নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’

আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে