নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন বলে ভারতের টপ অর্ডারের পরীক্ষা নেন তানজিম হাসান সাকিব। শুরুতেই তুলে নেন দুটি উইকেটও। এরপর প্রেমাদাসার ধীর গতির উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ভারতের ব্যাটারদের কঠিন পরীক্ষাই নিচ্ছেন বাংলাদেশের স্পিন বোলাররা। তাঁদের ঘূর্ণিতে ৯৪ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।
১৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারে পড়ে ভারত। অভিষিক্ত জুনিয়র সাকিব ফেরান অধিনায়ক রোহিত শর্মা ও অভিষিক্ত তিলক ভার্মাকে। তৃতীয় উইকেটে শুবমান গিল ও লোকেশ রাহুলের ৫৭ রানের জুটিতে সেই চাপ কিছুটা সামলে ওঠে টিম ইন্ডিয়া। কিন্তু বিপরীতে তাঁরা খেলেছেন ৮৭ বল।
১৮তম ওভারের প্রথম বলে রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শেখ মেহেদী হাসান। ৩৯ বলে ১৯ রান করেন এই মিডল-অর্ডার ব্যাটার। এরপর ব্যর্থ হয়ে ফেরেন ইশান কিশানও। ২৪তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ৫ রানে আউট হন তিনি। গিলের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামলাতে চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব। দুজনের ৫৫ বলে ৪৫ রানের জুটি ভাঙেন সাকিব। সূর্যকুমারকে (২৬) বোল্ড করে ফেরান বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশে দুই ডানহাতি ও দুই বাঁহাতি স্পিনারকে খেলতে হিমশিম খেতে হচ্ছে ভারতের ব্যাটারদের। তবে একপ্রান্তে লড়াই করে যাচ্ছেন গিল। ৯৮ বলে ৭৫ রানে অপরাজিত আছেন এই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান। গিলের সঙ্গে ১ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা। জয়ের জন্য ভারতের দরকার আরও ১২৫ রান।
এর আগে মিডল অর্ডার এবং টেল-এন্ডারদের দৃঢ়তায় টসে হেরে ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং ৫৪ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে।

নতুন বলে ভারতের টপ অর্ডারের পরীক্ষা নেন তানজিম হাসান সাকিব। শুরুতেই তুলে নেন দুটি উইকেটও। এরপর প্রেমাদাসার ধীর গতির উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ভারতের ব্যাটারদের কঠিন পরীক্ষাই নিচ্ছেন বাংলাদেশের স্পিন বোলাররা। তাঁদের ঘূর্ণিতে ৯৪ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।
১৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারে পড়ে ভারত। অভিষিক্ত জুনিয়র সাকিব ফেরান অধিনায়ক রোহিত শর্মা ও অভিষিক্ত তিলক ভার্মাকে। তৃতীয় উইকেটে শুবমান গিল ও লোকেশ রাহুলের ৫৭ রানের জুটিতে সেই চাপ কিছুটা সামলে ওঠে টিম ইন্ডিয়া। কিন্তু বিপরীতে তাঁরা খেলেছেন ৮৭ বল।
১৮তম ওভারের প্রথম বলে রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শেখ মেহেদী হাসান। ৩৯ বলে ১৯ রান করেন এই মিডল-অর্ডার ব্যাটার। এরপর ব্যর্থ হয়ে ফেরেন ইশান কিশানও। ২৪তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ৫ রানে আউট হন তিনি। গিলের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামলাতে চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব। দুজনের ৫৫ বলে ৪৫ রানের জুটি ভাঙেন সাকিব। সূর্যকুমারকে (২৬) বোল্ড করে ফেরান বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশে দুই ডানহাতি ও দুই বাঁহাতি স্পিনারকে খেলতে হিমশিম খেতে হচ্ছে ভারতের ব্যাটারদের। তবে একপ্রান্তে লড়াই করে যাচ্ছেন গিল। ৯৮ বলে ৭৫ রানে অপরাজিত আছেন এই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান। গিলের সঙ্গে ১ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা। জয়ের জন্য ভারতের দরকার আরও ১২৫ রান।
এর আগে মিডল অর্ডার এবং টেল-এন্ডারদের দৃঢ়তায় টসে হেরে ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং ৫৪ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে।

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে