
প্রথম আন্তর্জাতিক ম্যাচেই নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত ছিল শামীম হোসেন পাটোয়ারীর সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলের বিপদে উইকেটে এসে চেষ্টা করেও পারেননি। ১৩ বলে ২৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলের হার ঠেকাতে পারেননি। সেই ম্যাচে জিততে না পারার আক্ষেপটাই যেন সিরিজ নির্ধারণী ম্যাচে মেটালেন শামীম! শেষ দিকে তাঁর ব্যাটেই ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শামীমের আগে অবশ্য জয়ের ভিত্তি গড়ে দেন সিরিজসেরা সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই জয়ে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিতল বাংলাদেশ।
১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নাঈম শেখের উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। আরেক ওপেনার সৌম্য অবশ্য সেই ধাক্কার খুব বেশি প্রভাব ফেলতে দেননি। দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখেন এই ওপেনার। দলীয় ৭০ রানে সাকিব ফেরার পরও একপাশ ধরে রেখে দলকে জয়ের পথেই রাখেন সৌম্যই। তবে ৪৯ বলে ৯টি চার ও এক ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৮ রানে সৌম্য আউট হলে কিছুটা শঙ্কা জাগে।
সৌম্যর আউটের পর ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ছিল ৩৯ বলে ৬১। শঙ্কা আরও বাড়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নামা আফিফ (১৪) ফিরে গেলে। ২১ বলে ৩৬ রানের সমীকরণ মাথায় নিয়ে উইকেটে আসেন শামীম। উইকেটে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে ভয়ডরহীন ব্যাটিং শুরু করেন তরুণ এই ব্যাটিং সেনসেশন।
১৮তম ওভারে ডিয়ন মায়ার্সকে টানা তিন চার মেরে ম্যাচের ছবিই বদলে দেন চাঁদপুরের তরুণ অলরাউন্ডার শামীম। তাঁর ব্যাটেই শেষ পর্যন্ত ৪ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১৫ বলে ৩১ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম। তবে বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৪৯ বলে ৬৮ রান করে ম্যাচসেরা হয়েছেন সৌম্য।
শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তাদিওয়ানাসে মারুমানি ও ওয়েসলি মাধেভেরে ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। এই দুজনের ৬৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ২০ বলে ১৭ রান করা মারুমানি আউট হলেও দ্বিতীয় উইকেটে রেজিস চাকাভাকে নিয়ে রানের চাকা সচল রাখেন মাধেভেরে। ৩৬ বলে ৫৪ রান করা মাধেভেরে সাকিবের বলে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে।

প্রথম আন্তর্জাতিক ম্যাচেই নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত ছিল শামীম হোসেন পাটোয়ারীর সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলের বিপদে উইকেটে এসে চেষ্টা করেও পারেননি। ১৩ বলে ২৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলের হার ঠেকাতে পারেননি। সেই ম্যাচে জিততে না পারার আক্ষেপটাই যেন সিরিজ নির্ধারণী ম্যাচে মেটালেন শামীম! শেষ দিকে তাঁর ব্যাটেই ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শামীমের আগে অবশ্য জয়ের ভিত্তি গড়ে দেন সিরিজসেরা সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই জয়ে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিতল বাংলাদেশ।
১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নাঈম শেখের উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। আরেক ওপেনার সৌম্য অবশ্য সেই ধাক্কার খুব বেশি প্রভাব ফেলতে দেননি। দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখেন এই ওপেনার। দলীয় ৭০ রানে সাকিব ফেরার পরও একপাশ ধরে রেখে দলকে জয়ের পথেই রাখেন সৌম্যই। তবে ৪৯ বলে ৯টি চার ও এক ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৮ রানে সৌম্য আউট হলে কিছুটা শঙ্কা জাগে।
সৌম্যর আউটের পর ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ছিল ৩৯ বলে ৬১। শঙ্কা আরও বাড়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নামা আফিফ (১৪) ফিরে গেলে। ২১ বলে ৩৬ রানের সমীকরণ মাথায় নিয়ে উইকেটে আসেন শামীম। উইকেটে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে ভয়ডরহীন ব্যাটিং শুরু করেন তরুণ এই ব্যাটিং সেনসেশন।
১৮তম ওভারে ডিয়ন মায়ার্সকে টানা তিন চার মেরে ম্যাচের ছবিই বদলে দেন চাঁদপুরের তরুণ অলরাউন্ডার শামীম। তাঁর ব্যাটেই শেষ পর্যন্ত ৪ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১৫ বলে ৩১ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম। তবে বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৪৯ বলে ৬৮ রান করে ম্যাচসেরা হয়েছেন সৌম্য।
শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তাদিওয়ানাসে মারুমানি ও ওয়েসলি মাধেভেরে ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। এই দুজনের ৬৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ২০ বলে ১৭ রান করা মারুমানি আউট হলেও দ্বিতীয় উইকেটে রেজিস চাকাভাকে নিয়ে রানের চাকা সচল রাখেন মাধেভেরে। ৩৬ বলে ৫৪ রান করা মাধেভেরে সাকিবের বলে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে