
প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। তিরুবনন্তপুরমে আজ তৃতীয় ওয়ানডেটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। এই নিয়মরক্ষার ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩১৭ রানে হারিয়ে ৩-০-তে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার দল। যেখানে বিরাট কোহলির ইনিংসের রানই করতে পারেনি পুরো শ্রীলঙ্কা দল।
৩৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় লঙ্কানদের। ৯.৩ ওভারে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৭ রান। প্রথম ৫ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অঙ্ক ছুঁয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। ২৭ বলে ১৯ রান করেছেন লঙ্কান এই ওপেনার।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতা চলতে থাকে শ্রীলঙ্কার ইনিংসের শেষ পর্যন্ত। ২২ ওভারে ৭৩ রানে ৯ উইকেট পড়ে গেলে কার্যত শ্রীলঙ্কা সেখানে অলআউট হয়ে যায়। চোটে পড়ায় ব্যাটিং করতে পারেননি লঙ্কান ব্যাটার আশেন বান্দারা। ৩১৩ রানে জিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল ভারত। লঙ্কানদের ইনিংসে নুয়ানিদু ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন দাসুন শানাকা (১১ রান) ও কাসুন রাজিথা (অপরাজিত ১৩ রান)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিরাজ।
ম্যাচ ও সিরিজসেরা দুটো পুরস্কারই পেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ব্যাটার। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১.৫০ গড়ে করেছেন ২৮৩ রান। দুটো সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। কোহলি ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ৯৭ বলে ১১৬ রান করেন ভারতীয় এই ওপেনার। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। তিরুবনন্তপুরমে আজ তৃতীয় ওয়ানডেটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। এই নিয়মরক্ষার ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩১৭ রানে হারিয়ে ৩-০-তে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার দল। যেখানে বিরাট কোহলির ইনিংসের রানই করতে পারেনি পুরো শ্রীলঙ্কা দল।
৩৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় লঙ্কানদের। ৯.৩ ওভারে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৭ রান। প্রথম ৫ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অঙ্ক ছুঁয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। ২৭ বলে ১৯ রান করেছেন লঙ্কান এই ওপেনার।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতা চলতে থাকে শ্রীলঙ্কার ইনিংসের শেষ পর্যন্ত। ২২ ওভারে ৭৩ রানে ৯ উইকেট পড়ে গেলে কার্যত শ্রীলঙ্কা সেখানে অলআউট হয়ে যায়। চোটে পড়ায় ব্যাটিং করতে পারেননি লঙ্কান ব্যাটার আশেন বান্দারা। ৩১৩ রানে জিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল ভারত। লঙ্কানদের ইনিংসে নুয়ানিদু ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন দাসুন শানাকা (১১ রান) ও কাসুন রাজিথা (অপরাজিত ১৩ রান)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিরাজ।
ম্যাচ ও সিরিজসেরা দুটো পুরস্কারই পেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ব্যাটার। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১.৫০ গড়ে করেছেন ২৮৩ রান। দুটো সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। কোহলি ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ৯৭ বলে ১১৬ রান করেন ভারতীয় এই ওপেনার। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে