
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠেছিল। পিচ এবং বল পরিবর্তনের সঙ্গে টস নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। এই অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত।
টসের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা মুদ্রা দূরে ফেলেন যেন বিপক্ষ অধিনায়ক দেখতে না পায় কোন দল টসে জিতেছে। ম্যাচ রেফারি যা বলবে তাই ঠিক। পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপারে টস নিয়ে এমন অভিযোগ করেছিলেন সিকান্দার বখত। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের এমন অভিযোগের প্রমাণ অবশ্য পাওয়া যায়নি।
বিশ্বকাপের পর এবার আইপিএলেও টস জালিয়াতির অভিযোগ উঠেছে। দুই দিন আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচকে ঘিরে এই বিতর্ক উঠেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সামাজিক মাধ্যমে যার নাম হয়েছে ‘টস টেম্পারিং’।
সেদিনের ম্যাচের টসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটু দূরে মুদ্রা ফেলেন। ম্যাচ রেফারি মুদ্রা দেখে জয়ী দলের নাম ঘোষণা করেন। কিন্তু যখন হার্দিকের নাম ঘোষণা করলেন তার আগে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকে মুদ্রা উল্টোতে দেখা যায়। শ্রীনাথের কথায় সায় দেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিসও।
টস নিয়ে ডু প্লেসিসের কোনো আপত্তি না থাকলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ‘টস টেম্পারিংয়ের’ অভিযোগ তুলছেন নেটিজেনরা। ডিডিও পোস্ট করে এক নেটিজেন ক্যাপশনে চারটি হাসির ইমোজি দিয়ে লিখেছে, ‘কী!’ আরেক নেটিজেন আরও পরিষ্কার এক ভিডিও দিয়ে লিখেছে, ‘টসের পরিষ্কার ভিডিও...যদি কারও সন্দেহ থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’
মুম্বাইয়ে সেদিন টসের সঙ্গে ম্যাচও জিতেছে মুম্বাই। বেঙ্গালুরুর দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে মুম্বাই।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠেছিল। পিচ এবং বল পরিবর্তনের সঙ্গে টস নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। এই অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত।
টসের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা মুদ্রা দূরে ফেলেন যেন বিপক্ষ অধিনায়ক দেখতে না পায় কোন দল টসে জিতেছে। ম্যাচ রেফারি যা বলবে তাই ঠিক। পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপারে টস নিয়ে এমন অভিযোগ করেছিলেন সিকান্দার বখত। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের এমন অভিযোগের প্রমাণ অবশ্য পাওয়া যায়নি।
বিশ্বকাপের পর এবার আইপিএলেও টস জালিয়াতির অভিযোগ উঠেছে। দুই দিন আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচকে ঘিরে এই বিতর্ক উঠেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সামাজিক মাধ্যমে যার নাম হয়েছে ‘টস টেম্পারিং’।
সেদিনের ম্যাচের টসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটু দূরে মুদ্রা ফেলেন। ম্যাচ রেফারি মুদ্রা দেখে জয়ী দলের নাম ঘোষণা করেন। কিন্তু যখন হার্দিকের নাম ঘোষণা করলেন তার আগে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকে মুদ্রা উল্টোতে দেখা যায়। শ্রীনাথের কথায় সায় দেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিসও।
টস নিয়ে ডু প্লেসিসের কোনো আপত্তি না থাকলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ‘টস টেম্পারিংয়ের’ অভিযোগ তুলছেন নেটিজেনরা। ডিডিও পোস্ট করে এক নেটিজেন ক্যাপশনে চারটি হাসির ইমোজি দিয়ে লিখেছে, ‘কী!’ আরেক নেটিজেন আরও পরিষ্কার এক ভিডিও দিয়ে লিখেছে, ‘টসের পরিষ্কার ভিডিও...যদি কারও সন্দেহ থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’
মুম্বাইয়ে সেদিন টসের সঙ্গে ম্যাচও জিতেছে মুম্বাই। বেঙ্গালুরুর দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে মুম্বাই।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে