Ajker Patrika

আইপিএল নয়, দেশ নিয়েই বেশি ভাবছেন রিশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএল নয়, দেশ নিয়েই বেশি ভাবছেন রিশাদ

আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে। 

শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’ 

রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’ 

সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত