নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকাল সাড়ে ৯টার দিকে অনুশীলনের ফাঁকে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে এলেন মুশফিকুর রহিম। বিসিবি আগেই জানিয়েছিল, খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে আজ। তাই এর আগেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মাঠে এসে জড়ো হলেন। শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে ট্রফি রাখতেই এগিয়ে এলেন খেলোয়াড় ও কোচিং-স্টাফরা।
গ্রুপ ছবির পর কেউ আবার একক পোজও দিলেন আলোকচিত্রীর সহায়তায়। স্বপ্নের বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে শামীম পাটোয়ারি তো চুমুই এঁকে দিলেন। সেটি আবার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা।
ফটোসেশনের পর আইসিসির বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে অনুভূতি জানিয়েছেন চার বিশ্বকাপে খেলা মুশফিক। অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে এই উইকেটরক্ষক-ব্যাটারের পঞ্চম বিশ্বকাপ। তবে মুশফিক আশাবাদী আগের চার বিশ্বকাপের চেয়ে এবার আরও ভালো করবে বাংলাদেশ দল।
মুশফিক বলেন, ‘কাগজে কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো করবে তারা জিতবে। আর অভিজ্ঞতার ব্যাপারটা যেটা, তা হলো আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলে থাকি, তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করতে পারি।’
কয়েক বছর ধরে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। এবার দলও বেশ গোছানো, তাই মুশফিকের বিশ্বাস আগের চেয়ে এবার ভালো করবে দল, ‘সেই বিশ্বাস আছে কিন্তু সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।’
একটা সময় বাংলাদেশের বোলিং আক্রমণ বলতেই স্পিননির্ভর বলা হতো। তবে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের সৌজন্যে পেস বোলিং ইউনিটও বেশ শক্তিশালী এখন। সম্প্রতি অনেক সিরিজে সামর্থ্যের প্রমাণও রেখেছেন তাঁরা। ওই ধারাবাহিকতা বিশ্বকাপে অব্যাহত থাকবে বলে বিশ্বাস তাসকিনের, ‘আসলে এটা শুনতে খুব আনন্দের, আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

সকাল সাড়ে ৯টার দিকে অনুশীলনের ফাঁকে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে এলেন মুশফিকুর রহিম। বিসিবি আগেই জানিয়েছিল, খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে আজ। তাই এর আগেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মাঠে এসে জড়ো হলেন। শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে ট্রফি রাখতেই এগিয়ে এলেন খেলোয়াড় ও কোচিং-স্টাফরা।
গ্রুপ ছবির পর কেউ আবার একক পোজও দিলেন আলোকচিত্রীর সহায়তায়। স্বপ্নের বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে শামীম পাটোয়ারি তো চুমুই এঁকে দিলেন। সেটি আবার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা।
ফটোসেশনের পর আইসিসির বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে অনুভূতি জানিয়েছেন চার বিশ্বকাপে খেলা মুশফিক। অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে এই উইকেটরক্ষক-ব্যাটারের পঞ্চম বিশ্বকাপ। তবে মুশফিক আশাবাদী আগের চার বিশ্বকাপের চেয়ে এবার আরও ভালো করবে বাংলাদেশ দল।
মুশফিক বলেন, ‘কাগজে কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো করবে তারা জিতবে। আর অভিজ্ঞতার ব্যাপারটা যেটা, তা হলো আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলে থাকি, তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করতে পারি।’
কয়েক বছর ধরে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। এবার দলও বেশ গোছানো, তাই মুশফিকের বিশ্বাস আগের চেয়ে এবার ভালো করবে দল, ‘সেই বিশ্বাস আছে কিন্তু সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।’
একটা সময় বাংলাদেশের বোলিং আক্রমণ বলতেই স্পিননির্ভর বলা হতো। তবে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের সৌজন্যে পেস বোলিং ইউনিটও বেশ শক্তিশালী এখন। সম্প্রতি অনেক সিরিজে সামর্থ্যের প্রমাণও রেখেছেন তাঁরা। ওই ধারাবাহিকতা বিশ্বকাপে অব্যাহত থাকবে বলে বিশ্বাস তাসকিনের, ‘আসলে এটা শুনতে খুব আনন্দের, আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে