নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৯ সাল থেকে জাতীয় দলের সঙ্গে থাকার পর অবশেষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় ইয়াসির আলী রাব্বির। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ রান করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন রাব্বি। তবে ব্যক্তিগত ৩৬ রানে মাথায় বল লাগলে ম্যাচ থেকে ছিটকে যান তিনি।
ঢাকা টেস্টের আগে সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে রাব্বি বললেন, মাথায় বল লাগায় কিছুটা ভয়ই পেয়েছিলেন তিনি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের কথা। ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন-ইয়াসির। দুজন মিলে বাংলাদেশের লিড বাড়িয়ে নিচ্ছিলেন। এই জুটি ৪৭ রান যোগ করার পর ব্যক্তিগত ৩৬ রানে শাহিন আফ্রিদির বাউন্সার ইয়াসিরের মাথায় লাগে।
প্রাথমিকভাবে নিজেকে সামলে নিয়ে আবারও উইকেটে দাঁড়ালেও এক ওভার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নিজের প্রথম টেস্টেই মাথায় বল লাগার অনুভূতি বলতে গিয়ে ইয়াসির বললেন, ‘আসলে একটু ভয় পেয়েছিলাম। কারণ, বলটা মাথায় লেগেছিল। আবার একটু কষ্টও পাচ্ছিলাম। আমার অভিষেক ম্যাচ, দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। এটা একটা মিশ্র অনুভূতি। ভয় ও কষ্টের অনুভূতি।’
ঘরের মাঠ চট্টগ্রামে ভালো শুরুর পর মাথায় বলের আঘাত লাগায় ইনিংস লম্বা করতে পারেননি ইয়াসির। প্রথম টেস্ট খেলতে নেমে কনকাশনে যাওয়ায় তাই তাঁর কণ্ঠে ঝরল হতাশাও, ‘আর কিছুক্ষণ ব্যাটিং করতে পারলে দলের ভালো হতো, ‘এটা অনেক হতাশাজনক ছিল। আমি যেভাবে ব্যাটিং করছিলাম, সেভাবে আরও কিছুক্ষণ করতে পারলে তাহলে হয়তো দল আরেকটু ভালো পজিশনে থাকত।’

২০১৯ সাল থেকে জাতীয় দলের সঙ্গে থাকার পর অবশেষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় ইয়াসির আলী রাব্বির। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ রান করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন রাব্বি। তবে ব্যক্তিগত ৩৬ রানে মাথায় বল লাগলে ম্যাচ থেকে ছিটকে যান তিনি।
ঢাকা টেস্টের আগে সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে রাব্বি বললেন, মাথায় বল লাগায় কিছুটা ভয়ই পেয়েছিলেন তিনি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের কথা। ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন-ইয়াসির। দুজন মিলে বাংলাদেশের লিড বাড়িয়ে নিচ্ছিলেন। এই জুটি ৪৭ রান যোগ করার পর ব্যক্তিগত ৩৬ রানে শাহিন আফ্রিদির বাউন্সার ইয়াসিরের মাথায় লাগে।
প্রাথমিকভাবে নিজেকে সামলে নিয়ে আবারও উইকেটে দাঁড়ালেও এক ওভার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নিজের প্রথম টেস্টেই মাথায় বল লাগার অনুভূতি বলতে গিয়ে ইয়াসির বললেন, ‘আসলে একটু ভয় পেয়েছিলাম। কারণ, বলটা মাথায় লেগেছিল। আবার একটু কষ্টও পাচ্ছিলাম। আমার অভিষেক ম্যাচ, দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। এটা একটা মিশ্র অনুভূতি। ভয় ও কষ্টের অনুভূতি।’
ঘরের মাঠ চট্টগ্রামে ভালো শুরুর পর মাথায় বলের আঘাত লাগায় ইনিংস লম্বা করতে পারেননি ইয়াসির। প্রথম টেস্ট খেলতে নেমে কনকাশনে যাওয়ায় তাই তাঁর কণ্ঠে ঝরল হতাশাও, ‘আর কিছুক্ষণ ব্যাটিং করতে পারলে দলের ভালো হতো, ‘এটা অনেক হতাশাজনক ছিল। আমি যেভাবে ব্যাটিং করছিলাম, সেভাবে আরও কিছুক্ষণ করতে পারলে তাহলে হয়তো দল আরেকটু ভালো পজিশনে থাকত।’

বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
১২ মিনিট আগে
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
৩ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৪ ঘণ্টা আগে