Ajker Patrika

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭: ০৭
শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস
বিপিএলে অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলেছেন ক্রিস ওকস। দুর্দান্ত বোলিংয়ের পর শেষ বলে ছক্কা মেরে সিলেট টাইটানসকে জেতালেন তিনি। ছবি: সিলেট টাইটানস

হারলেই বাদ, জিতলেও ফাইনালে যেতে হলে পেরোতে হবে আরও এক ধাপ—মিরপুরে আজ দুপুরে রংপুর রাইডার্স-সিলেট টাইটানস খেলতে নেমেছে এই সমীকরণ মাথায় নিয়েই। স্কোরবোর্ডে বেশি রান না উঠলেও সিলেট-রংপুরের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে শেষ বলে ছক্কা মেরে সিলেটকে ৩ উইকেটের জয় এনে দিলেন ক্রিস ওকস। তাতে বিদায় ঘণ্টা বেজে গেল রংপুরের।

সিলেট টাইটানসের হয়ে ম্যাচ দিয়েই আজ বিপিএলে অভিষেক হয়েছে ওকসের। তাঁর অভিষেকটা যেমন দুর্দান্ত হয়েছে, তেমনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলিমিনেটরের আজকের রংপুর রাইডার্স-সিলেট টাইটানস ম্যাচটা এখন পর্যন্ত ২০২৬ বিপিএলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ। শেষ বলে যখন সিলেটের ৬ রানের সমীকরণ দরকার, তখন ফাহিম আশরাফকে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে রোমাঞ্চকর জয় এনে দেন ওকস। তাঁর (ওকস) ছক্কার পর সিলেট টাইটানসের ডাগআউটে দেখা যায় উল্লাস। আবেগে অনেকে কেঁদেও দিয়েছেন। ৩ উইকেটের জয়ে সিলেট উঠে গেল দ্বিতীয় কোয়ালিফায়ারে।

১১২ রানের লক্ষ্যে নেমে ২ রানেই ভেঙে যায় সিলেট টাইটানসের উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ বলে সিলেট ওপেনার তৌফিক খান তুষারকে (২) ফেরান মোস্তাফিজ। তিন নম্বরে নামা আরিফুল ইসলামের সঙ্গে ওপেনার পারভেজ হোসেন ইমন মিলে সামাল দেন প্রাথমিক ধাক্কা। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৩৬ রানের জুটি গড়েন আরিফুল ও ইমন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে আরিফুলকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা।

আরিফুল ফেরার পর সাময়িক ধস নামে সিলেট টাইটানসের ইনিংসে। ৫.৩ ওভারে ২ উইকেটে ৩৮ রান থেকে মুহূর্তেই ৮ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয় সিলেট। যেখানে ইমন (১৮) ও আফিফকে (৩) দ্রুত ফেরান আলিস আল ইসলাম। রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেটের ব্যাটিং করাটাই দুরূহ হয়ে পড়ে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও স্যাম বিলিংস ঠান্ডা মাথায় এগোতে থাকেন। পঞ্চম উইকেটে ৫৪ বলে ৫০ রানের জুটি গড়েন মিরাজ-বিলিংস।

১৭তম ওভারের শেষ বলে মিরাজকে (১৮) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন খুশদিল শাহ। সিলেট টাইটানস-রংপুর রাইডার্স এলিমিনেটরের সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ মুহূর্তের জন্যই। হাতে ৫ উইকেট নিয়ে শেষ দুই ওভারে ১৫ রানের সমীকরণের সামনে এসে পড়ে সিলেট। ১৯তম ওভারের প্রথম বলে মোস্তাফিজকে ডিপ মিড উইকেট দিয়ে তুলে মারতে যান স্যাম মিলিংস। কাউ কর্নার থেকে ডিপ মিড উইকেটে দৌড়ে এসে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত ক্যাচের পর হৃদয় বল শূন্যে ছুড়ে উদযাপন করেন। মোস্তাফিজের সেই ওভার থেকে সিলেট নিয়েছে ৬ রান।

ইনিংসের শেষ ওভারটা যখন ফাহিম আশরাফ করতে আসেন, ঠান্ডা মাথায় প্রথম পাঁচটা বল দারুণ করেছেন। সেই ওভারের প্রথম বলে মঈন আলী ২ রান নিলেও দ্বিতীয় ও তৃতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি। চতুর্থ বলে ফাহিমকে তুলে মারতে যান মঈন। টপ এজ হওয়া বল শর্ট থার্ড ম্যানে তালুবন্দী করার পর বাঁধভাঙা উদযাপন করেন আলিস। পঞ্চম বলে সৈয়দ খালেদ আহমেদ এক রান নিয়ে শেষ বলে ছয় রানের সমীকরণের সামনে এসে পড়ে সিলেট। ওকস ছক্কা মেরে সিলেটকে এনে দেন রোমাঞ্চকর জয়।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রংপুর রাইডার্স ৬.৩ ওভারে ৪ উইকেটে ২৯ রানে পরিণত হয়। পঞ্চম উইকেটে ২৯ বলে ৩৪ রানের জুটি গড়েন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। রংপুর রাইডার্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।

সিলেট টাইটানসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থেমে যায় রংপুর রাইডার্স। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ। ২৬ বলে দুটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। সিলেটের সৈয়দ খালেদ আহমেদ ৪ ওভারে ১৪ রানে খরচ করে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন খালেদ। সিলেটের নাসুম আহমেদ ও ক্রিস ওকস দুটি করে উইকেট নিয়েছেন। ওকস ৪ ওভারে খরচ করেন ১৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত