
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার তো দূরের কথা। গত বছরের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণের একাদশেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। তাতে আকাশ চোপড়া অবাক হয়েছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে একরাশ হতাশা প্রকাশ করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ফ্যাব ফোরের মধ্যে সেরা কে—এই শিরোনামে আজ আকাশ তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ভিডিওর শুরুটা করেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরার নাম দিয়ে। প্রসঙ্গক্রমে আইসিসির গত বছরের ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট—এই তিন একাদশের কথা উল্লেখ করেছেন আকাশ। কোথাও যখন বাংলাদেশের নাম পেলেন না, তখন ভারতের সাবেক ক্রিকেটার বিস্ময় প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে চোখ পড়লে যেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বিদ্রুপ বেশি চোখে পড়ে, আকাশের এটা চোখ এড়ায় কী করে! ভারতীয় এই ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে তারা (বাংলাদেশ) তলানিতে নেমে যাচ্ছে।’
কানপুরে গত বছরের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চাইলেও নানা কারণে সেটা হয়নি। বলতে গেলে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অধ্যায় শেষ। এছাড়া ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেও বাংলাদেশের অবস্থা আশাবাদী হওয়ার মতো না। পয়েন্ট টেবিলে এশিয়ার দলটি অবস্থান করছে ৯ নম্বরে। ২০২৪ সালে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই দুই দলের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। যার মধ্যে উইন্ডিজ ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশকে।
বাংলাদেশের ক্রিকেটের হতশ্রী অবস্থার কথা বলতে গিয়ে সাকিবের নাম উল্লেখ করেছেন আকাশ। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আগে সাকিব ছিল। এখন বাংলাদেশ দলের নাম কোথাও দেখা যাচ্ছে না। আইসিসির বর্ষসেরার কোনো দলে বাংলাদেশের একজন ক্রিকেটারও জায়গা করে নিতে পারল না। শেষ হয়ে গেছে দলটা।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবে বাংলাদেশ। আইসিসির ইভেন্টটি দিয়েই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়টাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবশেষ কোনো ম্যাচ। তবে চ্যাম্পিয়নস ট্রফি হবে ওয়ানডে সংস্করণে। আর ২০২৪ সালে বাংলাদেশ ৯ ওয়ানডে খেলে জিতেছিল ৩ ম্যাচ। হেরেছিল ৬ ওয়ানডে।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার তো দূরের কথা। গত বছরের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণের একাদশেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। তাতে আকাশ চোপড়া অবাক হয়েছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে একরাশ হতাশা প্রকাশ করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ফ্যাব ফোরের মধ্যে সেরা কে—এই শিরোনামে আজ আকাশ তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ভিডিওর শুরুটা করেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরার নাম দিয়ে। প্রসঙ্গক্রমে আইসিসির গত বছরের ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট—এই তিন একাদশের কথা উল্লেখ করেছেন আকাশ। কোথাও যখন বাংলাদেশের নাম পেলেন না, তখন ভারতের সাবেক ক্রিকেটার বিস্ময় প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে চোখ পড়লে যেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বিদ্রুপ বেশি চোখে পড়ে, আকাশের এটা চোখ এড়ায় কী করে! ভারতীয় এই ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে তারা (বাংলাদেশ) তলানিতে নেমে যাচ্ছে।’
কানপুরে গত বছরের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চাইলেও নানা কারণে সেটা হয়নি। বলতে গেলে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অধ্যায় শেষ। এছাড়া ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেও বাংলাদেশের অবস্থা আশাবাদী হওয়ার মতো না। পয়েন্ট টেবিলে এশিয়ার দলটি অবস্থান করছে ৯ নম্বরে। ২০২৪ সালে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই দুই দলের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। যার মধ্যে উইন্ডিজ ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশকে।
বাংলাদেশের ক্রিকেটের হতশ্রী অবস্থার কথা বলতে গিয়ে সাকিবের নাম উল্লেখ করেছেন আকাশ। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আগে সাকিব ছিল। এখন বাংলাদেশ দলের নাম কোথাও দেখা যাচ্ছে না। আইসিসির বর্ষসেরার কোনো দলে বাংলাদেশের একজন ক্রিকেটারও জায়গা করে নিতে পারল না। শেষ হয়ে গেছে দলটা।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবে বাংলাদেশ। আইসিসির ইভেন্টটি দিয়েই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়টাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবশেষ কোনো ম্যাচ। তবে চ্যাম্পিয়নস ট্রফি হবে ওয়ানডে সংস্করণে। আর ২০২৪ সালে বাংলাদেশ ৯ ওয়ানডে খেলে জিতেছিল ৩ ম্যাচ। হেরেছিল ৬ ওয়ানডে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে