
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস সবেমাত্র শুরু হয়েছে। তখনই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। মনোযোগ হারিয়ে ফেলা মেহেদী হাসান মিরাজের বুকে লাগে বল। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এই অলরাউন্ডার। ফিজিও এসে দেখার পর ডাকা হলো চিকিৎসক দলকে। শেষ পর্যন্ত মিরাজ মাঠ ছাড়লেন স্ট্রেচারে চড়ে।
ইবাদত হোসেনের বল কাট করেছিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার সারেল এরউই। মিরাজ সেদিকেই তাকিয়ে ছিল। মুহূর্তেই সরে গেল তাঁর মনোযোগ। ক্যাচ গেল ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা মিরাজের কাছে। কিন্তু তিনি তাকিয়ে থাকলেন আরেক দিকে। বল গিয়ে আঘাত হাতে মিরাজের বুকে। চোট নিয়ে তাঁকে বেরিয়ে যেতে হলো মাঠ থেকে।
আঘাতের পর থেকেই ব্যথায় কাতরাতে থাকেন মিরাজ। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় মিরাজের আঘাত পাওয়া জায়গাটা কালো হয়ে গেছে। স্বস্তির খবর হচ্ছে, হাসপাতাল পর্যন্ত যেতে হয়নি বাংলাদেশি অলরাউন্ডারকে। দলের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। প্রশ্ন হচ্ছে নিমেষেই কীভাবে ফিল্ডার মিরাজ হারালেন? কী হয়েছিল তাঁর?
এর আগে দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২১৭ রানে। অবাক করার বিষয় হচ্ছে, মুমিনুল হকদের ফলো-অন করায়নি দক্ষিণ আফ্রিকা। পুণরায় ব্যাটিংয়ে নেমেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান করেছে প্রোটিয়ারা। তাদের লিড ৩৪৫ রানের।
আজ সকালে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। দিনের প্রথম তিন বলে লেজাড উইলিয়ামসকে টানা চার মেরে দারুণ সূচনা করেন ইয়াসির আলী রাব্বি। তাঁর সঙ্গে আত্মবিশ্বাসী শুরুতে দলকে এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম। তাঁদের ৭০ রানের জুটি ভাঙে ইয়াসিরের বিদায়ে।
৮৭ বলে ৪৭ রানে ফেরেন ইয়াসির। পরে মিরাজকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। ফিফটির পর মাথায় ভূত চাপে এ অভিজ্ঞ ব্যাটারের। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। এ যেন স্রেফ আত্মহত্যা। মুশি আউট হন ৫১ রানে। শেষ দিকে ২৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস সবেমাত্র শুরু হয়েছে। তখনই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। মনোযোগ হারিয়ে ফেলা মেহেদী হাসান মিরাজের বুকে লাগে বল। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এই অলরাউন্ডার। ফিজিও এসে দেখার পর ডাকা হলো চিকিৎসক দলকে। শেষ পর্যন্ত মিরাজ মাঠ ছাড়লেন স্ট্রেচারে চড়ে।
ইবাদত হোসেনের বল কাট করেছিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার সারেল এরউই। মিরাজ সেদিকেই তাকিয়ে ছিল। মুহূর্তেই সরে গেল তাঁর মনোযোগ। ক্যাচ গেল ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা মিরাজের কাছে। কিন্তু তিনি তাকিয়ে থাকলেন আরেক দিকে। বল গিয়ে আঘাত হাতে মিরাজের বুকে। চোট নিয়ে তাঁকে বেরিয়ে যেতে হলো মাঠ থেকে।
আঘাতের পর থেকেই ব্যথায় কাতরাতে থাকেন মিরাজ। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় মিরাজের আঘাত পাওয়া জায়গাটা কালো হয়ে গেছে। স্বস্তির খবর হচ্ছে, হাসপাতাল পর্যন্ত যেতে হয়নি বাংলাদেশি অলরাউন্ডারকে। দলের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। প্রশ্ন হচ্ছে নিমেষেই কীভাবে ফিল্ডার মিরাজ হারালেন? কী হয়েছিল তাঁর?
এর আগে দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২১৭ রানে। অবাক করার বিষয় হচ্ছে, মুমিনুল হকদের ফলো-অন করায়নি দক্ষিণ আফ্রিকা। পুণরায় ব্যাটিংয়ে নেমেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান করেছে প্রোটিয়ারা। তাদের লিড ৩৪৫ রানের।
আজ সকালে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। দিনের প্রথম তিন বলে লেজাড উইলিয়ামসকে টানা চার মেরে দারুণ সূচনা করেন ইয়াসির আলী রাব্বি। তাঁর সঙ্গে আত্মবিশ্বাসী শুরুতে দলকে এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম। তাঁদের ৭০ রানের জুটি ভাঙে ইয়াসিরের বিদায়ে।
৮৭ বলে ৪৭ রানে ফেরেন ইয়াসির। পরে মিরাজকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। ফিফটির পর মাথায় ভূত চাপে এ অভিজ্ঞ ব্যাটারের। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। এ যেন স্রেফ আত্মহত্যা। মুশি আউট হন ৫১ রানে। শেষ দিকে ২৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে