
চোট সত্ত্বেও ট্রাভিস হেডকে বিশ্বকাপ দলে রেখেছিল অস্ট্রেলিয়া। দল কেন তাঁর ওপর ভরসা রেখেছে, তার প্রমাণ আজ দিলেন বাঁহাতি ওপেনার। চোট কাটিয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছেন তিনি।
যাকে বলে রাজসিক! নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে। তাঁর সেঞ্চুরি ও ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৯ উইকেটে ৩৮৮ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। যদিও শেষ দিকে ফিনিশিংটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার।
ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। ওপেনিংয়েই ১৭৫ রানের জুটি গড়েন ওয়ার্নার-হেড। দুই ওপেনার মিলে প্রথম পাওয়ার প্লেতেই ২১ বাউন্ডারি মেরেছেন। রান তুলেছেন ১১৮। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে মনে হচ্ছিল দুজনই সেঞ্চুরি করবেন। তবে ৮১ রানে ওয়ার্নার কিউই স্পিনার গ্লেন ফিলিপসের বলে আউট হলে তা আর হয় না।
এতে করে এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক সেঞ্চুরি পাওয়া হলো না ওয়ার্নারের। সর্বশেষ দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার। সতীর্থ না পেলেও সেঞ্চুরি পেয়েছেন হেড। ৫৯ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তাঁর। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৭ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিলিপসের বলেই বোল্ড হয়েছেন তিনি।
ওয়ার্নার-হেড আউটের পর কিছুটা খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও প্যাট কামিন্সের তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংসে ৪০০ রান পেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ দিকে ফিনিংশটা দিতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪৯তম ওভারে ট্রেন্ট বোল্ট ৩ উইকেট নিয়ে ৪০০-এর নিচে অজিদের অলআউট করেন।

চোট সত্ত্বেও ট্রাভিস হেডকে বিশ্বকাপ দলে রেখেছিল অস্ট্রেলিয়া। দল কেন তাঁর ওপর ভরসা রেখেছে, তার প্রমাণ আজ দিলেন বাঁহাতি ওপেনার। চোট কাটিয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছেন তিনি।
যাকে বলে রাজসিক! নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে। তাঁর সেঞ্চুরি ও ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৯ উইকেটে ৩৮৮ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। যদিও শেষ দিকে ফিনিশিংটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার।
ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। ওপেনিংয়েই ১৭৫ রানের জুটি গড়েন ওয়ার্নার-হেড। দুই ওপেনার মিলে প্রথম পাওয়ার প্লেতেই ২১ বাউন্ডারি মেরেছেন। রান তুলেছেন ১১৮। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে মনে হচ্ছিল দুজনই সেঞ্চুরি করবেন। তবে ৮১ রানে ওয়ার্নার কিউই স্পিনার গ্লেন ফিলিপসের বলে আউট হলে তা আর হয় না।
এতে করে এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক সেঞ্চুরি পাওয়া হলো না ওয়ার্নারের। সর্বশেষ দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার। সতীর্থ না পেলেও সেঞ্চুরি পেয়েছেন হেড। ৫৯ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তাঁর। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৭ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিলিপসের বলেই বোল্ড হয়েছেন তিনি।
ওয়ার্নার-হেড আউটের পর কিছুটা খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও প্যাট কামিন্সের তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংসে ৪০০ রান পেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ দিকে ফিনিংশটা দিতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪৯তম ওভারে ট্রেন্ট বোল্ট ৩ উইকেট নিয়ে ৪০০-এর নিচে অজিদের অলআউট করেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে