নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’

আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে