চ্যাম্পিয়নস ট্রফি
ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আগামীকাল (১২ জানুয়ারি)। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করতে পারছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আর কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলও দেবে তারা।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে; অর্থাৎ ১৮-১৯ জানুয়ারি নাগাদ দল ঘোষণা করবে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ায় লম্বা সময়ের টেস্ট সিরিজ খেলার কারণ দেখিয়ে আইসিসির কাছে আরও সময় চাওয়া হয়েছে। সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সময় চ্যাম্পিয়নস ট্রফির দল দেওয়া হবে।
পরবর্তীতে পরিবর্তনের সুযোগ রেখে, প্রত্যেক বড় টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোকে অন্তত এক মাস আগে প্রাথমিক দল জমা দেওয়ার নির্দেশ দেয় আইসিসি। তবে এবার টুর্নামেন্ট শুরুর পাঁচ সপ্তাহ আগে দল জমা দিতে বলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টি-টোয়েন্টি সিরিজে আর্শদীপ সিং বল আক্রমণের নেতৃত্ব দেবেন। পাঞ্জাবের এই বাঁ-হাতি পেসার ওয়ানডে দলেও অন্তর্ভুক্ত হতে পারেন। জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে টি-টোয়েন্টি সিরিজ থেকে দেওয়া হতে পারে বিশ্রাম। তবে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের, মোহাম্মদ শামির ওয়ানডে দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। টি-টোয়েন্টি দলে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত, তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণের সম্ভাবনাও প্রবল।
জানা গেছে, শামি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের স্পোর্টস সায়েন্স বিভাগের ছাড়পত্র পেয়েছেন বা শিগগিরই পাবেন। সম্প্রতি বিজয় হাজারে ট্রফির ওয়ানডে সংস্করণে বেঙ্গলের হয়ে খেলেছেন তিনি। ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে।
ভারতের নতুন প্রতিভা নিতীশ কুমার রেড্ডি ওয়ানডে দলে জায়গা পাবেন না বলে মনে করা হচ্ছে। তবে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের জায়গা ধরে রাখতে পারেন এই অলরাউন্ডার। স্পিনার ওয়াশিংটন সুন্দরকে ওয়ানডে দলে রাখা হতে পারে। আগামী। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে হবে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি।

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আগামীকাল (১২ জানুয়ারি)। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করতে পারছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আর কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলও দেবে তারা।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে; অর্থাৎ ১৮-১৯ জানুয়ারি নাগাদ দল ঘোষণা করবে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ায় লম্বা সময়ের টেস্ট সিরিজ খেলার কারণ দেখিয়ে আইসিসির কাছে আরও সময় চাওয়া হয়েছে। সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সময় চ্যাম্পিয়নস ট্রফির দল দেওয়া হবে।
পরবর্তীতে পরিবর্তনের সুযোগ রেখে, প্রত্যেক বড় টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোকে অন্তত এক মাস আগে প্রাথমিক দল জমা দেওয়ার নির্দেশ দেয় আইসিসি। তবে এবার টুর্নামেন্ট শুরুর পাঁচ সপ্তাহ আগে দল জমা দিতে বলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টি-টোয়েন্টি সিরিজে আর্শদীপ সিং বল আক্রমণের নেতৃত্ব দেবেন। পাঞ্জাবের এই বাঁ-হাতি পেসার ওয়ানডে দলেও অন্তর্ভুক্ত হতে পারেন। জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে টি-টোয়েন্টি সিরিজ থেকে দেওয়া হতে পারে বিশ্রাম। তবে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের, মোহাম্মদ শামির ওয়ানডে দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। টি-টোয়েন্টি দলে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত, তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণের সম্ভাবনাও প্রবল।
জানা গেছে, শামি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের স্পোর্টস সায়েন্স বিভাগের ছাড়পত্র পেয়েছেন বা শিগগিরই পাবেন। সম্প্রতি বিজয় হাজারে ট্রফির ওয়ানডে সংস্করণে বেঙ্গলের হয়ে খেলেছেন তিনি। ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে।
ভারতের নতুন প্রতিভা নিতীশ কুমার রেড্ডি ওয়ানডে দলে জায়গা পাবেন না বলে মনে করা হচ্ছে। তবে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের জায়গা ধরে রাখতে পারেন এই অলরাউন্ডার। স্পিনার ওয়াশিংটন সুন্দরকে ওয়ানডে দলে রাখা হতে পারে। আগামী। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে হবে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে