ক্রীড়া ডেস্ক

বার্বাডোজ থেকে গ্রেনাডা—সব জায়গাতেই দেখা যাচ্ছে পেসারদের দাপট। আগুনে বোলিংয়ের জবাব দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও যখন বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া, তখন বাঁচালেন মাঝের সারির ব্যাটাররা।
আঙুলে ব্যথার কারণে বার্বাডোজে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে তিনি ফিরেছেন জশ ইংলিসের জায়গায়। প্রায় এক মাস পর অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ফেরার দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন অ্যালেক্স ক্যারি-বিউ ওয়েবস্টার। ক্যারি, ওয়েবস্টার দুজনের ব্যাটেই এসেছে ফিফটি। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ২৮৬ রান।
গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ে ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১১০ রানে পরিণত হয় অজিরা। ফেরার ম্যাচে স্মিথ করেছেন ৬ বলে ৩ রান। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। বেকায়দায় পড়া অস্ট্রেলিয়া উদ্ধার হয়েছে ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের ১৫০ বলে ১১২ রানের জুটিতে। ওয়েবস্টার টেস্ট মেজাজে ব্যাটিং করলেও ক্যারি তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ক্যারি ৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৬৩ রান। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের এটা ১১তম টেস্ট ফিফটি। অন্যদিকে ওয়েবস্টার করেছেন ৫২.১৭ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। ৬ টেস্টের ৯ ইনিংস খেলে চার ফিফটি তুলে নিয়েছেন অজি এই অলরাউন্ডার।
ক্যারিকে ফিরিয়ে জুটি ভেঙেছেন জাস্টিন গ্রিভস। ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের জুটিতে ৩০০-এর বেশি রানের আশা থাকলেও অস্ট্রেলিয়া সেটা করতে পারেনি। ৬৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৬৬.৫ ওভারে ২৮৬ রানে অলআউট হয়েছে। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে একমাত্র ওয়েবস্টারই রানআউট হয়েছেন। বাকি ৯ উইকেট পেসাররা তুলে নিয়েছেন। আলজারি জোসেফ ১৫.৩ ওভারে ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট। জেইডেন সিলস পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ, গ্রিভস ও শামার জোসেফ।
অস্ট্রেলিয়াকে ৬৭ ওভারের মধ্যে অলআউট করে দেওয়ার পর ব্যাটিং করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু যথেষ্ট পরিমাণ আলো না থাকায় আম্পায়াররা দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে স্বাগতিকেরা। প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

বার্বাডোজ থেকে গ্রেনাডা—সব জায়গাতেই দেখা যাচ্ছে পেসারদের দাপট। আগুনে বোলিংয়ের জবাব দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও যখন বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া, তখন বাঁচালেন মাঝের সারির ব্যাটাররা।
আঙুলে ব্যথার কারণে বার্বাডোজে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে তিনি ফিরেছেন জশ ইংলিসের জায়গায়। প্রায় এক মাস পর অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ফেরার দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন অ্যালেক্স ক্যারি-বিউ ওয়েবস্টার। ক্যারি, ওয়েবস্টার দুজনের ব্যাটেই এসেছে ফিফটি। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ২৮৬ রান।
গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ে ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১১০ রানে পরিণত হয় অজিরা। ফেরার ম্যাচে স্মিথ করেছেন ৬ বলে ৩ রান। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। বেকায়দায় পড়া অস্ট্রেলিয়া উদ্ধার হয়েছে ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের ১৫০ বলে ১১২ রানের জুটিতে। ওয়েবস্টার টেস্ট মেজাজে ব্যাটিং করলেও ক্যারি তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ক্যারি ৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৬৩ রান। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের এটা ১১তম টেস্ট ফিফটি। অন্যদিকে ওয়েবস্টার করেছেন ৫২.১৭ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। ৬ টেস্টের ৯ ইনিংস খেলে চার ফিফটি তুলে নিয়েছেন অজি এই অলরাউন্ডার।
ক্যারিকে ফিরিয়ে জুটি ভেঙেছেন জাস্টিন গ্রিভস। ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের জুটিতে ৩০০-এর বেশি রানের আশা থাকলেও অস্ট্রেলিয়া সেটা করতে পারেনি। ৬৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৬৬.৫ ওভারে ২৮৬ রানে অলআউট হয়েছে। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে একমাত্র ওয়েবস্টারই রানআউট হয়েছেন। বাকি ৯ উইকেট পেসাররা তুলে নিয়েছেন। আলজারি জোসেফ ১৫.৩ ওভারে ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট। জেইডেন সিলস পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ, গ্রিভস ও শামার জোসেফ।
অস্ট্রেলিয়াকে ৬৭ ওভারের মধ্যে অলআউট করে দেওয়ার পর ব্যাটিং করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু যথেষ্ট পরিমাণ আলো না থাকায় আম্পায়াররা দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে স্বাগতিকেরা। প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
২৯ মিনিট আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৩০ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১ ঘণ্টা আগে