নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সোয়া দুই ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচ। সে কারণে ম্যাচের দৈর্ঘ্যও ৯ ওভার কমানো হয়েছে।
এ ম্যাচ দিয়ে নতুন ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভিষেক পর প্রথমবার তাঁদের ছাড়া ওয়ানডে সিরিজ খেলছে লাল-সবুজের দল।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিব-মুশফিকের। এরপর থেকে দুজনের কেউ না কেউ ৫০ ওভারের সিরিজে ছিলেন। ছুটিতে থাকায় এবারই প্রথম তাঁদের ছাড়া খেলতে হচ্ছে সতীর্থদের।
সাকিব-মুশফিকের একসঙ্গে না থাকার সময়টা আরও দীর্ঘ হতে পারত। সাকিব উইন্ডিজ সফরের সব সংস্করণের দলে ছিলেন। তবে সফরের মাঝপথে জানা যায়, ওয়ানডে সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাভুক্ত না হওয়ায় তাঁর ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।
মুশফিক অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পরই ছুটি নিয়েছেন। সৌদি আরবে হজ পালন করতে যাওয়ায় আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।
এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ২-০ ব্যবধানে। তবে পছন্দের সংস্করণ ওয়ানডে দিয়ে হারের বৃত্ত থেকে বেরোতে চায় তামিম ইকবালের দল। সাকিব-মুশফিকের মতো দুই অভিজ্ঞতার ভাণ্ডারকে ছাড়া পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং বেছে নিয়েছেন তামিম। অধিনায়ক সিদ্ধান্ত এখন পর্যন্ত সঠিক প্রমাণ করেছেন সতীর্থ বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। নিজের প্রথম বলেই শাই হোপকে বোল্ড করেছেন মোস্তাফিজুর রহমান।

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সোয়া দুই ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচ। সে কারণে ম্যাচের দৈর্ঘ্যও ৯ ওভার কমানো হয়েছে।
এ ম্যাচ দিয়ে নতুন ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভিষেক পর প্রথমবার তাঁদের ছাড়া ওয়ানডে সিরিজ খেলছে লাল-সবুজের দল।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিব-মুশফিকের। এরপর থেকে দুজনের কেউ না কেউ ৫০ ওভারের সিরিজে ছিলেন। ছুটিতে থাকায় এবারই প্রথম তাঁদের ছাড়া খেলতে হচ্ছে সতীর্থদের।
সাকিব-মুশফিকের একসঙ্গে না থাকার সময়টা আরও দীর্ঘ হতে পারত। সাকিব উইন্ডিজ সফরের সব সংস্করণের দলে ছিলেন। তবে সফরের মাঝপথে জানা যায়, ওয়ানডে সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাভুক্ত না হওয়ায় তাঁর ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।
মুশফিক অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পরই ছুটি নিয়েছেন। সৌদি আরবে হজ পালন করতে যাওয়ায় আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।
এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ২-০ ব্যবধানে। তবে পছন্দের সংস্করণ ওয়ানডে দিয়ে হারের বৃত্ত থেকে বেরোতে চায় তামিম ইকবালের দল। সাকিব-মুশফিকের মতো দুই অভিজ্ঞতার ভাণ্ডারকে ছাড়া পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং বেছে নিয়েছেন তামিম। অধিনায়ক সিদ্ধান্ত এখন পর্যন্ত সঠিক প্রমাণ করেছেন সতীর্থ বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। নিজের প্রথম বলেই শাই হোপকে বোল্ড করেছেন মোস্তাফিজুর রহমান।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১১ ঘণ্টা আগে