে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এ ক্রিকেটার।
আগামী মাসে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের দল। এ জন্য আবারও আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। ৫ মে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
লিটনকে ২ দিনের বেশি ছুটি দেওয়া হয়েছে জানিয়ে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ওখানে যখন পৌঁছার করার কথা দল (২ মে), লিটন খুব সম্ভবত ৫ তারিখে যোগ দেবে। আমরা এর সঙ্গে রাজি হয়েছি। মনে হয় একটা খেলা আছে (কলকাতার)।’ আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ নির্দিষ্ট সময়ে যোগ দেবে।’
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে যাওয়ার আগে। ওটা প্রধান কোচই (চন্ডিকা হাথুরুসিংহে) ঠিক করেছেন, সিলেটে হলে ভালো। ঢাকা থেকে বাইরের একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছে। সে জন্য ওখানে ঠিক করা হয়েছে।’
৯ মে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। জালাল ইউনুস বললেন, ‘১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছাবে। ওখানে অনুশীলন আছে, এর পর একটা প্রস্তুতি ম্যাচ আছে ৫ তারিখ। ওরা চেয়েছিল সংক্ষিপ্ত করতে, আমরা চেয়েছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আগে আরো অনুশীলন করতে। প্রধান কোচ বলেছিলেন, আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। আমরা আরও কিছুদিন যোগ করেছি। দ্রুত একটু পরিবেশ বোঝার জন্য।’

প্রথমবার আইপিএল খেলতে গতকাল ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কারণে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এ ক্রিকেটার।
আগামী মাসে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের দল। এ জন্য আবারও আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। ৫ মে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
লিটনকে ২ দিনের বেশি ছুটি দেওয়া হয়েছে জানিয়ে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ওখানে যখন পৌঁছার করার কথা দল (২ মে), লিটন খুব সম্ভবত ৫ তারিখে যোগ দেবে। আমরা এর সঙ্গে রাজি হয়েছি। মনে হয় একটা খেলা আছে (কলকাতার)।’ আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ নির্দিষ্ট সময়ে যোগ দেবে।’
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে যাওয়ার আগে। ওটা প্রধান কোচই (চন্ডিকা হাথুরুসিংহে) ঠিক করেছেন, সিলেটে হলে ভালো। ঢাকা থেকে বাইরের একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছে। সে জন্য ওখানে ঠিক করা হয়েছে।’
৯ মে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। জালাল ইউনুস বললেন, ‘১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছাবে। ওখানে অনুশীলন আছে, এর পর একটা প্রস্তুতি ম্যাচ আছে ৫ তারিখ। ওরা চেয়েছিল সংক্ষিপ্ত করতে, আমরা চেয়েছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আগে আরো অনুশীলন করতে। প্রধান কোচ বলেছিলেন, আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। আমরা আরও কিছুদিন যোগ করেছি। দ্রুত একটু পরিবেশ বোঝার জন্য।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে