ক্রীড়া ডেস্ক

ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত নিজেদের সব ম্যাচেই ফিফটি করেছেন সেদিকউল্লাহ আতাল। এর মধ্যে তিনটি ইনিংসই পেরিয়েছে ৮০। সেদিকউল্লাহর তাণ্ডবে গতকাল সেমিফাইনালে ভারতকে ৩০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান।
ইমার্জিংয়ে প্রথমবার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে আফগানরা। প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। আগামীকাল ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কার লড়াই।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্রি টার্ফ ১) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ‘এ’ দল। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে চড়ে ৪ উইকেটে ২০৬ রান তোলে তারা। ২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৮৬ রানে থেমে যায় ভারতের ইনিংস।
দুই ওপেনার জুবাইদ আকবরি ও সেদিকউল্লাহ ১৪.১ ওভারে আফগানিস্তানের স্কোরে জমা করে ১৩৭ রান। দুর্দান্ত শুরু পেয়ে আর পেছনে তাকাতে হয়নি আফগানদের। ১৫ তম ওভারের প্রথম বলে আকিব খানের শিকার হন জুবাইদ। ৪১ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।
সেদিকউল্লাহর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের আরেকটু দারুণ জুটি হয় করিম জানাতের। ১৮ তম ওভারে রসিখ সালামের বলে বোল্ড হন সেদিকউল্লাহ। ৪ ছক্কা ও ৭ চারে ৫২ বলে ৮৩ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। ২০ বলে ৪১ রানে অপরাজিত থাকেন করিম। ২০৬ রানের স্কোর গড়ে আফগানিস্তান। ভারতীয় পেসার রসিখ নিয়েছেন ৩ উইকেট।
২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ারপ্লেতে ৪৮ রানে ৩ টপ অর্ডারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। পরে আয়ুশ বাদোনি ২৪ বলে ৩১, নেহাল ওধেরা ১৪ বলে ২০, নিশাত সিন্ধু ১৩ বলে ২৩ ও রামান্দ্বীপ সিং ৩৪ বলে ৬৪ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। আফগানিস্তানের মোহাম্মদ গানজাফর ও আবদুল রহমান দুটি করে উইকেট নিয়েছেন।

ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত নিজেদের সব ম্যাচেই ফিফটি করেছেন সেদিকউল্লাহ আতাল। এর মধ্যে তিনটি ইনিংসই পেরিয়েছে ৮০। সেদিকউল্লাহর তাণ্ডবে গতকাল সেমিফাইনালে ভারতকে ৩০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান।
ইমার্জিংয়ে প্রথমবার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে আফগানরা। প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। আগামীকাল ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কার লড়াই।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্রি টার্ফ ১) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ‘এ’ দল। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে চড়ে ৪ উইকেটে ২০৬ রান তোলে তারা। ২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৮৬ রানে থেমে যায় ভারতের ইনিংস।
দুই ওপেনার জুবাইদ আকবরি ও সেদিকউল্লাহ ১৪.১ ওভারে আফগানিস্তানের স্কোরে জমা করে ১৩৭ রান। দুর্দান্ত শুরু পেয়ে আর পেছনে তাকাতে হয়নি আফগানদের। ১৫ তম ওভারের প্রথম বলে আকিব খানের শিকার হন জুবাইদ। ৪১ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।
সেদিকউল্লাহর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের আরেকটু দারুণ জুটি হয় করিম জানাতের। ১৮ তম ওভারে রসিখ সালামের বলে বোল্ড হন সেদিকউল্লাহ। ৪ ছক্কা ও ৭ চারে ৫২ বলে ৮৩ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। ২০ বলে ৪১ রানে অপরাজিত থাকেন করিম। ২০৬ রানের স্কোর গড়ে আফগানিস্তান। ভারতীয় পেসার রসিখ নিয়েছেন ৩ উইকেট।
২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ারপ্লেতে ৪৮ রানে ৩ টপ অর্ডারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। পরে আয়ুশ বাদোনি ২৪ বলে ৩১, নেহাল ওধেরা ১৪ বলে ২০, নিশাত সিন্ধু ১৩ বলে ২৩ ও রামান্দ্বীপ সিং ৩৪ বলে ৬৪ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। আফগানিস্তানের মোহাম্মদ গানজাফর ও আবদুল রহমান দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে