
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা আগেই করতে পারতেন বাবর আজম। তবে ১০ মে ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারায় আয়ারল্যান্ড। ডাবলিনেই গত রাতে অপেক্ষা ফুরিয়েছে বাবরের। পাকিস্তান অধিনায়ক ছাড়িয়ে গেলেন উগান্ডার এক ক্রিকেটারকে।
টস জিতলেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বেশ পরিচিত দৃশ্য। ডাবলিনে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন বাবর। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। প্রথমে ব্যাটিং পেয়ে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৯৩ রান। ১৯ বল হাতে রেখে পাকিস্তান পেয়েছে ৭ উইকেটের জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন বাবর। ৪৪ জয় নিয়ে এই তালিকায় দুইয়ে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।
পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর জামানের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে সফরকারীরা ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ম্যাচ শেসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘আমি স্বস্তি পেলাম। ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। বোলিংয়ের পর আমাদের পরিকল্পনা ছিল ১৮ ওভারের আগে জেতার। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়েছি তবে মোমেন্টাম ধরে রেখেছি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ে যৌথভাবে তিনে আসগর আফগান ও এউইন মরগান। আসগর ও মরগানের নেতৃত্বে আফগানিস্তান ও ইংল্যান্ড টি-টোয়েন্টিতে জিতেছে ৪২টি করে ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা দুজনের নেতৃত্বেই টি-টোয়েন্টিতে ভারত ৪১টি করে ম্যাচ জিতেছে।
বাবরকে এখন হাতছানি দিচ্ছে অন্যরকম এক ‘ফিফটি’। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ—বিশ্বকাপের আগে এই পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। যদি পাকিস্তান সব ম্যাচ জেতে, তাহলে অধিনায়ক হিসেবে পঞ্চাশটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়বেন বাবর।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়
দল জয়
বাবর আজম পাকিস্তান ৪৫
ব্রায়ান মাসাবা উগান্ডা ৪৪
আসগর আফগান আফগানিস্তান ৪২
এউইন মরগান ইংল্যান্ড ৪২
মহেন্দ্র সিং ধোনি ভারত ৪১
রোহিত শর্মা ভারত ৪১
* ২০২৪ এর ১২ মে পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা আগেই করতে পারতেন বাবর আজম। তবে ১০ মে ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারায় আয়ারল্যান্ড। ডাবলিনেই গত রাতে অপেক্ষা ফুরিয়েছে বাবরের। পাকিস্তান অধিনায়ক ছাড়িয়ে গেলেন উগান্ডার এক ক্রিকেটারকে।
টস জিতলেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বেশ পরিচিত দৃশ্য। ডাবলিনে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন বাবর। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। প্রথমে ব্যাটিং পেয়ে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৯৩ রান। ১৯ বল হাতে রেখে পাকিস্তান পেয়েছে ৭ উইকেটের জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন বাবর। ৪৪ জয় নিয়ে এই তালিকায় দুইয়ে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।
পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর জামানের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে সফরকারীরা ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ম্যাচ শেসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘আমি স্বস্তি পেলাম। ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। বোলিংয়ের পর আমাদের পরিকল্পনা ছিল ১৮ ওভারের আগে জেতার। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়েছি তবে মোমেন্টাম ধরে রেখেছি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ে যৌথভাবে তিনে আসগর আফগান ও এউইন মরগান। আসগর ও মরগানের নেতৃত্বে আফগানিস্তান ও ইংল্যান্ড টি-টোয়েন্টিতে জিতেছে ৪২টি করে ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা দুজনের নেতৃত্বেই টি-টোয়েন্টিতে ভারত ৪১টি করে ম্যাচ জিতেছে।
বাবরকে এখন হাতছানি দিচ্ছে অন্যরকম এক ‘ফিফটি’। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ—বিশ্বকাপের আগে এই পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। যদি পাকিস্তান সব ম্যাচ জেতে, তাহলে অধিনায়ক হিসেবে পঞ্চাশটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়বেন বাবর।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়
দল জয়
বাবর আজম পাকিস্তান ৪৫
ব্রায়ান মাসাবা উগান্ডা ৪৪
আসগর আফগান আফগানিস্তান ৪২
এউইন মরগান ইংল্যান্ড ৪২
মহেন্দ্র সিং ধোনি ভারত ৪১
রোহিত শর্মা ভারত ৪১
* ২০২৪ এর ১২ মে পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে