নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

নাজমুল হোসেন শান্তর সঙ্গে মেহেদী হাসান মিরাজের বন্ধুত্ব বেশ পুরোনো। বলা যায়, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে মিরাজের নেতৃত্বেই খেলেছেন শান্ত। ঘরের মাঠে ২০১৬ সালের যুব বিশ্বকাপেও শান্তর অধিনায়ক ছিলেন মিরাজ। ২০২৪ সালে এসে শান্ত হয়েছেন তিন সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বে খেলছেন মিরাজরা।
শান্ত পূর্ণকালীন অধিনায়কত্ব পাওয়ার আগে যখন অন্তর্বর্তীকালীনও ছিলেন, তখন থেকেই দেখা যায় বোলিংয়ে রিভিউ নেওয়ার জন্য তাঁকে একটু বেশি চাপ কিংবা উৎসাহিত করেন মিরাজ। দুজনের বন্ধুত্বের কথা অনেকেই জানেন। এখন ম্যাচে বিভিন্ন সিদ্ধান্তে তাঁদের মধ্যে কেমন আলোচনা হয়, নিজের বোলিংয়ের সময় রিভিউ নিতে শান্তকে একটু প্রেশারই দিয়ে থাকেন কি না মিরাজ—এমন প্রশ্নে চওড়া হাসিতে মিরাজ বললেন, ‘শান্ত আমার কথা একটু বেশি শোনে।’ তখন সংবাদ সম্মেলনে মিরাজের পাশের চেয়ারে বসা নাফিস ইকবাল হাসিতে মাথা গুঁজে দিয়েছেন টেবিলের ওপর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘ওকে (শান্তকে) সহায়তা করার জন্য সবাই আছে, আমরা সবাই তাকে সহায়তা করছি। মুশফিক ভাই, রিয়াদ ভাই, লিটন দা সবাই অনেক সমর্থন করছে। আমার সঙ্গে যখন আলোচনা হয়, বোলিং নিয়ে কথা বলি, কীভাবে করলে ভালো হয়। ফিল্ড সেটআপ নিয়ে কথা বলি। সবার সঙ্গেই কথা বলে, এই জিনিসটা ভালো।’
রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক শান্তকে একটু বেশি চাপ দেওয়ার কথা অবশ্য স্বীকারই করে নিলেন মিরাজ হাসিমুখে, ‘(হাসি) চাপ না, আমি চেষ্টা করি ওকে সমর্থন দেওয়ার জন্য। শুধু আমি একাই না, সবাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু ও আমার কথা একটু বেশি শোনে।’

নাজমুল হোসেন শান্তর সঙ্গে মেহেদী হাসান মিরাজের বন্ধুত্ব বেশ পুরোনো। বলা যায়, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে মিরাজের নেতৃত্বেই খেলেছেন শান্ত। ঘরের মাঠে ২০১৬ সালের যুব বিশ্বকাপেও শান্তর অধিনায়ক ছিলেন মিরাজ। ২০২৪ সালে এসে শান্ত হয়েছেন তিন সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বে খেলছেন মিরাজরা।
শান্ত পূর্ণকালীন অধিনায়কত্ব পাওয়ার আগে যখন অন্তর্বর্তীকালীনও ছিলেন, তখন থেকেই দেখা যায় বোলিংয়ে রিভিউ নেওয়ার জন্য তাঁকে একটু বেশি চাপ কিংবা উৎসাহিত করেন মিরাজ। দুজনের বন্ধুত্বের কথা অনেকেই জানেন। এখন ম্যাচে বিভিন্ন সিদ্ধান্তে তাঁদের মধ্যে কেমন আলোচনা হয়, নিজের বোলিংয়ের সময় রিভিউ নিতে শান্তকে একটু প্রেশারই দিয়ে থাকেন কি না মিরাজ—এমন প্রশ্নে চওড়া হাসিতে মিরাজ বললেন, ‘শান্ত আমার কথা একটু বেশি শোনে।’ তখন সংবাদ সম্মেলনে মিরাজের পাশের চেয়ারে বসা নাফিস ইকবাল হাসিতে মাথা গুঁজে দিয়েছেন টেবিলের ওপর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘ওকে (শান্তকে) সহায়তা করার জন্য সবাই আছে, আমরা সবাই তাকে সহায়তা করছি। মুশফিক ভাই, রিয়াদ ভাই, লিটন দা সবাই অনেক সমর্থন করছে। আমার সঙ্গে যখন আলোচনা হয়, বোলিং নিয়ে কথা বলি, কীভাবে করলে ভালো হয়। ফিল্ড সেটআপ নিয়ে কথা বলি। সবার সঙ্গেই কথা বলে, এই জিনিসটা ভালো।’
রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক শান্তকে একটু বেশি চাপ দেওয়ার কথা অবশ্য স্বীকারই করে নিলেন মিরাজ হাসিমুখে, ‘(হাসি) চাপ না, আমি চেষ্টা করি ওকে সমর্থন দেওয়ার জন্য। শুধু আমি একাই না, সবাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু ও আমার কথা একটু বেশি শোনে।’

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১৩ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২ ঘণ্টা আগে