হংকং সিক্সেস

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। তবে কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন ম্যাথডে ১৮ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ইয়াসির আলীরা।
ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৯ বলে ৩৬ রান করে, পর বল হাতে নিয়েছেন ২ উইকেট। মংককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমিরাত। ১ উইকেট হারিয়ে ৬ ওভারে ১১১ রান তোলে বাংলাদেশ।
১১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩.২ ওভার শেষে আরব আমিরাত ৩ উইকেটে ৪৩ রান করলে আলোকস্বল্পতার কারণে ম্যাচ থেমে যায়। পরে ডিএলএস পদ্ধতি শেষ বাংলাদেশ জিতে যায় ১৮ রানে।
আরব আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুর দিকে রান তুলতে কিছুটা বেগ পেতে হয়েছে বাংলাদেশের। তারপরও আবদুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১ রানের ইনিংস। জিসান আলমের ব্যাট থেকে আসে অপরাজিত ১৭ বলে ৩৪ রান। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৫৯ রান।
মামুনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন সাইফউদ্দিন। মাত্র ৯ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। ইনিংস ছিল ৫টি ছক্কা ও একটি চারের মার মারেন সাইফউদ্দিন।
১১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় বলেই আসিফ খানকে বোল্ড করেন সাইফউদ্দিন। সেই ওভারেই নিজের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে এলবিডব্লিউর ফাঁদে কে দ্বিতীয় উইকেট নেন তিনি। তারপর আবু হায়দার রনি বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারে দেন মাত্র ৭ রান।
তৃতীয় ওভারে এসে শাঞ্চিত শর্মার তাণ্ডবেরমুখে পড়েন মামুন। টানা চারটি ছক্কা মারেন বাংলাদেশের এই পেসারকে। অবশ্য পঞ্চম বলেই তাঁকে আবু হায়দারের ক্যাচ বানিয়ে ফেরান মামুন। ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। তারপর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৪ ঘণ্টা আগে