নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে

কোনো বাধা ছাড়াই যখন কলম্বোর প্রেমাদাসায় চলছিল ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ, তখনই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ।
ভারতের ইনিংসের ২৫ তম ওভারে হানা দেয় বৃষ্টি। শাদাব খার ওভারের প্রথম বল করার পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে চলতে থাকে দমকা হাওয়া। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি কমার পর শুরু হয় মাঠ শুকানোর পালা। ধীরে ধীরে সরানো হয় মাঠের কাভার। আর পিচ শুকানো হচ্ছিল আদিম পদ্ধতিতে। পিচের ওপর ফোম ফেলে তার ওপর লাফালাফি করে পানি বের করছিলেন মাঠকর্মীরা। এতক্ষণ পর্যন্ত জানা গেছে, আম্পায়াররা রোহিত শর্মা ও বাবর আজম দুই অধিনায়কের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, পাকিস্তানের বোলিং কোচ মরনে মর্কেলও মাঠের আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করছেন।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শুভ সূচনা করে ভারত। উদ্বোধনী জুটিতে ১০০ বলে ১২১ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। দুই ব্যাটারই ফিফটি করেছেন। রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের পর গিলও দ্রুত ফিরেছেন। ৫২ বলে ৫৮ রান করেছেন গিল। ২৪.১ ওভারে ভারত এখন পর্যন্ত করেছে ২ উইকেটে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ রানে ও লোকেশ রাহুল ১৭ রানে ব্যাটিং করছেন। যদি ভারত আর ব্যাটিং করতে না পারে, তাহলে বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য হবে ২০ ওভারে ১৮১ রান। আজ যদি খেলা নাও হয়. আগামীকাল রিজার্ভ ডে তে বাকি অংশ থেকে খেলা শুরু হবে।

কোনো বাধা ছাড়াই যখন কলম্বোর প্রেমাদাসায় চলছিল ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ, তখনই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ।
ভারতের ইনিংসের ২৫ তম ওভারে হানা দেয় বৃষ্টি। শাদাব খার ওভারের প্রথম বল করার পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে চলতে থাকে দমকা হাওয়া। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি কমার পর শুরু হয় মাঠ শুকানোর পালা। ধীরে ধীরে সরানো হয় মাঠের কাভার। আর পিচ শুকানো হচ্ছিল আদিম পদ্ধতিতে। পিচের ওপর ফোম ফেলে তার ওপর লাফালাফি করে পানি বের করছিলেন মাঠকর্মীরা। এতক্ষণ পর্যন্ত জানা গেছে, আম্পায়াররা রোহিত শর্মা ও বাবর আজম দুই অধিনায়কের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, পাকিস্তানের বোলিং কোচ মরনে মর্কেলও মাঠের আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করছেন।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শুভ সূচনা করে ভারত। উদ্বোধনী জুটিতে ১০০ বলে ১২১ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। দুই ব্যাটারই ফিফটি করেছেন। রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের পর গিলও দ্রুত ফিরেছেন। ৫২ বলে ৫৮ রান করেছেন গিল। ২৪.১ ওভারে ভারত এখন পর্যন্ত করেছে ২ উইকেটে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ রানে ও লোকেশ রাহুল ১৭ রানে ব্যাটিং করছেন। যদি ভারত আর ব্যাটিং করতে না পারে, তাহলে বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য হবে ২০ ওভারে ১৮১ রান। আজ যদি খেলা নাও হয়. আগামীকাল রিজার্ভ ডে তে বাকি অংশ থেকে খেলা শুরু হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে