
প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। তিরুবনন্তপুরমে আজ তৃতীয় ওয়ানডেটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। এই নিয়মরক্ষার ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩১৭ রানে হারিয়ে ৩-০-তে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার দল। যেখানে বিরাট কোহলির ইনিংসের রানই করতে পারেনি পুরো শ্রীলঙ্কা দল।
৩৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় লঙ্কানদের। ৯.৩ ওভারে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৭ রান। প্রথম ৫ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অঙ্ক ছুঁয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। ২৭ বলে ১৯ রান করেছেন লঙ্কান এই ওপেনার।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতা চলতে থাকে শ্রীলঙ্কার ইনিংসের শেষ পর্যন্ত। ২২ ওভারে ৭৩ রানে ৯ উইকেট পড়ে গেলে কার্যত শ্রীলঙ্কা সেখানে অলআউট হয়ে যায়। চোটে পড়ায় ব্যাটিং করতে পারেননি লঙ্কান ব্যাটার আশেন বান্দারা। ৩১৩ রানে জিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল ভারত। লঙ্কানদের ইনিংসে নুয়ানিদু ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন দাসুন শানাকা (১১ রান) ও কাসুন রাজিথা (অপরাজিত ১৩ রান)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিরাজ।
ম্যাচ ও সিরিজসেরা দুটো পুরস্কারই পেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ব্যাটার। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১.৫০ গড়ে করেছেন ২৮৩ রান। দুটো সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। কোহলি ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ৯৭ বলে ১১৬ রান করেন ভারতীয় এই ওপেনার। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। তিরুবনন্তপুরমে আজ তৃতীয় ওয়ানডেটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। এই নিয়মরক্ষার ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩১৭ রানে হারিয়ে ৩-০-তে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার দল। যেখানে বিরাট কোহলির ইনিংসের রানই করতে পারেনি পুরো শ্রীলঙ্কা দল।
৩৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় লঙ্কানদের। ৯.৩ ওভারে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৭ রান। প্রথম ৫ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অঙ্ক ছুঁয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। ২৭ বলে ১৯ রান করেছেন লঙ্কান এই ওপেনার।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতা চলতে থাকে শ্রীলঙ্কার ইনিংসের শেষ পর্যন্ত। ২২ ওভারে ৭৩ রানে ৯ উইকেট পড়ে গেলে কার্যত শ্রীলঙ্কা সেখানে অলআউট হয়ে যায়। চোটে পড়ায় ব্যাটিং করতে পারেননি লঙ্কান ব্যাটার আশেন বান্দারা। ৩১৩ রানে জিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল ভারত। লঙ্কানদের ইনিংসে নুয়ানিদু ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন দাসুন শানাকা (১১ রান) ও কাসুন রাজিথা (অপরাজিত ১৩ রান)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিরাজ।
ম্যাচ ও সিরিজসেরা দুটো পুরস্কারই পেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ব্যাটার। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১.৫০ গড়ে করেছেন ২৮৩ রান। দুটো সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। কোহলি ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ৯৭ বলে ১১৬ রান করেন ভারতীয় এই ওপেনার। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১৪ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে