Ajker Patrika

বিতর্কেই সেরাটা দিল বাংলাদেশ

বিতর্কেই সেরাটা দিল বাংলাদেশ

অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ও। এ জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

তবে শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫০ পেরোনোর আগেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্ক। ৯ রানে আউট হওয়ায় তানজিদের বিপরীতে ভালো শুরু করা লিটন এলবিডব্লিউ হয়েছেন ২৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারালেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

তৃতীয় উইকেট দুর্দান্ত এক জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ১৬৯ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথটা সহজ করে দেন তাঁরা। এটি এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতরানের জুটি। সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ জুটি ছিল মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের জুটি গড়েছিলেন তাঁরা। আর যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ বিশ্বকাপেই লিটন দাসকে নিয়ে অপরাজিত ১৮৯ রানের জুটি গড়েছিলেন সাকিব।

দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন সাকিব–শান্ত। এবারের বিশ্বকাপে শান্তর দ্বিতীয় ফিফটির বিপরীতে প্রথম পেয়েছেন সাকিব। প্রথম ফিফটি দিয়ে একটি কীর্তিও গড়েছেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে পঞ্চাশোর্ধ্ব ১৩ তম ইনিংস খেললেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। পঞ্চাশোর্ধ্ব ১৪ ইনিংস খেলা কোহলির বিপরীতে ২১ ইনিংস নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি শচীন।

সাকিবকে আউট করার পর হাতে ঘড়ি দেখার ভঙ্গিতে বাংলাদেশ অধিনায়ককে ম্যাথুস যেন বলছেন তোমারও সময় শেষ।ফিফটি করলেও সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন সাকিব–শান্ত। বাংলাদেশের অধিনায়কের চেয়ে আক্ষেপটা বেশি শান্তরই। ১০ রানের জন্য যে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি মিস করেছেন তিনি। তাঁর ১০১ বলে ৯০ রানের ইনিংসে ছক্কা না থাকলেও চার ছিল ১২ টি। অন্যদিকে ৮২ রানে আউট হয়েছেন সাকিব। ৬৫ বলের ইনিংসে ১২ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুজনকেই আউট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস। সাকিবকে তো আউট করার পর হাতে ঘড়ি দেখার ভঙ্গিতে বাংলাদেশি অধিনায়ককে ম্যাথুস যেন বললেন তোমারও সময় শেষ।

সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত ইনিংস খেলার পথে একটি মাইলফলক অর্জন করেছেন সাকিব। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাড়ে ৭ হাজার রান করেছেন। তাঁর আগেই এই কীর্তি গড়েছেন মুশফিক ও তামিম ইকবাল। বিশ্বকাপে সুযোগ না পাওয়া তামিম তো প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানও করেছেন। ৮৩৫৭ রানে বাংলাদেশি ওপেনার আছেন শীর্ষে। আর মুশফিক ৭৫৮৫ রানে আছেন দুইয়ে। ৭৫৭০ রানে সাকিব তিনে।

ম্যাথুসের জোড়া আঘাতে বাংলাদেশ কিছুটা চাপে পড়েছিল। কেননা সাকিব–শান্তর পর দ্রুত ফিরে গিয়েছিলেন দুই ভায়রা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। আউট হওয়ার আগে অবশ্য ৩৮ রানের জুটি গড়ে দলের জয়টা কার্যত শেষ করে দিয়েছিলেন দুজনে। মুশফিকের ১০ রানের বিপরীতে ২২ রানে আউট হন মাহমুদউল্লাহ। তাঁদের দেখানো পথে দ্রুত ৩ রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। তবে জয়ের বাকি কাজটা অভিষিক্ত তানজিদ হাসান সাকিবকে নিয়ে সাড়েন তাওহীদ হৃদয়। জয়ের শেষ চারটিও আসে ৯ রানে অপরাজিত থাকে তানজিদের ব্যাট থেকে। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থাকেন হৃদয়। ৬৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার মাদুশঙ্ক।

বিতর্কের ম্যাচেই বাংলাদেশ সেরাটা দিয়েছে আজ। ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয়টি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে প্রথম বাংলাদেশের। আগের তিনবারের দেখায় কোনোবারও জিততে পারেনি বাংলাদেশ। এ জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বেঁচে রইল বাংলাদেশের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকায় সাতে সাকিব–মুশফিকরা।

প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হয়েছেন ম্যাথুস।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানরা অলআউট হওয়ার আগে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম। ম্যাচের ষষ্ঠ বলেই কুশল পেরেরাকে ৪ রানে আউট করেন তিনি। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। সেই জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।

১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাকিব। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কাকে ৪১ রানে বোল্ড করেন। ৭২ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হাল ধরেন সেঞ্চুরিয়ান আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। ৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে এই জুটিও ভাঙেন সাকিব।

এরপরেই ক্রিকেটে বিরল ঘটনাটি ঘটে। প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছেন। নির্দিষ্ট সময়ে ম্যাথুস মাঠে নামলেও বলের মুখোমুখি হতে দেরি হওয়ায় আউট হয়েছেন তিনি। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেন। পরে আম্পায়ারও আউট দেন।

এমন ঘটনার পরেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও মহীশ তিকশানার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সেঞ্চুরিয়ান আসালঙ্কা। লোয়ার অর্ডারদের নিয়ে শ্রীলঙ্কাকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই সেঞ্চুরি বিশ্বকাপে তাঁর প্রথম। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অভিষিক্ত তানজিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ক্রীড়া ডেস্ক    
কোপা কলম্বিয়ার ফাইনালের দ্বিতীয় লেগে সংঘর্ষের ঘটনায় ৫৯ জন আহত হয়েছেন। ছবি: এএফপি
কোপা কলম্বিয়ার ফাইনালের দ্বিতীয় লেগে সংঘর্ষের ঘটনায় ৫৯ জন আহত হয়েছেন। ছবি: এএফপি

লাতিন আমেরিকার ফুটবলে সহিংসতা নতুন কিছু নয়। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকাতেই ঘটে মারামারির ঘটনা। স্থানীয় টুর্নামেন্টে সহিংসতার কারণে তো প্রায়ই খবরের শিরোনামে আসে লাতিন আমেরিকার ফুটবল। কলম্বিয়ায় এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কলম্বিয়ার মেডেলিন শহরের আতানাসিও জিরারদোত স্টেডিয়ামে পরশু রাতে কোপা কলম্বিয়ার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল দেপোর্তিভো ইন্দিপেন্দিয়েন্তে-আতলেতিকো ন্যাশনাল। ১-০ গোলে আতলেতিকো ন্যাশনাল জয়ের পরই ভক্ত-সমর্থকেরা মাঠে ঢুকে তাণ্ডব শুরু করেন। আতশবাজি-আগুন নিয়ে এমনভাবে হামলা চালিয়েছিলেন ভক্তরা, যেটা সামাল দিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়েছে। সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। কলম্বিয়ার স্থানীয় পত্রিকা ‘এল কলোম্বিয়ানো’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, মাঠের কিছু অংশে আগুন ধরানো হয়েছে। উপড়ে ফেলা হয়েছে অনেক আসন। গ্যালারিতে আতশবাজির ধোঁয়ার কারণে ম্যাচ শুরু হতেও দেরি হয় ১৪ মিনিট।

মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস কোপা কলম্বিয়ার ফাইনালে সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। গুতিয়েরেস বলেন, ‘যারা স্টেডিয়ামে হামলা, ধ্বংসযজ্ঞ বা ভীতি ছড়ানোর চেষ্টা করেছে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। সবাই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। হাতে গোনা কয়েকজনের জন্য পরিবেশ নষ্ট হবে, এমনটা তো হতে দেওয়া যাবে না। বছরের পর বছর ধরে আমরা পুরো লাতিন আমেরিকায় শান্তিপূর্ণ ফুটবলের মডেল হিসেবে পরিচিতি পেয়েছি।’ পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো বলেন, ‘স্টেডিয়ামে দর্শকদের কাছ থেকে অস্ত্র, আতশবাজি জব্দ করা হয়েছে। ১২০ কেজিরও বেশি পাইরোটেকনিক (বিস্ফোরণের প্রভাব তৈরির মতো রাসায়নিক বস্তু) ছিল সেখানে।’

দেপোর্তিভো ইন্দিপেন্দিয়েন্তে-আতলেতিকো ন্যাশনাল কলম্বিয়া কাপ ফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছে। পরশু রাতে দ্বিতীয় লেগটা হয়ে যায় শিরোপা নির্ধারণী। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে শিরোপা জিতেছে আতলেতিকো ন্যাশনাল। কিন্তু মেডেলিন শহরের আতানাসিও জিরারদোত স্টেডিয়ামে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আতলেতিকো ন্যাশনালের ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শিরোপা নিয়ে উদযাপন-কিছুই করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মিশ্র দ্বৈতে ফাইনালে উঠেছেন জুমার-ঊর্মি। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন
মিশ্র দ্বৈতে ফাইনালে উঠেছেন জুমার-ঊর্মি। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছেন বাংলাদেশের আল আমিন জুমার ও ঊর্মি আক্তার। আজ সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাথ লোথোং ও সারিসা জানপেং জুটিকে হারিয়েছেন ২১-১১ ও ২১-১৪ গেমে। পদক তো নিশ্চিত হয়েছে আগে, জুমার-ঊর্মি এবার দেখাচ্ছেন সোনা জয়ের ঝিলিকও। ফাইনালে কাল মালয়েশিয়ার দাতু আনিফ ইসাক দাতু আসরা ও ক্লারিসা সানের মুখোমুখি হবেন তারা।

পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে সকালটাও অন্যরকম ছিল জুমার-ঊর্মির। কোয়ার্টার ফাইনালে ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে তিন সেটের লড়াইয়ে হারিয়েছেন ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ গেমে। প্রথম সেট খানিকটা সহজে জিতলেও দ্বিতীয় সেটে হারতে হয়। তৃতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা শেষে নিশ্চিত করেন ব্রোঞ্জ পদক।

রাতে সেমিফাইনালে থাইল্যান্ডের জুটিকে পাত্তাই দিলেন না জুমার-ঊর্মি। প্রথম সেটে একটা সময় অবশ্য পিছিয়ে ছিলেন ৫-৩ পয়েন্টে। সেখান থেকে অনবরত পয়েন্ট তুলতে থাকেন জুমার। শেষ দিকে ঊর্মিও দেখান তাঁর দাপট। দ্বিতীয় সেটে শুরুতেই আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশের জুটি। নিয়ে নেন বড় ব্যবধানের লিড। যা পরে আর ছোট করতে পারেননি থাইল্যান্ডের শাটলাররা।

ফাইনালে উঠে জুমার বলেন, ‘ফাইনাল নিয়ে প্রত্যাশা অবশ্যই ভালো খেলার চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা, জানিনা কি হবে। দেখা যাক। আগে যে রেজাল্টগুলো আমরা আশাও করতে পারতাম না, এখন বাংলাদেশ অন্যান্য বারের মতো হচ্ছে না যে মানে বাংলাদেশ আসছে আর হেরে যাচ্ছে—এরকম হচ্ছে না। প্রত্যেকটা টিমই আমাদের লড়াই করে হেরেছে।’

জুমারের সঙ্গে বোঝাপড়া নিয়ে ঊর্মি বলেন, ‘সকালেই আমি বলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনাল নিশ্চিত করেছি। এবার সোনা জিততে চাই। জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি।’

এর আগে একক ইভেন্টে কেবল হতাশাই উপহার দিয়েছেন বাংলাদেশের শাটলাররা। দ্বৈতে গতকাল কোয়ার্টার ফাইনালে কেউই জয়ের হাসি হাসতে পারেননি। মিশ্র দ্বৈতে জুমার-ঊর্মি ফুটলেন আশার আলো হয়ে। রুপা নিশ্চিত করে লক্ষ্য এবার সোনার পদক গলায় ঝুলানো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

ক্রীড়া ডেস্ক    
ম্যাট রেনশ ও জ্যাক উইলডারমুথের জোড়া সেঞ্চুরিতে ২৫৮ রান তাড়া করে জিতেছে ব্রিসবেন হিট। ছবি: ক্রিকইনফো
ম্যাট রেনশ ও জ্যাক উইলডারমুথের জোড়া সেঞ্চুরিতে ২৫৮ রান তাড়া করে জিতেছে ব্রিসবেন হিট। ছবি: ক্রিকইনফো

গায়ের জোরে জেতা যাকে বলে, ঠিক তেমনই এক ম্যাচ দেখা গেল আজ বিগ ব্যাশে। গ্যাবায় পার্থ স্কর্চার্সের দেওয়া ২৫৮ রানের লক্ষ্য এক বল হাতে রেখে তাড়া করে নতুন ইতিহাস গড়েছে ব্রিসবেন হিট। বিগ ব্যাশে এর চেয়ে বেশি রান তাড়া করার রেকর্ড নেই আর কারও।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো রান তাড়ায় দুজন ব্যাটার সেঞ্চুরি করলেন। ম্যাট রেনশ ও জ্যাক উইল্ডারমুথ ২১২ রানের জুটি গড়ে হিটকে আট উইকেটের জয় এনে দেন। বিগব্যাশে এটাই সর্বোচ্চ রানের জুটি। টস হেরে আগে ব্যাটিং করা পার্থ স্করচার্স ৬ উইকেটে ২৫৭ রান তোলে। ফিন অ্যালেন (৩৮ বলে ৭৯) ও কুপার কনোলি (৩৭ বলে ৭৭) দুজনে মিলে ১৪টি ছক্কায় সাজানো ঝোড়ো ১৪২ রানের জুটি গড়েন।

শেষদিকে নিক হবসন অপরাজিত ৪৮ রান করে ইনিংসের ফলে হিটের সামনে দাঁড়ায় প্রায় অসম্ভব এক লক্ষ্য। রান তাড়ার প্রথম বলেই অধিনায়ক জাই রিচার্ডসনের বলে গোল্ডেন ডাক হয়ে ফিরলেও কলিন মনরোর দলটি বিচলিত হয়নি। রেনশ ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ইনিংসে ছিল ৯টি বিশাল ছক্কা; ১০১ রানে তিনি রানআউট হন। উইল্ডারমুথ শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র ৫৪ বলে অপরাজিত ১১০ রানের এই ইনিংসে তিনি ছিলেন বিধ্বংসী। সব মিলিয়ে ৩৬ ছক্কার দেখা মিলেছে এই ম্যাচে; বিগ ব্যাশে আগে কখনো ঘটেনি তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৪
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পরশু মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: এসিসি
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পরশু মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: এসিসি

খুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। সেই দুবাইয়ের আরেক স্টেডিয়ামে আরেক ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

ভারত-পাকিস্তান এবারও মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ফাইনালে। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটা মূলত বয়সভিত্তিক। দুবাইয়ের আইসিসি একাডেমিতে পরশু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আজ দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে এক সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একই শহরের আরেক মাঠ আইসিসি একাডেমিতে আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেসেখেলে জিতেছে ভারত।

বাংলাদেশ সময় সকাল ১১টায় দ্য সেভেন্স স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনাল। সবকিছু ঠিকঠাক থাকলে একই সময়ে আইসিসি একাডেমি মাঠে শুরু হতো ভারত-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনালও। কিন্তু দুবাইয়ে সাতসকালে বৃষ্টির কারণে কোনোটাই সময়মতো শুরু হয়নি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়েছে ২৭ ওভারে। অন্যদিকে ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনালটা হয়েছে টি-টোয়েন্টি সংস্করণে।

দুবাইয়ের আইসিসি একাডেমিতে আজ ২০ ওভারে ১৩৮ রানের লক্ষ্যে নেমে একটু চাপে পড়ে ভারত। ৩.৩ ওভারে ২ উইকেটে ২৫ রানে পরিণত হয় আয়ুশ মাত্রের নেতৃত্বাধীন ভারত। অধিনায়ক মাত্রে (৭) ও বৈভব সূর্যবংশী (৯) দুই ওপেনারই এক অঙ্কের ঘরে রান করে আউট হয়েছেন। শ্রীলঙ্কার বোলারদের সামনে এরপর ঢাল হয়ে দাঁড়ান অ্যারন জর্জ ও বিহান মালহোত্রা। তৃতীয় উইকেটে ৮৭ বলে ১১৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (জর্জ-মালহোত্রা)। ২ ওভার হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের জয়ে দুই ভারতীয় জর্জ ও মালহোত্রা ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মালহোত্রা। জর্জ ৪৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার দুটি উইকেটই নিয়েছেন রাসিত নিমসারা। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেছেন চামিকা হিনাতিগালা। ভারতের হেনিল প্যাটেল ও কনিষ্ক চৌহান দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন কিশান সিংহ, দিপেশ দেবেন্দ্রন ও খিলান প্যাটেল।

ভারত এর আগে আটবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে। পাকিস্তান জিতেছে একবার। সেটাও ভারতের বিপক্ষে। ২০১২ সালে ভারত-পাকিস্তান ফাইনাল টাই হলে যৌথভাবে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সময় পরশু বেলা ১১টায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ভারত-পাকিস্তান ফাইনাল শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

এলাকার খবর
Loading...

সম্পর্কিত