নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতে সংবাদ সম্মেলনে এলেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো সময় নিয়ে ভালোভাবেই দিচ্ছিলেন। তবু ভেতরে একটু তাড়া ছিলই। চট্টগ্রাম টেস্টে খুব বেশি ব্যাটিং করতে পারেননি। দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলন শেষ করে নেটে কিছুক্ষণ ব্যাটিং করবেন তাড়াটা সে জন্যই।
শেষ দিন ৪৯ মিনিটের মধ্যে বাংলাদেশের লেজ ছেঁটে দেওয়ায় রাহুলের সামনে এই সুযোগ আসে। তাড়াটা অবশ্য দিচ্ছিলেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। তবু এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরটা নিলেন অনেক জোরাজুরির পর। প্রশ্নটা আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে। রাতে গ্রেটেস্ট অন্য আর্থ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ভারতীয় দলের বেশির ভাগই ব্রাজিল-ইংল্যান্ডের সমর্থক। দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে।
তবু আজ রাতে ফাইনালে সবাই এক পক্ষকে সমর্থন দেবেন না, সেটা নিশ্চিত করেছেন রাহুল। ফাইনাল নিয়ে সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। রাহুল বলছিলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশির ভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’
নিজেদের দলে কারা ঠিক আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল। রাহুল বললেন, ‘আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’ তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়াদাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’
নির্ভার থেকেই খেলাটা উপভোগ করবেন বলে জানালেন রাহুল। ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না?’

অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতে সংবাদ সম্মেলনে এলেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো সময় নিয়ে ভালোভাবেই দিচ্ছিলেন। তবু ভেতরে একটু তাড়া ছিলই। চট্টগ্রাম টেস্টে খুব বেশি ব্যাটিং করতে পারেননি। দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলন শেষ করে নেটে কিছুক্ষণ ব্যাটিং করবেন তাড়াটা সে জন্যই।
শেষ দিন ৪৯ মিনিটের মধ্যে বাংলাদেশের লেজ ছেঁটে দেওয়ায় রাহুলের সামনে এই সুযোগ আসে। তাড়াটা অবশ্য দিচ্ছিলেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। তবু এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরটা নিলেন অনেক জোরাজুরির পর। প্রশ্নটা আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে। রাতে গ্রেটেস্ট অন্য আর্থ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ভারতীয় দলের বেশির ভাগই ব্রাজিল-ইংল্যান্ডের সমর্থক। দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে।
তবু আজ রাতে ফাইনালে সবাই এক পক্ষকে সমর্থন দেবেন না, সেটা নিশ্চিত করেছেন রাহুল। ফাইনাল নিয়ে সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। রাহুল বলছিলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশির ভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’
নিজেদের দলে কারা ঠিক আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল। রাহুল বললেন, ‘আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’ তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়াদাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’
নির্ভার থেকেই খেলাটা উপভোগ করবেন বলে জানালেন রাহুল। ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না?’

রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
১৫ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে