
২০১৯-এর আদলেই হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এবারের বিশ্বকাপের পুরস্কার বিতরণও হচ্ছে একই নিয়মে। কোটি টাকার কম কেউ পাচ্ছে না ২০২৩ বিশ্বকাপ থেকে।
২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি আজ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতে হতে যাওয়া এই বিশ্বকাপে সব মিলিয়ে দেওয়া হবে ১ কোটি ডলারের পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় তা ১০৯ কোটি ৭৩ লাখ টাকা। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (বাংলাদেশি ৪৩ কোটি ৮৯ লাখ টাকা)। আর রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার (২১ কোটি ৯৪ লাখ টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের টাকার পুরস্কার। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৯ লাখ টাকা করে। এ ছাড়া গ্রুপ পর্বে যে ৪৫টি ম্যাচ হবে, সেই ম্যাচ জয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে হবে এবারের বিশ্বকাপ। আর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল।
আইসিসি ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি (বাংলাদেশি টাকা) :
চ্যাম্পিয়ন: ৪৩ কোটি ৮৯ লাখ
রানার্সআপ: ২১ কোটি ৯৪ লাখ
সেমিফাইনালিস্ট (২ দল) : ৮ কোটি ৭৮ লাখ (দল প্রতি) : মোট ১৭ কোটি ৫৬ লাখ
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল (৬ দল) : ১ কোটি ৯ লাখ (দল প্রতি) ; মোট ৬ কোটি ৫৪ লাখ
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য: ৪৩ লাখ ৮৯ হাজার; মোট: ১৯ কোটি ৭৫ লাখ
মোট: ১০৯ কোটি ৭৩ লাখ টাকা

২০১৯-এর আদলেই হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এবারের বিশ্বকাপের পুরস্কার বিতরণও হচ্ছে একই নিয়মে। কোটি টাকার কম কেউ পাচ্ছে না ২০২৩ বিশ্বকাপ থেকে।
২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি আজ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতে হতে যাওয়া এই বিশ্বকাপে সব মিলিয়ে দেওয়া হবে ১ কোটি ডলারের পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় তা ১০৯ কোটি ৭৩ লাখ টাকা। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (বাংলাদেশি ৪৩ কোটি ৮৯ লাখ টাকা)। আর রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার (২১ কোটি ৯৪ লাখ টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের টাকার পুরস্কার। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৯ লাখ টাকা করে। এ ছাড়া গ্রুপ পর্বে যে ৪৫টি ম্যাচ হবে, সেই ম্যাচ জয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে হবে এবারের বিশ্বকাপ। আর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল।
আইসিসি ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি (বাংলাদেশি টাকা) :
চ্যাম্পিয়ন: ৪৩ কোটি ৮৯ লাখ
রানার্সআপ: ২১ কোটি ৯৪ লাখ
সেমিফাইনালিস্ট (২ দল) : ৮ কোটি ৭৮ লাখ (দল প্রতি) : মোট ১৭ কোটি ৫৬ লাখ
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল (৬ দল) : ১ কোটি ৯ লাখ (দল প্রতি) ; মোট ৬ কোটি ৫৪ লাখ
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য: ৪৩ লাখ ৮৯ হাজার; মোট: ১৯ কোটি ৭৫ লাখ
মোট: ১০৯ কোটি ৭৩ লাখ টাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ মিনিট আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩৮ মিনিট আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৫ ঘণ্টা আগে