
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাথুম নিশাংকা নিয়মিত খেললেও টেস্টে তিনি ‘অমাবশ্যার চাঁদ।’ সেই নিশাংকা দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে ফিরলেন। লন্ডনের ওভালে তাঁর সেঞ্চুরিতেই শ্রীলঙ্কা ভেঙেছে ডেডলক। লঙ্কান এই ক্রিকেটার আইসিসির র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। নিশাঙ্কার লাফ দেওয়ার দিন পিছিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ইংল্যান্ডের মাঠে শ্রীলঙ্কা ১০ বছরের ডেডলক ভাঙার আগে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তান প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব আল হাসান ৫ উইকেট পেলেও ব্যাটিংয়ে হতাশ করেছেন। ১৯ গড়ে করেছেন ৩৮ রান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। আইসিসির আজ হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দেখা যায়, এক ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন সাকিব। তাঁর রেটিং ৫৩৫। অন্যদিকে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর। এক ধাপ পিছিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি নেমে গেছেন ৫২ নম্বরে। ৫১২ রেটিং পয়েন্ট বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের।
ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট লন্ডনের ওভালে গতকাল শেষ হওয়ার কথা থাকলেও এক দিন আগে শেষ হয়েছে। সেই টেস্ট ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা এড়িয়েছে ধবলধোলাই। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন নিশাঙ্কা। তাঁর রেটিং পয়েন্ট ৫৬৮। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৪ বলে ১২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৩ চার ও ২ ছক্কা মেরেছেন। টেস্ট ক্যারিয়ারে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ওভালের প্রথম ইনিংসে করেন ৬৪ রান। জেতেন ম্যাচসেরার পুরস্কার।
লন্ডনের ওভালে ম্যাচসেরা ক্রিকেটার এক জন হলেও সিরিজসেরা হয়েছেন দুই ক্রিকেটার। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩৭৫ ও ২৬৭ রান করে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন জো রুট ও কামিন্দু মেন্ডিস। যেখানে রুট সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিন ম্যাচের টেস্ট সিরিজে রুট ও কামিন্দুর গড় ৭৫ ও ৫৩.৪০। রুট ও মেন্ডিস করেন ২ ও ১ সেঞ্চুরি। ছয় ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১৯ নম্বরে কামিন্দু। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১৯ নম্বরে শুবমান গিল ও কামিন্দু। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রুট। ইংলিশ ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৯৯। কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল ও স্টিভ স্মিথ আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই, তিন ও চারে আছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাথুম নিশাংকা নিয়মিত খেললেও টেস্টে তিনি ‘অমাবশ্যার চাঁদ।’ সেই নিশাংকা দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে ফিরলেন। লন্ডনের ওভালে তাঁর সেঞ্চুরিতেই শ্রীলঙ্কা ভেঙেছে ডেডলক। লঙ্কান এই ক্রিকেটার আইসিসির র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। নিশাঙ্কার লাফ দেওয়ার দিন পিছিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ইংল্যান্ডের মাঠে শ্রীলঙ্কা ১০ বছরের ডেডলক ভাঙার আগে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তান প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব আল হাসান ৫ উইকেট পেলেও ব্যাটিংয়ে হতাশ করেছেন। ১৯ গড়ে করেছেন ৩৮ রান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। আইসিসির আজ হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দেখা যায়, এক ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন সাকিব। তাঁর রেটিং ৫৩৫। অন্যদিকে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর। এক ধাপ পিছিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি নেমে গেছেন ৫২ নম্বরে। ৫১২ রেটিং পয়েন্ট বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের।
ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট লন্ডনের ওভালে গতকাল শেষ হওয়ার কথা থাকলেও এক দিন আগে শেষ হয়েছে। সেই টেস্ট ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা এড়িয়েছে ধবলধোলাই। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন নিশাঙ্কা। তাঁর রেটিং পয়েন্ট ৫৬৮। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৪ বলে ১২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৩ চার ও ২ ছক্কা মেরেছেন। টেস্ট ক্যারিয়ারে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ওভালের প্রথম ইনিংসে করেন ৬৪ রান। জেতেন ম্যাচসেরার পুরস্কার।
লন্ডনের ওভালে ম্যাচসেরা ক্রিকেটার এক জন হলেও সিরিজসেরা হয়েছেন দুই ক্রিকেটার। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩৭৫ ও ২৬৭ রান করে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন জো রুট ও কামিন্দু মেন্ডিস। যেখানে রুট সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিন ম্যাচের টেস্ট সিরিজে রুট ও কামিন্দুর গড় ৭৫ ও ৫৩.৪০। রুট ও মেন্ডিস করেন ২ ও ১ সেঞ্চুরি। ছয় ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১৯ নম্বরে কামিন্দু। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১৯ নম্বরে শুবমান গিল ও কামিন্দু। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রুট। ইংলিশ ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৯৯। কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল ও স্টিভ স্মিথ আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই, তিন ও চারে আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৯ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে