নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ দলে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই আক্ষেপ ঘোচানোর ক্ষেত্রে ভালো অপশন হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও বোলিংয়ে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
তবে চোটের কারণে সাইফউদ্দিনের বিশ্বকাপ ২০২৩-এ খেলা অনেকটা অনিশ্চিত। অনেক দিন ধরেই দলে নেই। সবশেষ গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। কিছুদিন পরপর মাথাচাড়া দেয় ব্যাক পেইন (পিঠে ব্যথা)। তাই ভালো চিকিৎসার জন্য তাঁকে কাতারে পাঠাচ্ছে বিসিবি। আজ রাতের ফ্লাইটে সাইফউদ্দিনের সঙ্গে আরও দুই ক্রিকেটার–অভিষেক দাস ও আশিকুর জামান যাচ্ছেন চিকিৎসার জন্য।
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে ৭ ইনিংসে ১৩ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। ব্যাটিংয়ে ছিল একটি ফিফটিও। কিন্তু এবারের বিশ্বকাপে তাঁর থাকা অনিশ্চিত। যা পোড়াচ্ছে এই অলরাউন্ডারকেও। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘(বিশ্বকাপে না থাকায়) অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব সতীর্থ, বন্ধু, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড়; কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা—এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হব, ইনশাআল্লাহ তখন আবার ওদের একটা অংশ হব।’
চোটের কারণে দলের বাইরে থাকা, আবার ছন্দে ফেরার চ্যালেঞ্জ সব ক্রিকেটারকেই নিতে হয়। সাইফউদ্দিনের কাছে এটি অবশ্য স্বাভাবিক ব্যাপার। টিকে থাকতে হলে, এ লড়াই করতেই হবে, কারণ এটি তাঁর পেশা। তিনি বলেন, ‘এটা আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করব। যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সবকিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সব সময় করব।’
এই বছরের মার্চ-এপ্রিলে হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিংয়ে রান বেশি না পেলেও বোলিংয়ে উজ্জ্বলই ছিলেন সাইফউদ্দিন। আবাহনীর হয়ে ১২ ম্যাচ বোলিংয়ে ৫.১৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৯ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১১২ রান। চ্যাম্পিয়নও হয় তাঁর দল। তবে ডিপিএলের পর নতুন করে চোট দেখা যায়নি সাইফউদ্দিনের। বোলিং করলেই ফিরে আসে ব্যথা।

বাংলাদেশ দলে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই আক্ষেপ ঘোচানোর ক্ষেত্রে ভালো অপশন হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও বোলিংয়ে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
তবে চোটের কারণে সাইফউদ্দিনের বিশ্বকাপ ২০২৩-এ খেলা অনেকটা অনিশ্চিত। অনেক দিন ধরেই দলে নেই। সবশেষ গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। কিছুদিন পরপর মাথাচাড়া দেয় ব্যাক পেইন (পিঠে ব্যথা)। তাই ভালো চিকিৎসার জন্য তাঁকে কাতারে পাঠাচ্ছে বিসিবি। আজ রাতের ফ্লাইটে সাইফউদ্দিনের সঙ্গে আরও দুই ক্রিকেটার–অভিষেক দাস ও আশিকুর জামান যাচ্ছেন চিকিৎসার জন্য।
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে ৭ ইনিংসে ১৩ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। ব্যাটিংয়ে ছিল একটি ফিফটিও। কিন্তু এবারের বিশ্বকাপে তাঁর থাকা অনিশ্চিত। যা পোড়াচ্ছে এই অলরাউন্ডারকেও। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘(বিশ্বকাপে না থাকায়) অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব সতীর্থ, বন্ধু, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড়; কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা—এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হব, ইনশাআল্লাহ তখন আবার ওদের একটা অংশ হব।’
চোটের কারণে দলের বাইরে থাকা, আবার ছন্দে ফেরার চ্যালেঞ্জ সব ক্রিকেটারকেই নিতে হয়। সাইফউদ্দিনের কাছে এটি অবশ্য স্বাভাবিক ব্যাপার। টিকে থাকতে হলে, এ লড়াই করতেই হবে, কারণ এটি তাঁর পেশা। তিনি বলেন, ‘এটা আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করব। যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সবকিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সব সময় করব।’
এই বছরের মার্চ-এপ্রিলে হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিংয়ে রান বেশি না পেলেও বোলিংয়ে উজ্জ্বলই ছিলেন সাইফউদ্দিন। আবাহনীর হয়ে ১২ ম্যাচ বোলিংয়ে ৫.১৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৯ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১১২ রান। চ্যাম্পিয়নও হয় তাঁর দল। তবে ডিপিএলের পর নতুন করে চোট দেখা যায়নি সাইফউদ্দিনের। বোলিং করলেই ফিরে আসে ব্যথা।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে