চ্যাম্পিয়নস ট্রফি
ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আগামীকাল (১২ জানুয়ারি)। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করতে পারছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আর কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলও দেবে তারা।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে; অর্থাৎ ১৮-১৯ জানুয়ারি নাগাদ দল ঘোষণা করবে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ায় লম্বা সময়ের টেস্ট সিরিজ খেলার কারণ দেখিয়ে আইসিসির কাছে আরও সময় চাওয়া হয়েছে। সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সময় চ্যাম্পিয়নস ট্রফির দল দেওয়া হবে।
পরবর্তীতে পরিবর্তনের সুযোগ রেখে, প্রত্যেক বড় টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোকে অন্তত এক মাস আগে প্রাথমিক দল জমা দেওয়ার নির্দেশ দেয় আইসিসি। তবে এবার টুর্নামেন্ট শুরুর পাঁচ সপ্তাহ আগে দল জমা দিতে বলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টি-টোয়েন্টি সিরিজে আর্শদীপ সিং বল আক্রমণের নেতৃত্ব দেবেন। পাঞ্জাবের এই বাঁ-হাতি পেসার ওয়ানডে দলেও অন্তর্ভুক্ত হতে পারেন। জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে টি-টোয়েন্টি সিরিজ থেকে দেওয়া হতে পারে বিশ্রাম। তবে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের, মোহাম্মদ শামির ওয়ানডে দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। টি-টোয়েন্টি দলে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত, তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণের সম্ভাবনাও প্রবল।
জানা গেছে, শামি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের স্পোর্টস সায়েন্স বিভাগের ছাড়পত্র পেয়েছেন বা শিগগিরই পাবেন। সম্প্রতি বিজয় হাজারে ট্রফির ওয়ানডে সংস্করণে বেঙ্গলের হয়ে খেলেছেন তিনি। ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে।
ভারতের নতুন প্রতিভা নিতীশ কুমার রেড্ডি ওয়ানডে দলে জায়গা পাবেন না বলে মনে করা হচ্ছে। তবে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের জায়গা ধরে রাখতে পারেন এই অলরাউন্ডার। স্পিনার ওয়াশিংটন সুন্দরকে ওয়ানডে দলে রাখা হতে পারে। আগামী। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে হবে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি।

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আগামীকাল (১২ জানুয়ারি)। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করতে পারছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আর কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলও দেবে তারা।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে; অর্থাৎ ১৮-১৯ জানুয়ারি নাগাদ দল ঘোষণা করবে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ায় লম্বা সময়ের টেস্ট সিরিজ খেলার কারণ দেখিয়ে আইসিসির কাছে আরও সময় চাওয়া হয়েছে। সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সময় চ্যাম্পিয়নস ট্রফির দল দেওয়া হবে।
পরবর্তীতে পরিবর্তনের সুযোগ রেখে, প্রত্যেক বড় টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোকে অন্তত এক মাস আগে প্রাথমিক দল জমা দেওয়ার নির্দেশ দেয় আইসিসি। তবে এবার টুর্নামেন্ট শুরুর পাঁচ সপ্তাহ আগে দল জমা দিতে বলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টি-টোয়েন্টি সিরিজে আর্শদীপ সিং বল আক্রমণের নেতৃত্ব দেবেন। পাঞ্জাবের এই বাঁ-হাতি পেসার ওয়ানডে দলেও অন্তর্ভুক্ত হতে পারেন। জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে টি-টোয়েন্টি সিরিজ থেকে দেওয়া হতে পারে বিশ্রাম। তবে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের, মোহাম্মদ শামির ওয়ানডে দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। টি-টোয়েন্টি দলে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত, তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণের সম্ভাবনাও প্রবল।
জানা গেছে, শামি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের স্পোর্টস সায়েন্স বিভাগের ছাড়পত্র পেয়েছেন বা শিগগিরই পাবেন। সম্প্রতি বিজয় হাজারে ট্রফির ওয়ানডে সংস্করণে বেঙ্গলের হয়ে খেলেছেন তিনি। ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে।
ভারতের নতুন প্রতিভা নিতীশ কুমার রেড্ডি ওয়ানডে দলে জায়গা পাবেন না বলে মনে করা হচ্ছে। তবে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের জায়গা ধরে রাখতে পারেন এই অলরাউন্ডার। স্পিনার ওয়াশিংটন সুন্দরকে ওয়ানডে দলে রাখা হতে পারে। আগামী। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে হবে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি।

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে