Ajker Patrika

বিশ্বকাপ দলে জাহানারা ফেরায় স্বস্তিতে জ্যোতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪৮
বিশ্বকাপ দলে জাহানারা ফেরায় স্বস্তিতে জ্যোতি

নারীদের কমনওয়েলথ গেমস বাছাইয়ের দলে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন পেসার জাহানারা আলম। অভিজ্ঞ এই পেসারকে দলে পাওয়ায় বোলিং বিভাগ নিয়ে ভরসা পাচ্ছে নারী দল, আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শৃঙ্খলাভঙের অভিযোগে কমনওয়েলথ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছিলেন জাহানারা। দলের অভিজ্ঞ এই ক্রিকেটার দলে ফেরায় বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই দলের একজন অভিজ্ঞ ও বাংলাদেশের সেরা একজন ফাস্ট বোলার। সুতরাং তার স্কোয়াডে থাকা মানে অন্যতম একটা ভরসা।’

নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচে বোলিংয়ে দারুণ করেছেন জাহানারা। দুই ম্যাচে উইকেটশূন্য থাকলেও প্রতিপক্ষকে ভালোই ভুগিয়েছেন। তবে বাকি দুই ম্যাচে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেট নেন তিনি। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ ওভারে ১.৭৫ ইকোনমি রেটে ৩ উইকেট নেন তিনি। জাহানারা দলে ফেরাতে এখন নারীদের বোলিং বিভাগ যে আরও শক্তিশালী হবে, সেটাই বলছিলেন জ্যোতি, ‘বোলিং ইউনিটে তিনি আমাকে সব সময় সহায়তা করেন। আমি অত্যন্ত খুশি যে তিনি আবার দলে ফিরেছেন।’

জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন জাহানারা-সালমারা। আগামী মাসের মার্চে নিউজিল্যান্ডে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের গ্রুপে খেলবে বাংলাদেশ নারী দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত