ক্রীড়া ডেস্ক

বিশ্ব ক্রিকেটে ভারতের গত এক দশকে আধিপত্য বেড়েছে। মাঝেমধ্যে বৈশ্বিক ইভেন্টে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও ভারতের সুবিধামত ভেন্যু, সূচি ঠিক করে দেওয়া হয়। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ কর্মকর্তাদের তালিকায় নেই ভারতের কেউ। যদিও ভারতের এক আম্পায়ারকে টুর্নামেন্টে চেয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। যাদের মধ্যে রয়েছেন ১২ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, রিচার্ড কেটেলবোরো, অ্যান্ডি পাইক্রফট, ডেভিড বুনরা থাকলেও ১৫ জনের তালিকায় ভারতের কারও জায়গা হয়নি। আইসিসির এলিট প্যানেলে থাকা ভারতীয় আম্পায়ার নিতিন মেনন টুর্নামেন্টে থাকতে পারছেন না ব্যক্তিগত কারণে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র বলেন, ‘আইসিসি তাকে (মেনন) চেয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে তিনি পাকিস্তানে যেতে চাননি ব্যক্তিগত কারণে।’
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। ভারতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। আইসিসির নিরপেক্ষ আম্পায়ার নীতি অনুসরণ করে বলে দুবাইয়ে ম্যাচ পরিচালনার সুযোগ নেই। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারে মেননই একমাত্র ভারতীয়।
মেনন যেমন চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ারিংয়ে নেই, জাভাগল শ্রীনাথের অভিজ্ঞর নামও নেই ম্যাচ রেফারির তালিকায়। শ্রীনাথের না থাকার ব্যাপারে টাইমস অব ইন্ডিয়া আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাগপুর থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ছুটি চেয়েছিলাম। যেহেতু গত বছরের নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু করে এ বছরের জানুয়ারি পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম।’
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় নাগপুরে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ হতে যাচ্ছে ম্যাচ রেফারি হিসেবে শ্রীনাথের ২৭২ ওয়ানডে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারিতে তিনিই একমাত্র ভারতীয়।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। সবশেষ ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছিল পাকিস্তান। ৮ বছর আগে লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।

বিশ্ব ক্রিকেটে ভারতের গত এক দশকে আধিপত্য বেড়েছে। মাঝেমধ্যে বৈশ্বিক ইভেন্টে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও ভারতের সুবিধামত ভেন্যু, সূচি ঠিক করে দেওয়া হয়। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ কর্মকর্তাদের তালিকায় নেই ভারতের কেউ। যদিও ভারতের এক আম্পায়ারকে টুর্নামেন্টে চেয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। যাদের মধ্যে রয়েছেন ১২ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, রিচার্ড কেটেলবোরো, অ্যান্ডি পাইক্রফট, ডেভিড বুনরা থাকলেও ১৫ জনের তালিকায় ভারতের কারও জায়গা হয়নি। আইসিসির এলিট প্যানেলে থাকা ভারতীয় আম্পায়ার নিতিন মেনন টুর্নামেন্টে থাকতে পারছেন না ব্যক্তিগত কারণে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র বলেন, ‘আইসিসি তাকে (মেনন) চেয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে তিনি পাকিস্তানে যেতে চাননি ব্যক্তিগত কারণে।’
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। ভারতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। আইসিসির নিরপেক্ষ আম্পায়ার নীতি অনুসরণ করে বলে দুবাইয়ে ম্যাচ পরিচালনার সুযোগ নেই। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারে মেননই একমাত্র ভারতীয়।
মেনন যেমন চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ারিংয়ে নেই, জাভাগল শ্রীনাথের অভিজ্ঞর নামও নেই ম্যাচ রেফারির তালিকায়। শ্রীনাথের না থাকার ব্যাপারে টাইমস অব ইন্ডিয়া আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাগপুর থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ছুটি চেয়েছিলাম। যেহেতু গত বছরের নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু করে এ বছরের জানুয়ারি পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম।’
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় নাগপুরে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ হতে যাচ্ছে ম্যাচ রেফারি হিসেবে শ্রীনাথের ২৭২ ওয়ানডে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারিতে তিনিই একমাত্র ভারতীয়।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। সবশেষ ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছিল পাকিস্তান। ৮ বছর আগে লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
৩১ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে