Ajker Patrika

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিচ্ছে শ্রীলঙ্কা

ঢাকা: ২ উইকেটে ২০ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের শুরুতে কিছুটা সাবধানী শুরু করেন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। যদিও সময়ের সঙ্গে হাত খুলে খেলেন দিমুথ কারুণারত্নে। শ্রীলঙ্কান অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কা লাঞ্চ বিরতিতে গেছে ৬ উইকেট ১৭২ রান তুলে। বাংলাদেশ পিছিয়ে ৪২০ রানে।

আজ প্রথম ওভারেই অধিনায়ক মুমিনুল হক বল তুলে দেন তাইজুল ইসলামের হাতে। পরের ওভারে আক্রমণে আসেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। ম্যাথুস একটু চড়াও হয়েছিলেন তাইজুলের ওপর। ম্যাথুসকে যদিও উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল। দিনের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে শর্ট লেগে ইয়াসির আলীর ক্যাচ বানিয়ে ১২ রানের ইনিংসের সমাপ্তি টানেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচের তৃতীয় দিন উইকেট হঠাৎই ঘূর্ণিসহায়ক হয়ে গিয়েছিল। অথচ আজ বাংলাদেশের দুই স্পিনার উইকেট থেকে তেমন টার্ন পাচ্ছেন না।

মুমিনুল হককে তাই শরণাপন্ন হতে হলো খণ্ডকালীন স্পিনার সাইফ হাসানের। ব্যাটিংয়ে নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না এই ওপেনার। তবে বল হাতে অধিনায়ককে খুব একটা হতাশ করেননি। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়েছেন গুরুত্বপূর্ণ দিমুথ করুণারত্নের উইকেটটি। এর আগে ফিফটি তুলে নেন শ্রীলঙ্কান অধিনায়ক। উইকেটে টার্ন–বাউন্সের দেখা নেই। দ্রুত রান তুলতে গিয়েই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা অবশ্য দ্বিতীয় সেশনেও ব্যাটিং করে যাচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত লিড হয়ে গেছে ৪২০ রানের। এই রান তাড়া করাও বাংলাদেশের জন্য খুবই কঠিন। তবুও লঙ্কানরা আরও বড় রানের বোঝা চাপিয়ে দিতে চাইছে মুমিনুলদের কাঁধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত