
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২৮ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে