
পুনরায় সুযোগ পেয়ে কীভাবে কাজে লাগাতে হয়, তা যেন রনি তালুকদারের ভালোই জানা। ৮ বছর আগে এক ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়া রনি এখন নিজেকে চেনাচ্ছেন নতুন করে। দুর্দান্ত পারফরম্যান্সের অনুপ্রেরণা সাকিব আল হাসানের থেকে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। দুই ম্যাচে ৩৮ বলে ৫৮ রান করেছেন এবং দুটোতেই অপরাজিত ছিলেন। বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। পারফরম্যান্সের পাশাপাশি দলকেও দারুণ নেতৃত্ব দেওয়া সাকিবকে ‘কিংবদন্তি’ বলেছেন রনি। চট্টগ্রামে হোটেল রেডিসনে সাংবাদিকদের বাংলাদেশের এই ওপেনার বলেছেন, ‘সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। সাকিব ভাইয়ের সঙ্গে আবাহনীতে যখন থেকে একসঙ্গে খেলেছি, তখন থেকে তাঁর একই ইনটেন্ট। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন। সে জিনিসটাই তিনি দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা খেলব, বাঘের মতো খেলব।’
রনি এবছর আলো জড়াচ্ছেন জানুয়ারিতে হওয়া বিপিএল থেকেই। নাজমুল হোসেন শান্তর পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৪২৫ রান। বিপিএলের পারফরম্যান্সের ধারাবাহিকতা রনি টেনে এনেছেন ইংল্যান্ড, আয়ারল্যান্ড-দুই টি-টোয়েন্টি সিরিজে। ৫ ম্যাচে ৩৩ গড় ও ১৪৮.৬৪ স্ট্রাইক রেটে করেছেন ১৬৫ রান। আক্রমণাত্মক ব্যাটিং করতেই বেশি পছন্দ রনির, ‘আমার খেলার ধরন এমন ছিল। কারণ আমি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে মাঠে নামি। টিম ম্যানেজমেন্ট আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। কারণ বিপিএলে তাঁরা আমার খেলা দেখেছেন। ইংল্যান্ড সিরিজের আগে তারা আমাকে বিপিএলের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে বলেছেন। বাদ পড়ে যাওয়ার ভয় কাজ করে না। ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে।’

পুনরায় সুযোগ পেয়ে কীভাবে কাজে লাগাতে হয়, তা যেন রনি তালুকদারের ভালোই জানা। ৮ বছর আগে এক ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়া রনি এখন নিজেকে চেনাচ্ছেন নতুন করে। দুর্দান্ত পারফরম্যান্সের অনুপ্রেরণা সাকিব আল হাসানের থেকে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। দুই ম্যাচে ৩৮ বলে ৫৮ রান করেছেন এবং দুটোতেই অপরাজিত ছিলেন। বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। পারফরম্যান্সের পাশাপাশি দলকেও দারুণ নেতৃত্ব দেওয়া সাকিবকে ‘কিংবদন্তি’ বলেছেন রনি। চট্টগ্রামে হোটেল রেডিসনে সাংবাদিকদের বাংলাদেশের এই ওপেনার বলেছেন, ‘সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। সাকিব ভাইয়ের সঙ্গে আবাহনীতে যখন থেকে একসঙ্গে খেলেছি, তখন থেকে তাঁর একই ইনটেন্ট। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন। সে জিনিসটাই তিনি দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা খেলব, বাঘের মতো খেলব।’
রনি এবছর আলো জড়াচ্ছেন জানুয়ারিতে হওয়া বিপিএল থেকেই। নাজমুল হোসেন শান্তর পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৪২৫ রান। বিপিএলের পারফরম্যান্সের ধারাবাহিকতা রনি টেনে এনেছেন ইংল্যান্ড, আয়ারল্যান্ড-দুই টি-টোয়েন্টি সিরিজে। ৫ ম্যাচে ৩৩ গড় ও ১৪৮.৬৪ স্ট্রাইক রেটে করেছেন ১৬৫ রান। আক্রমণাত্মক ব্যাটিং করতেই বেশি পছন্দ রনির, ‘আমার খেলার ধরন এমন ছিল। কারণ আমি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে মাঠে নামি। টিম ম্যানেজমেন্ট আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। কারণ বিপিএলে তাঁরা আমার খেলা দেখেছেন। ইংল্যান্ড সিরিজের আগে তারা আমাকে বিপিএলের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে বলেছেন। বাদ পড়ে যাওয়ার ভয় কাজ করে না। ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৩ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৪ ঘণ্টা আগে