
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে কখনো জয় পায়নি বাংলাদেশ। আগের ৩ দেখায় সব কটিতেই হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আজ মিরপুরে সেই ধারা ভাঙতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা।
তবে প্রতিপক্ষের জয়ের ধারা ভাঙতে পারেনি বাংলাদেশ। আজ জিততে হলে মিরপুরে রেকর্ড গড়তে হতো স্বাগতিকদের। সর্বোচ্চ ২১৩ রান তাড়া করে জেতার রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে লাহোরে ২১০ রান। সেদিন ১ উইকেটের জয় পেলেও আজ সেটা পারেননি জ্যোতিরা।
২১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। শুরুর ওভারের ২ বলেই ম্যাচে ধাক্কা স্বগতিকেরা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনিংয়ে নামা ফারজানা হক। দুইয়ে নেমে ১০ রান করে দ্রুত ফিরে যান মুর্শিদা খাতুনও। সে সময় দলের রান ২ উইকেটে ২১ রান।
সেখান থেকে সোবহানা মোস্তারির সঙ্গে তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়ে নেন জ্যোতি। তবে ১৭ রান করে মোস্তারি আউট হওয়ার পর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরের তিন ব্যাটারই হয়েছেন রান আউট। ফাহিমা খাতুন (১), রিতু মনি (১) ও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা অধিনায়ক জ্যোতি (২৭)। এভাবে উইকেট বিলিয়ে দিয়ে এক শোও করতে পারেনি বাংলাদেশ। ৩৬ ওভার ব্যাটিং করে ৯৫ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ২২ রানে ৩ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার অ্যাশলি গার্ডনার।
এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১৮ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১১৮ রানের হারটি রানের হিসেবে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পরাজয়। যা ঘরের মাঠে রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানের পরাজয়। আগের সর্বোচ্চ ছিল ১০৮ রানের, ভারতের বিপক্ষে। আর সর্বোচ্চ ২১৬ ও ১৫৪ রানের পরাজয় দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদের মাঠে।
অস্ট্রেলিয়া জয় পাওয়ার আগে অবশ্য টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ বিপদে পড়েছিল সফরকারীরা। ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। এমন পরিস্থিতি থেকে তাদের ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন দুই অপরাজিত ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যালেনা কিং। সাতে নেমে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাদারল্যান্ডের বিপরীতে নয়ে নেমে ৪৬ রানের ইনিংস খেলেছেন কিং।
দুর্দান্ত ইনিংসটি খেলার পথে ফাহিমা খাতুনকে লজ্জার রেকর্ডে নাম তুলতে বাধ্য করেছেন কিং ও সাদারল্যান্ড। শেষ ওভারে ২৯ রান নিয়েছে দুজনে। ৪ ছক্কা ও ১ চারে যার ২৮ রানই নিয়েছেন কিং। এতে ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন ফাহিমা। আগের সর্বোচ্চ ছিল ২৮ রান। দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গো খাকার এক ওভারে এই রান নেন ভারতের হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা।
ফাহিমার কপাল পোড়ার দিন রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার। ম্যাচে ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড ৫৩ উইকেট নেওয়ার পথে পেছনে ফেলেছেন সালমা খাতুনকে (৫২)।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে কখনো জয় পায়নি বাংলাদেশ। আগের ৩ দেখায় সব কটিতেই হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আজ মিরপুরে সেই ধারা ভাঙতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা।
তবে প্রতিপক্ষের জয়ের ধারা ভাঙতে পারেনি বাংলাদেশ। আজ জিততে হলে মিরপুরে রেকর্ড গড়তে হতো স্বাগতিকদের। সর্বোচ্চ ২১৩ রান তাড়া করে জেতার রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে লাহোরে ২১০ রান। সেদিন ১ উইকেটের জয় পেলেও আজ সেটা পারেননি জ্যোতিরা।
২১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। শুরুর ওভারের ২ বলেই ম্যাচে ধাক্কা স্বগতিকেরা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনিংয়ে নামা ফারজানা হক। দুইয়ে নেমে ১০ রান করে দ্রুত ফিরে যান মুর্শিদা খাতুনও। সে সময় দলের রান ২ উইকেটে ২১ রান।
সেখান থেকে সোবহানা মোস্তারির সঙ্গে তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়ে নেন জ্যোতি। তবে ১৭ রান করে মোস্তারি আউট হওয়ার পর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরের তিন ব্যাটারই হয়েছেন রান আউট। ফাহিমা খাতুন (১), রিতু মনি (১) ও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা অধিনায়ক জ্যোতি (২৭)। এভাবে উইকেট বিলিয়ে দিয়ে এক শোও করতে পারেনি বাংলাদেশ। ৩৬ ওভার ব্যাটিং করে ৯৫ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ২২ রানে ৩ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার অ্যাশলি গার্ডনার।
এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১৮ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১১৮ রানের হারটি রানের হিসেবে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পরাজয়। যা ঘরের মাঠে রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানের পরাজয়। আগের সর্বোচ্চ ছিল ১০৮ রানের, ভারতের বিপক্ষে। আর সর্বোচ্চ ২১৬ ও ১৫৪ রানের পরাজয় দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদের মাঠে।
অস্ট্রেলিয়া জয় পাওয়ার আগে অবশ্য টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ বিপদে পড়েছিল সফরকারীরা। ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। এমন পরিস্থিতি থেকে তাদের ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন দুই অপরাজিত ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যালেনা কিং। সাতে নেমে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাদারল্যান্ডের বিপরীতে নয়ে নেমে ৪৬ রানের ইনিংস খেলেছেন কিং।
দুর্দান্ত ইনিংসটি খেলার পথে ফাহিমা খাতুনকে লজ্জার রেকর্ডে নাম তুলতে বাধ্য করেছেন কিং ও সাদারল্যান্ড। শেষ ওভারে ২৯ রান নিয়েছে দুজনে। ৪ ছক্কা ও ১ চারে যার ২৮ রানই নিয়েছেন কিং। এতে ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন ফাহিমা। আগের সর্বোচ্চ ছিল ২৮ রান। দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গো খাকার এক ওভারে এই রান নেন ভারতের হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা।
ফাহিমার কপাল পোড়ার দিন রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার। ম্যাচে ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড ৫৩ উইকেট নেওয়ার পথে পেছনে ফেলেছেন সালমা খাতুনকে (৫২)।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে