নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লম্বা এক ভ্রমণের ঝক্কি। প্রায় ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে আজ বাংলাদেশ সময় সকালের দিকে টেক্সাসের হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। এত লম্বা ভ্রমণের ধকল কাটাতে একটা দিন বিশ্রামেই কাটবে সাকিব-শান্তদের। এরপর শুরু অনুশীলন। ২১ মে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থাকলেও বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপ। রওনা দেওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাওহিদ হৃদয় জানিয়েছেন, ভালো খেলা নয়, বিশ্বকাপ জিততে চান তাঁরা। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা, আসলে ভালো করা নয়, কাপ নিতে চাই। আর এটা শুধু আমি না, সবাই চাই।’
বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ ট্রফি জয়ের কথা না বললেও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে, এমনটা বিশ্বাস করেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমি খুব বিশ্বাস করি, আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে যাবে। ইনশা আল্লাহ।’
২০ ওভারের বিশ্বকাপের শুরু থেকে এখনো পর্যন্ত ৯টি বিশ্বকাপে সুযোগ পাওয়া সাকিব আল হাসান বলেছেন, ‘একটা জিনিসই চাই, বাংলাদেশের হয়ে যেন অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি।’
অষ্টম বিশ্বকাপে খেলতে যাওয়া মাহমুদউল্লাহ বলেছেন, ‘আশা করি, ওর (শান্ত) যে নেতৃত্বগুণ আছে, ইনশা আল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু করব।’
আইসিসি এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সূচি ঘোষণা করেছে। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ক্রিকইনফোর তথ্যমতে, বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে নিউইয়র্কে।

লম্বা এক ভ্রমণের ঝক্কি। প্রায় ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে আজ বাংলাদেশ সময় সকালের দিকে টেক্সাসের হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। এত লম্বা ভ্রমণের ধকল কাটাতে একটা দিন বিশ্রামেই কাটবে সাকিব-শান্তদের। এরপর শুরু অনুশীলন। ২১ মে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থাকলেও বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপ। রওনা দেওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাওহিদ হৃদয় জানিয়েছেন, ভালো খেলা নয়, বিশ্বকাপ জিততে চান তাঁরা। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা, আসলে ভালো করা নয়, কাপ নিতে চাই। আর এটা শুধু আমি না, সবাই চাই।’
বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ ট্রফি জয়ের কথা না বললেও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে, এমনটা বিশ্বাস করেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমি খুব বিশ্বাস করি, আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে যাবে। ইনশা আল্লাহ।’
২০ ওভারের বিশ্বকাপের শুরু থেকে এখনো পর্যন্ত ৯টি বিশ্বকাপে সুযোগ পাওয়া সাকিব আল হাসান বলেছেন, ‘একটা জিনিসই চাই, বাংলাদেশের হয়ে যেন অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি।’
অষ্টম বিশ্বকাপে খেলতে যাওয়া মাহমুদউল্লাহ বলেছেন, ‘আশা করি, ওর (শান্ত) যে নেতৃত্বগুণ আছে, ইনশা আল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু করব।’
আইসিসি এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সূচি ঘোষণা করেছে। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ক্রিকইনফোর তথ্যমতে, বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে নিউইয়র্কে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে