
ঢাকা: ২৩তম ওভারের খেলা চলছিল তখন। ২ উইকেটে ৯৯ রান করা বাংলাদেশ ভালোই এগোচ্ছিল। কিন্তু তখনই পরপর দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে পথ দেখান মুশফিকুর রহিম। ১০৯ রানের জুটিতে ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু শতকের সম্ভাবনা জাগিয়েও ৮৪ রান করে ফিরে গেছেন মুশফিক।
আজ মিরপুরে টস জেতা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও অবশ্য ভালো হয়নি। প্রথম রানটা আসে ইসুরু উদানার ওয়াইড থেকে। ওভারে শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। দুঃসময়ের বৃত্তে থাকা লিটন দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে অলস এক শটে ধরা পড়েন উইকেটকিপারে হাতে। সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন তিনি। এটি ওয়ানডেতে সর্বশেষ সাত ইনিংসে লিটনের তৃতীয় শূন্য। সর্বশেষ ৭ ওয়ানডেতে ৭.৫ গড়ে ৭৬ রান করেছেন এই ওপেনার।
নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে থাকা সাকিবের ফেরাটাও খুব একটা রঙিন হয়নি। এদিন সাকিব খেলতে নেমেছিলেন পছন্দের তিন নম্বর পজিশনে। দুশমন্থ চামিরাকে কাভার দিয়ে দুর্দান্ত ড্রাইভে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। চার মেরে শুরু করলেও উইকেটে মোটেই সাবলীল ছিলেন না সাকিব। জড়তা কাটাতে উইকেট থেকে বেরিয়ে মারতে গিয়ে পাথুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন লং অনে। ৩৪ বলে ১৫ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
একপ্রান্ত উইকেট আগলে রেখেছিলেন অধিনায়ক তামিম। ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নেয়া তামিম ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ফিরেছেন দলের ৯৯ রানে। সর্বশেষ ৬ ওয়ানডেতে তামিমের এটি চতুর্থ ফিফটি। পরের বলেই ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। বিপদে পড়া দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ওয়ানডেতে নিজের ৪০তম ফিফটি পেয়েছেন মুশফিক।

ঢাকা: ২৩তম ওভারের খেলা চলছিল তখন। ২ উইকেটে ৯৯ রান করা বাংলাদেশ ভালোই এগোচ্ছিল। কিন্তু তখনই পরপর দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে পথ দেখান মুশফিকুর রহিম। ১০৯ রানের জুটিতে ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু শতকের সম্ভাবনা জাগিয়েও ৮৪ রান করে ফিরে গেছেন মুশফিক।
আজ মিরপুরে টস জেতা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও অবশ্য ভালো হয়নি। প্রথম রানটা আসে ইসুরু উদানার ওয়াইড থেকে। ওভারে শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। দুঃসময়ের বৃত্তে থাকা লিটন দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে অলস এক শটে ধরা পড়েন উইকেটকিপারে হাতে। সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন তিনি। এটি ওয়ানডেতে সর্বশেষ সাত ইনিংসে লিটনের তৃতীয় শূন্য। সর্বশেষ ৭ ওয়ানডেতে ৭.৫ গড়ে ৭৬ রান করেছেন এই ওপেনার।
নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে থাকা সাকিবের ফেরাটাও খুব একটা রঙিন হয়নি। এদিন সাকিব খেলতে নেমেছিলেন পছন্দের তিন নম্বর পজিশনে। দুশমন্থ চামিরাকে কাভার দিয়ে দুর্দান্ত ড্রাইভে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। চার মেরে শুরু করলেও উইকেটে মোটেই সাবলীল ছিলেন না সাকিব। জড়তা কাটাতে উইকেট থেকে বেরিয়ে মারতে গিয়ে পাথুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন লং অনে। ৩৪ বলে ১৫ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
একপ্রান্ত উইকেট আগলে রেখেছিলেন অধিনায়ক তামিম। ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নেয়া তামিম ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ফিরেছেন দলের ৯৯ রানে। সর্বশেষ ৬ ওয়ানডেতে তামিমের এটি চতুর্থ ফিফটি। পরের বলেই ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। বিপদে পড়া দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ওয়ানডেতে নিজের ৪০তম ফিফটি পেয়েছেন মুশফিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে