নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে লিটন দাস বলছিলেন, উইকেট প্রথম ওয়ানডের মতো। এমন উইকেটে তাঁর দল রান তাড়া করতে চায়। লিটনের ধারণা অবশ্য ঠিক হয়নি। প্রথম ওয়ানডেতে বল হঠাৎ থেমে থেমে এসেছিল। তবে আজ উইকেটের আচরণ সম্পূর্ণ ভিন্ন।
দুর্দান্ত ব্যাটিং উইকেট কাজে লাগিয়ে বাংলাদেশের বোলারদের তুলাধোনা করেছেন আফগান ব্যাটাররা। বিশেষ করে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের শেষ দিকে অবশ্য আফগানদের রান বন্যায় বাঁধ দিয়েছে বাংলাদেশ। তবু আফগানিস্তানের স্কোর থেমেছে ৩৩১ রানে। চট্টগ্রামে কখনো ৩০০ রানের স্কোর তাড়া করে জেতেনি বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জেতার বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা গুরবাজের। তাঁর ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস আফগানদের বড় সংগ্রহ এনে দিয়েছে। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিকে এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসে পরিণত করে আউট হন গুরবাজ। তাঁর ইনিংসে ১৩ চার ও ৮ ছক্কা। ইব্রাহিমের সঙ্গে তাঁর জুটি থামে ২৫৬ রানে। যেটা ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ জুটি।
সাকিব আল হাসানের বলে গুরবাজ আউট হলে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। এই উইকেটের পর অবশ্য আর সেভাবে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি আফগানিস্তান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম। ১১৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান। সেঞ্চুরি পূর্ণ করে আর এক বল টেকেন তিনি। মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে তাঁর ৯ চার ও এক ছক্কার ইনিংস থামে।
আফগানদের ইনিংসে আর বলার মতো ইনিংস বলতে মোহাম্মদ নবীর ২৫ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, সাকিব ও মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ ও ইবাদত হোসেনের দখলে গেছে ১টি করে উইকেট। বোলারদের হতাশার মাঝে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের ব্যাটারদের সামনে।

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে লিটন দাস বলছিলেন, উইকেট প্রথম ওয়ানডের মতো। এমন উইকেটে তাঁর দল রান তাড়া করতে চায়। লিটনের ধারণা অবশ্য ঠিক হয়নি। প্রথম ওয়ানডেতে বল হঠাৎ থেমে থেমে এসেছিল। তবে আজ উইকেটের আচরণ সম্পূর্ণ ভিন্ন।
দুর্দান্ত ব্যাটিং উইকেট কাজে লাগিয়ে বাংলাদেশের বোলারদের তুলাধোনা করেছেন আফগান ব্যাটাররা। বিশেষ করে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের শেষ দিকে অবশ্য আফগানদের রান বন্যায় বাঁধ দিয়েছে বাংলাদেশ। তবু আফগানিস্তানের স্কোর থেমেছে ৩৩১ রানে। চট্টগ্রামে কখনো ৩০০ রানের স্কোর তাড়া করে জেতেনি বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জেতার বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা গুরবাজের। তাঁর ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস আফগানদের বড় সংগ্রহ এনে দিয়েছে। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিকে এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসে পরিণত করে আউট হন গুরবাজ। তাঁর ইনিংসে ১৩ চার ও ৮ ছক্কা। ইব্রাহিমের সঙ্গে তাঁর জুটি থামে ২৫৬ রানে। যেটা ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ জুটি।
সাকিব আল হাসানের বলে গুরবাজ আউট হলে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। এই উইকেটের পর অবশ্য আর সেভাবে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি আফগানিস্তান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম। ১১৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান। সেঞ্চুরি পূর্ণ করে আর এক বল টেকেন তিনি। মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে তাঁর ৯ চার ও এক ছক্কার ইনিংস থামে।
আফগানদের ইনিংসে আর বলার মতো ইনিংস বলতে মোহাম্মদ নবীর ২৫ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, সাকিব ও মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ ও ইবাদত হোসেনের দখলে গেছে ১টি করে উইকেট। বোলারদের হতাশার মাঝে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের ব্যাটারদের সামনে।

কখন কে কোন অবস্থায় গিয়ে পড়বেন, সেটা সৃষ্টিকর্তার চেয়ে ভালো আর কেউ জানেন না। সুস্থ ড্যামিয়েন মার্টিন গত বছরের শেষে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থা এতটাই গুরুতর ছিল যে কৃত্রিমভাবে তাঁকে কোমায় রাখতে হয়েছিল। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি হয়তো উসমান খাজার জানা নেই। তবে বিদায়ী বেলায় অনুভূতি কেমন হয়, সেটা এই মুহূর্তে তাঁর চেয়ে ভালো আর কেইবা জানেন। সিডনি টেস্ট শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন খাজা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তঃপ্রাণ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান আর নেই। ক্রীড়াঙ্গনে যাঁর পরিচিতি 'আতা ভাই' হিসেবে। গতকাল রাত ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন—গত কয়েক দিনে এই বিষয়গুলো হয়ে উঠেছে ‘টক অব দ্য টাউন।’ বিশ্বকাপ মাঠে গড়াতে এক মাসও বাকি নেই। টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, আরও বেশি জটিলতা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে