ক্রীড়া ডেস্ক

ওয়াহাব রিয়াজ আজ ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ দেখতে উঠেছিলেন কিনা জানা নেই। আচ্ছা থাক, ধরে নেওয়া হলো তিনি খেলা দেখেননি। ম্যাচ না দেখলেও পরিসংখ্যান যদি তাঁর নজরে আসে, তাহলে কিছুটা হলেও তিনি স্বস্তি পেতে পারেন।
ওয়াহাবের চার বছর আগের ম্যাচের সঙ্গে আজকের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-সেন্ট লুসিয়া কিংসের ম্যাচটি এক দিক থেকে মিলে গেছে। সেটিকে কাকতালীয় বললেও যেন কম বলা হবে। মিলটি হলো তারিখ। বাংলাদেশ সময় আজ ভোরে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে মুখোমুখি হয়েছে সেন্ট লুসিয়া কিংস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সেন্ট লুসিয়ার পেসার ওশানে থমাস ৪ ওভারে ৬৩ রানে নিয়েছেন ১ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই দলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। এর আগে এই বাজে রেকর্ডটি ছিল ওয়াহাবের। ২০২১ সালের ২৭ আগস্ট জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৩ ওভারে ৬১ রান দিয়েও কোনো উইকেট পাননি। চার বছর আগে সেন্ট লুসিয়া কিংস-জ্যামাইকা তালাওয়াস ম্যাচটি হয়েছিল সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে।
থমাসের বাজে রেকর্ডের দিনে জয় পেয়েছে তাঁর দল সেন্ট লুসিয়া কিংস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে সেন্ট লুসিয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেন্ট লুসিয়া কিংসের আকিম আগুস্তে। ৩ নম্বরে নেমে ৩৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেছেন আগুস্তে।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ভেঙে যায় সেন্ট লুসিয়া কিংসের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ওপেনার জনসন চার্লসকে (১৩) ফেরান গায়ানার বাঁহাতি পেসার জেদিয়া ব্লেডস। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৮৭ রানের জুটি গড়তে অবদান রাখেন টিম সাইফার্ট ও আগুস্তে। দশম ওভারের তৃতীয় বলে সাইফার্ট (৩৭) ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট লুসিয়া কিংস। অবশেষে ১৮.১ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে সেন্ট লুসিয়া। আগুস্তের ৭৫ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। গায়ানার ব্লেডস, গুড়াকেশ মোতি নিয়েছেন দুটি করে উইকেট।
সেন্ট লুসিয়ায় আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান করেছে গায়ানা। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। ৭ নম্বরে নেমে ৩৪ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ৭ ছক্কা। সেন্ট লুসিয়ার কিওন গাস্তন নিয়েছেন ২ উইকেট। বোলিংয়ে বাজে রেকর্ড গড়া থমাস নিয়েছেন গায়ানার উইকেটরক্ষক ব্যাটার শাই হোপের উইকেট।
টি-টোয়েন্টিতে সেন্ট লুসিয়া কিংসের বোলারদের বাজে বোলিংয়ের রেকর্ড
রান উইকেট প্রতিপক্ষ সাল
ওশানে থমাস ৬৩ ১ গায়ানা ২০২৫
ওয়াহাব রিয়াজ ৬১ ০ জ্যামাইকা ২০২১
কিওন গাস্টন ৫৭ ২ গায়ানা ২০২৫
জেরোম টেলর ৫৫ ১ বার্বাডোজ ২০১৭
শেন ওয়াটসন ৫৫ ০ বার্বাডোজ ২০১৭

ওয়াহাব রিয়াজ আজ ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ দেখতে উঠেছিলেন কিনা জানা নেই। আচ্ছা থাক, ধরে নেওয়া হলো তিনি খেলা দেখেননি। ম্যাচ না দেখলেও পরিসংখ্যান যদি তাঁর নজরে আসে, তাহলে কিছুটা হলেও তিনি স্বস্তি পেতে পারেন।
ওয়াহাবের চার বছর আগের ম্যাচের সঙ্গে আজকের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-সেন্ট লুসিয়া কিংসের ম্যাচটি এক দিক থেকে মিলে গেছে। সেটিকে কাকতালীয় বললেও যেন কম বলা হবে। মিলটি হলো তারিখ। বাংলাদেশ সময় আজ ভোরে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে মুখোমুখি হয়েছে সেন্ট লুসিয়া কিংস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সেন্ট লুসিয়ার পেসার ওশানে থমাস ৪ ওভারে ৬৩ রানে নিয়েছেন ১ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই দলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। এর আগে এই বাজে রেকর্ডটি ছিল ওয়াহাবের। ২০২১ সালের ২৭ আগস্ট জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৩ ওভারে ৬১ রান দিয়েও কোনো উইকেট পাননি। চার বছর আগে সেন্ট লুসিয়া কিংস-জ্যামাইকা তালাওয়াস ম্যাচটি হয়েছিল সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে।
থমাসের বাজে রেকর্ডের দিনে জয় পেয়েছে তাঁর দল সেন্ট লুসিয়া কিংস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে সেন্ট লুসিয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেন্ট লুসিয়া কিংসের আকিম আগুস্তে। ৩ নম্বরে নেমে ৩৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেছেন আগুস্তে।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ভেঙে যায় সেন্ট লুসিয়া কিংসের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ওপেনার জনসন চার্লসকে (১৩) ফেরান গায়ানার বাঁহাতি পেসার জেদিয়া ব্লেডস। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৮৭ রানের জুটি গড়তে অবদান রাখেন টিম সাইফার্ট ও আগুস্তে। দশম ওভারের তৃতীয় বলে সাইফার্ট (৩৭) ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট লুসিয়া কিংস। অবশেষে ১৮.১ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে সেন্ট লুসিয়া। আগুস্তের ৭৫ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। গায়ানার ব্লেডস, গুড়াকেশ মোতি নিয়েছেন দুটি করে উইকেট।
সেন্ট লুসিয়ায় আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান করেছে গায়ানা। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। ৭ নম্বরে নেমে ৩৪ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ৭ ছক্কা। সেন্ট লুসিয়ার কিওন গাস্তন নিয়েছেন ২ উইকেট। বোলিংয়ে বাজে রেকর্ড গড়া থমাস নিয়েছেন গায়ানার উইকেটরক্ষক ব্যাটার শাই হোপের উইকেট।
টি-টোয়েন্টিতে সেন্ট লুসিয়া কিংসের বোলারদের বাজে বোলিংয়ের রেকর্ড
রান উইকেট প্রতিপক্ষ সাল
ওশানে থমাস ৬৩ ১ গায়ানা ২০২৫
ওয়াহাব রিয়াজ ৬১ ০ জ্যামাইকা ২০২১
কিওন গাস্টন ৫৭ ২ গায়ানা ২০২৫
জেরোম টেলর ৫৫ ১ বার্বাডোজ ২০১৭
শেন ওয়াটসন ৫৫ ০ বার্বাডোজ ২০১৭

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
২ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
৩ ঘণ্টা আগে