ক্রীড়া ডেস্ক

দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনো সংস্করণেই বলার মতো পারফরম্যান্স নেই দলটির। ‘হ্যালির ধূমকেতু’র মতো হঠাৎ চমক দেখালেও আবার সেই বাজে পারফরম্যান্সের চক্রে ঘুরপাক খেতে থাকে দলটি। বাংলাদেশ ক্রিকেটের এই কঠিন সময়ে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ গতকাল ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের কাছাকাছিও যেতে পারেনি। ৯৯ রানে জিতে ৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে লঙ্কানরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শ্রীলঙ্কা গতকাল জিতেছে কুশল মেন্ডিসের নৈপুণ্যেই। ১১৪ বলে ১৮ চারে করেছেন ১২৪ রান। উইকেটরক্ষক হিসেবে ধরেছেন এক ক্যাচ ও একটি স্টাম্পিং করেছেন। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি জিতেছেন গতকাল। লঙ্কানদের প্রতিনিধি হয়ে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মেন্ডিস বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। ভালো দল। তারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে তাদের দল বেশ ভালো। তাতে শিগগিরই বাজে সময় কাটিয়ে উঠে নিজেদের জায়গায় তারা যেতে পারবে।’
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—পঞ্চপান্ডবদের ছাড়া বাংলাদেশ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এই সিরিজে তিন ম্যাচে ৪.৪০ ইকোনমিতে ৩ উইকেট পেলেও ব্যাটিংয়ে করেছেন ৩৭ রান। নতুনদের মধ্যে তানভীর ইসলাম তিন ম্যাচে পেয়েছেন ৭ উইকেট। পারভেজ হোসেন ওয়ানডে অভিষেকের প্রথম সিরিজেই পেয়েছেন ফিফটি। তানজিদ হাসান তামিমেরও এক ম্যাচে ফিফটি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ২২৫ রান করেছেন মেন্ডিস। ৭৫ গড় ও ১১৯.৬৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করা এই ব্যাটার জিতেছেন সিরিজসেরার পুরস্কার। পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান এই ব্যাটার বলেন, ‘আমি খুবই খুশি এখন। গত ম্যাচে আমি ভিন্নরকম এক ম্যাচ খেলেছিলাম। তবে কোচের সঙ্গে কথা বলে আজ (গতকাল) স্বাভাবিক খেলাটা খেলেছি। পিচ একটু ধীরগতির হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে ব্যাটিং উপযোগী হয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশকে খেলতে হবে পঞ্চপাণ্ডবদের ছাড়াই। পাল্লেকেলেতে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই হবে ডাম্বুলা ও কলম্বোর প্রেমাদাসায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
আরও পড়ুন:

দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনো সংস্করণেই বলার মতো পারফরম্যান্স নেই দলটির। ‘হ্যালির ধূমকেতু’র মতো হঠাৎ চমক দেখালেও আবার সেই বাজে পারফরম্যান্সের চক্রে ঘুরপাক খেতে থাকে দলটি। বাংলাদেশ ক্রিকেটের এই কঠিন সময়ে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ গতকাল ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের কাছাকাছিও যেতে পারেনি। ৯৯ রানে জিতে ৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে লঙ্কানরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শ্রীলঙ্কা গতকাল জিতেছে কুশল মেন্ডিসের নৈপুণ্যেই। ১১৪ বলে ১৮ চারে করেছেন ১২৪ রান। উইকেটরক্ষক হিসেবে ধরেছেন এক ক্যাচ ও একটি স্টাম্পিং করেছেন। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি জিতেছেন গতকাল। লঙ্কানদের প্রতিনিধি হয়ে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মেন্ডিস বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। ভালো দল। তারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে তাদের দল বেশ ভালো। তাতে শিগগিরই বাজে সময় কাটিয়ে উঠে নিজেদের জায়গায় তারা যেতে পারবে।’
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—পঞ্চপান্ডবদের ছাড়া বাংলাদেশ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এই সিরিজে তিন ম্যাচে ৪.৪০ ইকোনমিতে ৩ উইকেট পেলেও ব্যাটিংয়ে করেছেন ৩৭ রান। নতুনদের মধ্যে তানভীর ইসলাম তিন ম্যাচে পেয়েছেন ৭ উইকেট। পারভেজ হোসেন ওয়ানডে অভিষেকের প্রথম সিরিজেই পেয়েছেন ফিফটি। তানজিদ হাসান তামিমেরও এক ম্যাচে ফিফটি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ২২৫ রান করেছেন মেন্ডিস। ৭৫ গড় ও ১১৯.৬৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করা এই ব্যাটার জিতেছেন সিরিজসেরার পুরস্কার। পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান এই ব্যাটার বলেন, ‘আমি খুবই খুশি এখন। গত ম্যাচে আমি ভিন্নরকম এক ম্যাচ খেলেছিলাম। তবে কোচের সঙ্গে কথা বলে আজ (গতকাল) স্বাভাবিক খেলাটা খেলেছি। পিচ একটু ধীরগতির হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে ব্যাটিং উপযোগী হয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশকে খেলতে হবে পঞ্চপাণ্ডবদের ছাড়াই। পাল্লেকেলেতে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই হবে ডাম্বুলা ও কলম্বোর প্রেমাদাসায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
আরও পড়ুন:

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
৩৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে