ক্রীড়া ডেস্ক

শর্ট থার্ড ম্যান ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে চার মেরেছে হেলমেটটা খুললেন নাঈম শেখ। তারপর মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিলেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে নাঈমের দ্বিতীয় সেঞ্চুরিই যে এটার উপলক্ষ, সেটা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন।
রংপুর রাইডার্সের বিপক্ষে আজ নাঈম সেঞ্চুরি করেছেন ৫৫ বলে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। নির্ধারিত ২০ ওভারে খুলনা করেছে ৪ উইকেটে ২২০ রান। নাঈমের সেঞ্চুরির পর খুলনার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন উইলিয়াম বোসিস্টো।
বিপিএলের প্লে-অফে উঠতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স এখন পড়েছে চ্যালেঞ্জের মুখে। হাতে থাকা দুটি ম্যাচ তো খুলনাকে জিততে হবেই। অন্যান্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসতে হবে। মিরপুরে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছে খুলনা। মিরাজ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজরা বোলিংয়ে কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
নাঈম আজ ইনিংসের শুরুটা করেছেন ধীরে-সুস্থে। প্রথম ২৮ বলে করেছেন ৩৪ রান। এরপর থেকেই তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন। ১২তম ওভারে বোলিংয়ে আসা ইফতিখার আহমেদের ওভার থেকে একাই ১৯ রান করেছেন নাঈম। বাংলাদেশের এই ব্যাটার সেই ওভারে মেরেছেন তিন ছক্কা। নাহিদ রানা, শেখ মেহেদী হাসান যাঁকেই পেয়েছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন নাঈম। শেষ পর্যন্ত ৬২ বলে ১১১ রানের বিধ্বংসী ইনিংস খেলে নাঈম অপরাজিত থাকেন।
রংপুর রাইডার্সের মেহেদী, ইফতিখার, আকিফ জাভেদ—প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে খরচ করেন ৫৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান দিয়েছেন মেহেদী। তিনি পুরো ৪ ওভার বোলিং করেছেন।খুলনার অ্যালেক্স রস হয়েছেন রান আউট।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নাঈম প্রথম সেঞ্চুরি করেন ২০২০ সালে ডিসেম্বরে। মিরপুরে সেবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৪ বলে ১০৫ রান করেছিলেন তিনি। এই বাঁহাতি ব্যাটার তখন খেলেছিলেন বেক্সিমকো ঢাকার হয়ে।

শর্ট থার্ড ম্যান ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে চার মেরেছে হেলমেটটা খুললেন নাঈম শেখ। তারপর মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিলেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে নাঈমের দ্বিতীয় সেঞ্চুরিই যে এটার উপলক্ষ, সেটা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন।
রংপুর রাইডার্সের বিপক্ষে আজ নাঈম সেঞ্চুরি করেছেন ৫৫ বলে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। নির্ধারিত ২০ ওভারে খুলনা করেছে ৪ উইকেটে ২২০ রান। নাঈমের সেঞ্চুরির পর খুলনার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন উইলিয়াম বোসিস্টো।
বিপিএলের প্লে-অফে উঠতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স এখন পড়েছে চ্যালেঞ্জের মুখে। হাতে থাকা দুটি ম্যাচ তো খুলনাকে জিততে হবেই। অন্যান্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসতে হবে। মিরপুরে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছে খুলনা। মিরাজ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজরা বোলিংয়ে কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
নাঈম আজ ইনিংসের শুরুটা করেছেন ধীরে-সুস্থে। প্রথম ২৮ বলে করেছেন ৩৪ রান। এরপর থেকেই তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন। ১২তম ওভারে বোলিংয়ে আসা ইফতিখার আহমেদের ওভার থেকে একাই ১৯ রান করেছেন নাঈম। বাংলাদেশের এই ব্যাটার সেই ওভারে মেরেছেন তিন ছক্কা। নাহিদ রানা, শেখ মেহেদী হাসান যাঁকেই পেয়েছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন নাঈম। শেষ পর্যন্ত ৬২ বলে ১১১ রানের বিধ্বংসী ইনিংস খেলে নাঈম অপরাজিত থাকেন।
রংপুর রাইডার্সের মেহেদী, ইফতিখার, আকিফ জাভেদ—প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে খরচ করেন ৫৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান দিয়েছেন মেহেদী। তিনি পুরো ৪ ওভার বোলিং করেছেন।খুলনার অ্যালেক্স রস হয়েছেন রান আউট।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নাঈম প্রথম সেঞ্চুরি করেন ২০২০ সালে ডিসেম্বরে। মিরপুরে সেবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৪ বলে ১০৫ রান করেছিলেন তিনি। এই বাঁহাতি ব্যাটার তখন খেলেছিলেন বেক্সিমকো ঢাকার হয়ে।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে