ক্রীড়া ডেস্ক
বার্বাডোজ থেকে গ্রেনাডা—সব জায়গাতেই দেখা যাচ্ছে পেসারদের দাপট। আগুনে বোলিংয়ের জবাব দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও যখন বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া, তখন বাঁচালেন মাঝের সারির ব্যাটাররা।
আঙুলে ব্যথার কারণে বার্বাডোজে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে তিনি ফিরেছেন জশ ইংলিসের জায়গায়। প্রায় এক মাস পর অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ফেরার দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন অ্যালেক্স ক্যারি-বিউ ওয়েবস্টার। ক্যারি, ওয়েবস্টার দুজনের ব্যাটেই এসেছে ফিফটি। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ২৮৬ রান।
গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ে ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১১০ রানে পরিণত হয় অজিরা। ফেরার ম্যাচে স্মিথ করেছেন ৬ বলে ৩ রান। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। বেকায়দায় পড়া অস্ট্রেলিয়া উদ্ধার হয়েছে ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের ১৫০ বলে ১১২ রানের জুটিতে। ওয়েবস্টার টেস্ট মেজাজে ব্যাটিং করলেও ক্যারি তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ক্যারি ৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৬৩ রান। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের এটা ১১তম টেস্ট ফিফটি। অন্যদিকে ওয়েবস্টার করেছেন ৫২.১৭ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। ৬ টেস্টের ৯ ইনিংস খেলে চার ফিফটি তুলে নিয়েছেন অজি এই অলরাউন্ডার।
ক্যারিকে ফিরিয়ে জুটি ভেঙেছেন জাস্টিন গ্রিভস। ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের জুটিতে ৩০০-এর বেশি রানের আশা থাকলেও অস্ট্রেলিয়া সেটা করতে পারেনি। ৬৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৬৬.৫ ওভারে ২৮৬ রানে অলআউট হয়েছে। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে একমাত্র ওয়েবস্টারই রানআউট হয়েছেন। বাকি ৯ উইকেট পেসাররা তুলে নিয়েছেন। আলজারি জোসেফ ১৫.৩ ওভারে ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট। জেইডেন সিলস পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ, গ্রিভস ও শামার জোসেফ।
অস্ট্রেলিয়াকে ৬৭ ওভারের মধ্যে অলআউট করে দেওয়ার পর ব্যাটিং করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু যথেষ্ট পরিমাণ আলো না থাকায় আম্পায়াররা দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে স্বাগতিকেরা। প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
বার্বাডোজ থেকে গ্রেনাডা—সব জায়গাতেই দেখা যাচ্ছে পেসারদের দাপট। আগুনে বোলিংয়ের জবাব দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও যখন বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া, তখন বাঁচালেন মাঝের সারির ব্যাটাররা।
আঙুলে ব্যথার কারণে বার্বাডোজে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে তিনি ফিরেছেন জশ ইংলিসের জায়গায়। প্রায় এক মাস পর অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ফেরার দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন অ্যালেক্স ক্যারি-বিউ ওয়েবস্টার। ক্যারি, ওয়েবস্টার দুজনের ব্যাটেই এসেছে ফিফটি। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ২৮৬ রান।
গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ে ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১১০ রানে পরিণত হয় অজিরা। ফেরার ম্যাচে স্মিথ করেছেন ৬ বলে ৩ রান। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। বেকায়দায় পড়া অস্ট্রেলিয়া উদ্ধার হয়েছে ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের ১৫০ বলে ১১২ রানের জুটিতে। ওয়েবস্টার টেস্ট মেজাজে ব্যাটিং করলেও ক্যারি তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ক্যারি ৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৬৩ রান। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের এটা ১১তম টেস্ট ফিফটি। অন্যদিকে ওয়েবস্টার করেছেন ৫২.১৭ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। ৬ টেস্টের ৯ ইনিংস খেলে চার ফিফটি তুলে নিয়েছেন অজি এই অলরাউন্ডার।
ক্যারিকে ফিরিয়ে জুটি ভেঙেছেন জাস্টিন গ্রিভস। ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের জুটিতে ৩০০-এর বেশি রানের আশা থাকলেও অস্ট্রেলিয়া সেটা করতে পারেনি। ৬৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৬৬.৫ ওভারে ২৮৬ রানে অলআউট হয়েছে। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে একমাত্র ওয়েবস্টারই রানআউট হয়েছেন। বাকি ৯ উইকেট পেসাররা তুলে নিয়েছেন। আলজারি জোসেফ ১৫.৩ ওভারে ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট। জেইডেন সিলস পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ, গ্রিভস ও শামার জোসেফ।
অস্ট্রেলিয়াকে ৬৭ ওভারের মধ্যে অলআউট করে দেওয়ার পর ব্যাটিং করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু যথেষ্ট পরিমাণ আলো না থাকায় আম্পায়াররা দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে স্বাগতিকেরা। প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির। স্পেনের একটি আদালত এই রায় ঘোষণা করেছে। আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় কর ফাঁকি দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
৬ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। তবে কাজটা বেশ সহজ হওয়ার কথা নয়। নিজেদের সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে জয়েরমুখ দেখেনি তারা।
৭ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য ঘিরে শুরু হয়েছিল আলোচনা। অলরাউন্ডার ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘যত দিন মিরাজ দলে আছে, তত দিন মোসাদ্দেকের সুযোগ নাই।’ জাতীয় দলের একজন ক্রিকেটার সম্পর্কে এ ধরনের...
৯ ঘণ্টা আগে২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রদের দারুণ পারফরম্যান্সের সৌজন্যে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা মুকুট পরে তারা। এবার নিজেদের মাঠে আবারও সেই মুকুট ধরে রাখার অভিযান। আগামী পরশু থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের
৯ ঘণ্টা আগে