
এক বছর পর আবারও মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। ক্লাবে আল হিলালের হয়ে কয়েকটি ম্যাচও ইতিমধ্যে খেলেছেন। তবে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিতে ডাক পাননি তিনি। দলের বড় তারকাকে বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র।
গত বছরের অক্টোবরে এসিএল চোটে পড়েন নেইমার। সঙ্গে ছিল হাঁটুর মেনিসকাসের চোটও। এ কারণে অস্ত্রোপচারের পর সেরে উঠতে সময়ও লেগেছে এক বছর। অবশেষে গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা।
চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। নেইমারের পাশাপাশি ডাক পাননি রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এন্দ্রিকও। চলতি মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ১০৭ মিনিট খেলেছেন এন্দ্রিক। রিয়ালের হয়ে গত ৪ ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।
নেইমারকে দলে না রাখার বিষয়ে ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা তাড়াহুড়ো করে নেইমারকে দলে নিতে চাইনি। সে পুরোপুরিভাবে সুস্থ, তবে সে খুব বেশি খেলেনি, এ কারণেই তাকে দলে বিবেচনা করা হয়নি।’
ব্রাজিলের সবশেষ ম্যাচে দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। কাঁধের চোটের কারণে খেলা হয়নি তাঁর। রিয়াল তারকা আবার ফিরেছেন দলে। সেই সঙ্গে দলে আছেন বার্সেলোনার হয়ে খেলা রাফিনিয়া। ক্লাবের জার্সিতে বিপরীত সময় পার করছেন ভিনিসিয়ুস-রাফিনিয়া।
অক্টোবরের বিশ্বকাপ বাছাই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলা হয়নি এস্তেভো উইলিয়ানের। আসন্ন দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই তারকা। পালমেইরাসের হয়ে ১১ গোল করে কেড়েছেন নজর। এদিকে আসন্ন দুই ম্যাচের দলে নেই সাভিনহো, ম্যানচেস্টার সিটির হয়ে সবশেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ব্রাজিল। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং এর পাঁচদিন পর উরুগুয়েকে আতিথেয়তা দেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই বছর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হচ্ছে না নেইমারের।
ব্রাজিল দল:
গোলরক্ষক: বেন্টো (আল নাসর), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), আবনার (লিয়ন), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো-এমজি), এডার মিলিতো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), মুরিলো (নটিংহাম ফরেস্ট)
মিডফিল্ডার: আন্দ্রে (উলভারহ্যাম্পটন), আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গেরসন (ফ্ল্যামেঙ্গো), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড) এবং রাফিনহা (বার্সেলোনা)
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), ইগর হেসুস (বোটাফোগো), লুইজ হেনরিক (বোটাফোগো), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

এক বছর পর আবারও মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। ক্লাবে আল হিলালের হয়ে কয়েকটি ম্যাচও ইতিমধ্যে খেলেছেন। তবে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিতে ডাক পাননি তিনি। দলের বড় তারকাকে বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র।
গত বছরের অক্টোবরে এসিএল চোটে পড়েন নেইমার। সঙ্গে ছিল হাঁটুর মেনিসকাসের চোটও। এ কারণে অস্ত্রোপচারের পর সেরে উঠতে সময়ও লেগেছে এক বছর। অবশেষে গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা।
চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। নেইমারের পাশাপাশি ডাক পাননি রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এন্দ্রিকও। চলতি মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ১০৭ মিনিট খেলেছেন এন্দ্রিক। রিয়ালের হয়ে গত ৪ ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।
নেইমারকে দলে না রাখার বিষয়ে ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা তাড়াহুড়ো করে নেইমারকে দলে নিতে চাইনি। সে পুরোপুরিভাবে সুস্থ, তবে সে খুব বেশি খেলেনি, এ কারণেই তাকে দলে বিবেচনা করা হয়নি।’
ব্রাজিলের সবশেষ ম্যাচে দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। কাঁধের চোটের কারণে খেলা হয়নি তাঁর। রিয়াল তারকা আবার ফিরেছেন দলে। সেই সঙ্গে দলে আছেন বার্সেলোনার হয়ে খেলা রাফিনিয়া। ক্লাবের জার্সিতে বিপরীত সময় পার করছেন ভিনিসিয়ুস-রাফিনিয়া।
অক্টোবরের বিশ্বকাপ বাছাই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলা হয়নি এস্তেভো উইলিয়ানের। আসন্ন দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই তারকা। পালমেইরাসের হয়ে ১১ গোল করে কেড়েছেন নজর। এদিকে আসন্ন দুই ম্যাচের দলে নেই সাভিনহো, ম্যানচেস্টার সিটির হয়ে সবশেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ব্রাজিল। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং এর পাঁচদিন পর উরুগুয়েকে আতিথেয়তা দেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই বছর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হচ্ছে না নেইমারের।
ব্রাজিল দল:
গোলরক্ষক: বেন্টো (আল নাসর), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), আবনার (লিয়ন), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো-এমজি), এডার মিলিতো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), মুরিলো (নটিংহাম ফরেস্ট)
মিডফিল্ডার: আন্দ্রে (উলভারহ্যাম্পটন), আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গেরসন (ফ্ল্যামেঙ্গো), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড) এবং রাফিনহা (বার্সেলোনা)
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), ইগর হেসুস (বোটাফোগো), লুইজ হেনরিক (বোটাফোগো), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১১ ঘণ্টা আগে