
রেকর্ড গড়তেই যেন ২২ গজে নামেন কামিন্দু মেন্ডিস। টেস্টে তাঁর ব্যাটে ছোটে রানের ফোয়ারা। রানের বন্যা বইয়ে দেওয়া শ্রীলঙ্কার এই তরুণ ক্রিকেটার আবার জিতলেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।
প্রবাথ জয়াসুরিয়া ও ট্রাভিস হেডকে টপকে আইসিসির ২০২৪ সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্দু। ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন ৩ টেস্ট। ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ১২৪.৩৩ গড়েন ৩৭৩ রান। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫৪.৫০ গড়ে করেন ৩০৯ রান। এই সিরিজেই করেন দুটি সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টে কমপক্ষে এক ইনিংসে ফিফটি করা প্রথম ক্রিকেটার ২৬ বছর বয়সী লঙ্কান ক্রিকেটার।
সেপ্টেম্বরে সর্বোচ্চ ৪৩০ রান করেন হেড। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার গত মাসে ৯ ম্যাচের সবকটিই খেলেছেন সাদা বলের ক্রিকেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে ২৪৫.৯৪ স্ট্রাইকরেটে করেন ১৮২ রান। বাকি ২৪৮ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। সেই সিরিজে খেলেন ৪ ম্যাচে ৮২.৬৭ গড় ও ১২০.৯৭ স্ট্রাইকরেটে রানের বন্যা বইয়ে দেন তিনি। যেখানে ট্রেন্ট ব্রিজে গত ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে ১২৯ বলে ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন হেড। সীমিত ওভারের ক্রিকেটে তিনি কতটা বিধ্বংসী, সেটার প্রমাণ দিয়েই চলেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে দুই টেস্ট খেলে ১৮ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুটি টেস্ট ম্যাচই হয়েছিল গল স্টেডিয়ামে। এক ইনিংসে ৫ উইকেট নেন ২ বার। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীই তিনি। এ বছর এ নিয়ে দুইবার মাসসেরা হয়েছেন কামিন্দু। গতকালের আগে মার্চে আইসিসির সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। ২০২২ থেকে শুরু করে এখনো পর্যন্ত ৮ টেস্টে ১০০৪ রান করেন কামিন্দু। গড় ৯১.২৭। কমপক্ষে ৫ টেস্ট খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গড় তাঁর। সর্বোচ্চ ৯৯.৯৪ গড় স্যার ডন ব্র্যাডমানের।

রেকর্ড গড়তেই যেন ২২ গজে নামেন কামিন্দু মেন্ডিস। টেস্টে তাঁর ব্যাটে ছোটে রানের ফোয়ারা। রানের বন্যা বইয়ে দেওয়া শ্রীলঙ্কার এই তরুণ ক্রিকেটার আবার জিতলেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।
প্রবাথ জয়াসুরিয়া ও ট্রাভিস হেডকে টপকে আইসিসির ২০২৪ সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্দু। ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন ৩ টেস্ট। ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ১২৪.৩৩ গড়েন ৩৭৩ রান। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫৪.৫০ গড়ে করেন ৩০৯ রান। এই সিরিজেই করেন দুটি সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টে কমপক্ষে এক ইনিংসে ফিফটি করা প্রথম ক্রিকেটার ২৬ বছর বয়সী লঙ্কান ক্রিকেটার।
সেপ্টেম্বরে সর্বোচ্চ ৪৩০ রান করেন হেড। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার গত মাসে ৯ ম্যাচের সবকটিই খেলেছেন সাদা বলের ক্রিকেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে ২৪৫.৯৪ স্ট্রাইকরেটে করেন ১৮২ রান। বাকি ২৪৮ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। সেই সিরিজে খেলেন ৪ ম্যাচে ৮২.৬৭ গড় ও ১২০.৯৭ স্ট্রাইকরেটে রানের বন্যা বইয়ে দেন তিনি। যেখানে ট্রেন্ট ব্রিজে গত ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে ১২৯ বলে ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন হেড। সীমিত ওভারের ক্রিকেটে তিনি কতটা বিধ্বংসী, সেটার প্রমাণ দিয়েই চলেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে দুই টেস্ট খেলে ১৮ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুটি টেস্ট ম্যাচই হয়েছিল গল স্টেডিয়ামে। এক ইনিংসে ৫ উইকেট নেন ২ বার। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীই তিনি। এ বছর এ নিয়ে দুইবার মাসসেরা হয়েছেন কামিন্দু। গতকালের আগে মার্চে আইসিসির সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। ২০২২ থেকে শুরু করে এখনো পর্যন্ত ৮ টেস্টে ১০০৪ রান করেন কামিন্দু। গড় ৯১.২৭। কমপক্ষে ৫ টেস্ট খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গড় তাঁর। সর্বোচ্চ ৯৯.৯৪ গড় স্যার ডন ব্র্যাডমানের।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্প্রতি দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে জায়গা হয়নি হাসান মাহমুদের। তাতে অবশ্য আক্ষেপ নেই এই পেসারের। বরং নিজের কাজেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন হাসান।
৩০ মিনিট আগে
আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালের অপেক্ষা ফুরাল মরক্কোর। শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে মরক্কানরা। এর মাধ্যমে ২২ বছর পর আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চের সেমিফাইনালে পা রাখল দলটি।
২ ঘণ্টা আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১৩ ঘণ্টা আগে