Ajker Patrika

রেকর্ড নয়, বাংলাদেশের জয়ই নাহিদার কাছে বেশি গুরুত্বপূর্ণ

রেকর্ড নয়, বাংলাদেশের জয়ই নাহিদার কাছে বেশি গুরুত্বপূর্ণ

ওয়ানডে বা টি-টোয়েন্টি—সংস্করণ যা-ই হোক, নাহিদা আকতার গত কয়েক মাস দুর্দান্ত খেলছেন। বোলিংয়ে ব্যাটারদের পরীক্ষায় ফেলছেন নিয়মিত। ছন্দে থাকা নাহিদা গড়ে ফেলেছেন এক রেকর্ডও। তবে বাংলাদেশের বাহাতি স্পিনারের কাছে রেকর্ডের চেয়েও দলের জয় গুরুত্বপূর্ণ। 

নাহিদা ওয়ানডে ক্রিকেটে ফিফটি পূর্ণ করেছেন আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭ রানে নেন ২ উইকেট। তাতে ৫৩ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন তিনি। তবে নাহিদার রেকর্ড গড়ার দিন বাংলাদেশ আজ হেরেছে ১১৮ রানে। বাংলাদেশের বাহাতি স্পিনার তাই রেকর্ড নিয়ে বেশি চিন্তিত নন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদা বলেন, ‘এটা আমি জানি না ভাইয়া। ম্যাচ জিতলে ভালো লাগে। এখন চিন্তিত না কোন রেকর্ড হচ্ছে না হচ্ছে। দলে অবদান কতখানি রাখতে পারছি সেটাই ব্যাপার।’ 

নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো জয় না পাওয়া বাংলাদেশের শুরুটা অবশ্য হয়েছিল দারুণ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিরা প্রথম ১০ ওভারে হারিয়ে ফেলে ৩ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অজিদের স্কোর এক পর্যায়ে হয়ে যায় ৪০.৪ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান। সেখান থেকে অষ্টম উইকেটে অ্যালানা কিং-অ্যানাবেল সাদারল্যান্ড ৫৬ বলে ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।

যার মধ্যে সফরকারীরা শেষ ওভার থেকে নেয় ২৯ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদা আকতার যখন আসেন, তখন বোলিংকেই দায়ী করেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘মাঝে ওরা সেট হয়ে গিয়েছিল, জুটি হয়ে গিয়েছিল, সেটা আগে ভাঙতে পারলে চিত্রটা আলাদা হতো। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম। এ কারণে সহজে খেলতে পারছিল। অতি আত্মবিশ্বাসী হইনি। অবশ্যই তারা অভিজ্ঞ বলেই খেলতে পেরেছে।’ 

২১৪ রান তাড়া করতে নেমে ২১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তখন তৃতীয় উইকেটে জ্যোতি ও সোবহানা মোস্তারি ৬১ বলে ৪৯ রানের জুটি গড়ে আশা জাগাচ্ছিলেন স্বাগতিকদের। সেই সময়ে ১৭ রান করে মোস্তারি আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংসে ধস নামে। ২৫ রানে শেষ ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয় ৯৫ রানে।

এছাড়াও বাংলাদেশের ইনিংসের ১০ উইকেটের তিনটিই হয়েছে রানআউট। নাহিদা বলেন, ‘জ্যোতি আপু ও সোবহানা ভালো জুটি গড়ছিল। রানআউট হয়ে যাওয়াতে পিছিয়ে পড়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত