ক্রীড়া ডেস্ক

রংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
রংপুর রাইডার্স-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালিস্ট হয়ে যাওয়ায় এবারের জিএসএলের লিগ পর্বের শেষ অংশ হয়ে দাঁড়িয়েছে শুধুই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে রংপুর খেলেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ইনিংসের দ্বিতীয় বলেই হারায় সৌম্যর উইকেট। সেন্ট্রালের স্পিনার অ্যাঙ্গাস শয়ের বল তুলে মারতে গিয়ে সৌম্য ক্যাচ তুলে নেন লং অনে দাঁড়িয়ে থাকা ম্যাথু ফোর্ডের হাতে। রংপুরের ইনিংসের দ্বিতীয় বলে আউট হলেও আসলে সৌম্য মেরেছেন গোল্ডেন ডাক। তাতে এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে যৌথভাবে শীর্ষে সাকিব ও সৌম্য। দুজনেই ৩২ বার করে শূন্য রানে আউট হয়েছেন।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচটা গতকাল ছিল রংপুর রাইডার্সের জন্য ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ। এই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমে ১৪ ওভারে নেমে আসে। প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ১৩.৫ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায়। সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন দুজনের ব্যাট থেকেই এসেছে ২৫ রান। সেন্ট্রালের শ, জেইডেন লেনক্স, ব্লেয়ার টিকনার নিয়েছেন তিনটি করে উইকেট। অপর উইকেট পেয়েছেন টবি ফিন্ডলে। ৮০ রানের মামুলি লক্ষ্য হলেও সেটা তারা করা সম্ভব হয়নি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের। কারণ, বৃষ্টির কারণে রংপুরের ইনিংসের পর খেলাই হয়নি।
পরিত্যক্ত হওয়ার পরও অপরাজিত থেকেই ফাইনালে গেল রংপুর। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা লিগ পর্ব শেষে সবার ওপরে। দুইয়ে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পয়েন্ট ৬। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে রংপুর-গায়ানা শিরোপা নির্ধারণী ম্যাচ। ছন্দে না থাকা সৌম্য হয়তো ফাইনালের জন্যই নিজের সেরাটা জমিয়ে রেখেছেন। ২০২৪ সালে রংপুরের গ্লোবাল সুপার লিগ জয়ে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি পেয়েছিলেন।
বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড
| ব্যাটার | শূন্য রানে আউট |
|---|---|
| সাকিব আল হাসান | ৩২ |
| সৌম্য সরকার | ৩২ |
| ইমরুল কায়েস | ২২ |
| তামিম ইকবাল | ২০ |
| মুশফিকুর রহিম | ১৯ |

রংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
রংপুর রাইডার্স-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালিস্ট হয়ে যাওয়ায় এবারের জিএসএলের লিগ পর্বের শেষ অংশ হয়ে দাঁড়িয়েছে শুধুই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে রংপুর খেলেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ইনিংসের দ্বিতীয় বলেই হারায় সৌম্যর উইকেট। সেন্ট্রালের স্পিনার অ্যাঙ্গাস শয়ের বল তুলে মারতে গিয়ে সৌম্য ক্যাচ তুলে নেন লং অনে দাঁড়িয়ে থাকা ম্যাথু ফোর্ডের হাতে। রংপুরের ইনিংসের দ্বিতীয় বলে আউট হলেও আসলে সৌম্য মেরেছেন গোল্ডেন ডাক। তাতে এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে যৌথভাবে শীর্ষে সাকিব ও সৌম্য। দুজনেই ৩২ বার করে শূন্য রানে আউট হয়েছেন।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচটা গতকাল ছিল রংপুর রাইডার্সের জন্য ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ। এই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমে ১৪ ওভারে নেমে আসে। প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ১৩.৫ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায়। সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন দুজনের ব্যাট থেকেই এসেছে ২৫ রান। সেন্ট্রালের শ, জেইডেন লেনক্স, ব্লেয়ার টিকনার নিয়েছেন তিনটি করে উইকেট। অপর উইকেট পেয়েছেন টবি ফিন্ডলে। ৮০ রানের মামুলি লক্ষ্য হলেও সেটা তারা করা সম্ভব হয়নি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের। কারণ, বৃষ্টির কারণে রংপুরের ইনিংসের পর খেলাই হয়নি।
পরিত্যক্ত হওয়ার পরও অপরাজিত থেকেই ফাইনালে গেল রংপুর। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা লিগ পর্ব শেষে সবার ওপরে। দুইয়ে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পয়েন্ট ৬। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে রংপুর-গায়ানা শিরোপা নির্ধারণী ম্যাচ। ছন্দে না থাকা সৌম্য হয়তো ফাইনালের জন্যই নিজের সেরাটা জমিয়ে রেখেছেন। ২০২৪ সালে রংপুরের গ্লোবাল সুপার লিগ জয়ে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি পেয়েছিলেন।
বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড
| ব্যাটার | শূন্য রানে আউট |
|---|---|
| সাকিব আল হাসান | ৩২ |
| সৌম্য সরকার | ৩২ |
| ইমরুল কায়েস | ২২ |
| তামিম ইকবাল | ২০ |
| মুশফিকুর রহিম | ১৯ |

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৩ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৭ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে