নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অল্প রানের পুঁজি নিয়েও প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়। কাল মিরপুরে আসা সেই ঐতিহাসিক জয়ের পরেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক এর মধ্যেই দৃষ্টি ফেলেছেন পরবর্তী গন্তব্যে, আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও দিতে চান সেরাটা। এবং সেটা প্রথম বল থেকেই।
গতকাল ২৩ রানে জেতার পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।’
কাল বাংলাদেশ জিতেছে বোলার–ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে। তবে ব্যাটিংটা হয়নি সেভাবে ভালো। প্রথম ম্যাচের সেই ভুল আর করতে চান না মাহমুদউল্লাহ, ‘এই ম্যাচে (প্রথম টি–টোয়েন্টি) যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সেটি নিশ্চিত করতে চাই। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া। প্রথম বল থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’
মিরপুরের উইকেট মানেই মন্থর আর নিচু। গতকালও সেটিরই ধারাবাহিকতা দেখা গেছে। স্পিনাররা ভালো টার্ন পেয়েছেন। রান করাটা তাই একেবারেই সহজ ছিল না। প্রথমে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বিরতির সময় মাহমুদউল্লাহ সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন এভাবে, ‘টিম মিটিংয়ে বলছিলাম, আমরা ১০ রান কম করেছি। তাই আমাদের ফিল্ডিংয়ে ভালো করতে হবে।’
অধিনায়কের কথা রেখেছেন সোহান–আফিফ–শরিফুলরা। বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হয়েছে কাল দুর্দান্তই। সতীর্থদের জন্য মাহমুদউল্লাহ বরাদ্দ রাখলেন আলাদা প্রশংসা, ‘ফিল্ডিংয়ে ছেলেরা ছিল প্রাণবন্ত, ওরা ছিল ক্ষুধার্ত। বোলাররা ওদের পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে। এই ধরনের স্কোর ডিফেন্ড করতে বোলিংয়ে শুরুতে খুব আগ্রাসী মানসিকতা প্রয়োজন। আমরা ঠিক তাই করেছি।’

অল্প রানের পুঁজি নিয়েও প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়। কাল মিরপুরে আসা সেই ঐতিহাসিক জয়ের পরেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক এর মধ্যেই দৃষ্টি ফেলেছেন পরবর্তী গন্তব্যে, আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও দিতে চান সেরাটা। এবং সেটা প্রথম বল থেকেই।
গতকাল ২৩ রানে জেতার পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।’
কাল বাংলাদেশ জিতেছে বোলার–ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে। তবে ব্যাটিংটা হয়নি সেভাবে ভালো। প্রথম ম্যাচের সেই ভুল আর করতে চান না মাহমুদউল্লাহ, ‘এই ম্যাচে (প্রথম টি–টোয়েন্টি) যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সেটি নিশ্চিত করতে চাই। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া। প্রথম বল থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’
মিরপুরের উইকেট মানেই মন্থর আর নিচু। গতকালও সেটিরই ধারাবাহিকতা দেখা গেছে। স্পিনাররা ভালো টার্ন পেয়েছেন। রান করাটা তাই একেবারেই সহজ ছিল না। প্রথমে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বিরতির সময় মাহমুদউল্লাহ সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন এভাবে, ‘টিম মিটিংয়ে বলছিলাম, আমরা ১০ রান কম করেছি। তাই আমাদের ফিল্ডিংয়ে ভালো করতে হবে।’
অধিনায়কের কথা রেখেছেন সোহান–আফিফ–শরিফুলরা। বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হয়েছে কাল দুর্দান্তই। সতীর্থদের জন্য মাহমুদউল্লাহ বরাদ্দ রাখলেন আলাদা প্রশংসা, ‘ফিল্ডিংয়ে ছেলেরা ছিল প্রাণবন্ত, ওরা ছিল ক্ষুধার্ত। বোলাররা ওদের পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে। এই ধরনের স্কোর ডিফেন্ড করতে বোলিংয়ে শুরুতে খুব আগ্রাসী মানসিকতা প্রয়োজন। আমরা ঠিক তাই করেছি।’

ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৩ ঘণ্টা আগে