
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার তো দূরের কথা। গত বছরের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণের একাদশেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। তাতে আকাশ চোপড়া অবাক হয়েছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে একরাশ হতাশা প্রকাশ করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ফ্যাব ফোরের মধ্যে সেরা কে—এই শিরোনামে আজ আকাশ তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ভিডিওর শুরুটা করেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরার নাম দিয়ে। প্রসঙ্গক্রমে আইসিসির গত বছরের ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট—এই তিন একাদশের কথা উল্লেখ করেছেন আকাশ। কোথাও যখন বাংলাদেশের নাম পেলেন না, তখন ভারতের সাবেক ক্রিকেটার বিস্ময় প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে চোখ পড়লে যেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বিদ্রুপ বেশি চোখে পড়ে, আকাশের এটা চোখ এড়ায় কী করে! ভারতীয় এই ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে তারা (বাংলাদেশ) তলানিতে নেমে যাচ্ছে।’
কানপুরে গত বছরের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চাইলেও নানা কারণে সেটা হয়নি। বলতে গেলে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অধ্যায় শেষ। এছাড়া ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেও বাংলাদেশের অবস্থা আশাবাদী হওয়ার মতো না। পয়েন্ট টেবিলে এশিয়ার দলটি অবস্থান করছে ৯ নম্বরে। ২০২৪ সালে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই দুই দলের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। যার মধ্যে উইন্ডিজ ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশকে।
বাংলাদেশের ক্রিকেটের হতশ্রী অবস্থার কথা বলতে গিয়ে সাকিবের নাম উল্লেখ করেছেন আকাশ। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আগে সাকিব ছিল। এখন বাংলাদেশ দলের নাম কোথাও দেখা যাচ্ছে না। আইসিসির বর্ষসেরার কোনো দলে বাংলাদেশের একজন ক্রিকেটারও জায়গা করে নিতে পারল না। শেষ হয়ে গেছে দলটা।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবে বাংলাদেশ। আইসিসির ইভেন্টটি দিয়েই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়টাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবশেষ কোনো ম্যাচ। তবে চ্যাম্পিয়নস ট্রফি হবে ওয়ানডে সংস্করণে। আর ২০২৪ সালে বাংলাদেশ ৯ ওয়ানডে খেলে জিতেছিল ৩ ম্যাচ। হেরেছিল ৬ ওয়ানডে।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার তো দূরের কথা। গত বছরের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণের একাদশেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। তাতে আকাশ চোপড়া অবাক হয়েছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে একরাশ হতাশা প্রকাশ করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ফ্যাব ফোরের মধ্যে সেরা কে—এই শিরোনামে আজ আকাশ তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ভিডিওর শুরুটা করেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরার নাম দিয়ে। প্রসঙ্গক্রমে আইসিসির গত বছরের ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট—এই তিন একাদশের কথা উল্লেখ করেছেন আকাশ। কোথাও যখন বাংলাদেশের নাম পেলেন না, তখন ভারতের সাবেক ক্রিকেটার বিস্ময় প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে চোখ পড়লে যেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বিদ্রুপ বেশি চোখে পড়ে, আকাশের এটা চোখ এড়ায় কী করে! ভারতীয় এই ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে তারা (বাংলাদেশ) তলানিতে নেমে যাচ্ছে।’
কানপুরে গত বছরের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চাইলেও নানা কারণে সেটা হয়নি। বলতে গেলে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অধ্যায় শেষ। এছাড়া ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেও বাংলাদেশের অবস্থা আশাবাদী হওয়ার মতো না। পয়েন্ট টেবিলে এশিয়ার দলটি অবস্থান করছে ৯ নম্বরে। ২০২৪ সালে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই দুই দলের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। যার মধ্যে উইন্ডিজ ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশকে।
বাংলাদেশের ক্রিকেটের হতশ্রী অবস্থার কথা বলতে গিয়ে সাকিবের নাম উল্লেখ করেছেন আকাশ। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আগে সাকিব ছিল। এখন বাংলাদেশ দলের নাম কোথাও দেখা যাচ্ছে না। আইসিসির বর্ষসেরার কোনো দলে বাংলাদেশের একজন ক্রিকেটারও জায়গা করে নিতে পারল না। শেষ হয়ে গেছে দলটা।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবে বাংলাদেশ। আইসিসির ইভেন্টটি দিয়েই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়টাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবশেষ কোনো ম্যাচ। তবে চ্যাম্পিয়নস ট্রফি হবে ওয়ানডে সংস্করণে। আর ২০২৪ সালে বাংলাদেশ ৯ ওয়ানডে খেলে জিতেছিল ৩ ম্যাচ। হেরেছিল ৬ ওয়ানডে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে