ক্রীড়া ডেস্ক

আইসিসি ইভেন্ট মানেই অস্ট্রেলিয়ার রাজত্ব। বিশেষ করে ফাইনালে উঠলে তাদের হারানো অসম্ভব হয়ে পড়ে প্রতিপক্ষ দলগুলোর জন্য। লর্ডসে গতকাল শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চোখে চোখ রেখে লড়েছে অজিরা। শেষ পর্যন্ত অজিদের রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়।
১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত অস্ট্রেলিয়া খেলেছে ১৪ ফাইনাল। যার মধ্যে ১০ বারই হয়েছে চ্যাম্পিয়ন। আইসিসি ইভেন্টের ‘রাজা’ অজিরা গতকাল পেল চতুর্থ ফাইনাল হারের স্বাদ। ঐতিহাসিক লর্ডসে চার দিনে শেষ হওয়া ফাইনালের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিশাল পোস্ট দিয়েছেন যুবরাজ সিং। অস্ট্রেলিয়াকে নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিখেছেন, ‘অস্ট্রেলিয়া দলের জন্য দুর্ভাগ্য। আপনারা জানেন এমন একটা ট্রফি ছেড়ে দিলে তেমন কোনো যায় আসে না।’
মিচেল স্টার্ককে কভার পয়েন্টে ঠেলে জয়সূচক রান নিয়ে কাইল ভেরেইনে উদযাপন শুরু করেন সতীর্থ ডেভিড বেডিংহামের সঙ্গে। ১৯৯৮ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অবশেষে দক্ষিণ আফ্রিকার শিরোপাখরা ঘুচল। চার দিনে শেষ হওয়া টেস্টে ৫ উইকেটে জিতে ২৭ বছর পর আইসিসির মেজর টুর্নামেন্টের শিরোপা জিতল প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘২৭ বছরের অপেক্ষা অবশেষে ফুরোল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এভাবেই তুলে নিল দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ঐতিহাসিক শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য, দৃঢ়তা দেখাতে টেস্টের চেয়ে ভালো কোনো সংস্করণ আর হয় না। দক্ষিণ আফ্রিকা সেই উপলক্ষ্যটাই রাঙাল।’
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। পাশাপাশি দুই ইনিংসেই ১টি করে উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ১৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন বাভুমা। মার্করাম, বাভুমাসহ কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেনকেও প্রশংসায় ভাসিয়েছেন যুবরাজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে মার্করাম আইপিএলে খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। সেই টুর্নামেন্টে লক্ষ্ণৌর অধিনায়ক ছিলেন ঋষভ পন্ত। লর্ডসে গতকাল মার্করামরা চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পন্ত পোস্ট দিয়েছেন। পন্ত লিখেছেন, ‘ভালো খেলেছ এইডেন ভাই। চাপে থেকে যে দারুণ ইনিংস খেলেছ, তাতে ভীষণ খুশি। আমরা সবাই গর্বিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন।’
অস্ট্রেলিয়া এখন পর্যন্ত যে চারবার আইসিসি ইভেন্টের ফাইনালে রানার্সআপ হয়েছে, তার মধ্যে দুইবারই লর্ডসে। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক এই ভেন্যুতে অজিদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বছর পর এই ভেন্যুতে গতকাল অস্ট্রেলিয়া হারল দক্ষিণ আফ্রিকার কাছে।
আইসিসি ইভেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার যত হার
প্রতিপক্ষ ভেন্যু টুর্নামেন্ট
ওয়েস্ট ইন্ডিজ লর্ডস ১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপ
শ্রীলঙ্কা লাহোর ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ
ইংল্যান্ড বার্বাডোজ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা লর্ডস ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ

আইসিসি ইভেন্ট মানেই অস্ট্রেলিয়ার রাজত্ব। বিশেষ করে ফাইনালে উঠলে তাদের হারানো অসম্ভব হয়ে পড়ে প্রতিপক্ষ দলগুলোর জন্য। লর্ডসে গতকাল শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চোখে চোখ রেখে লড়েছে অজিরা। শেষ পর্যন্ত অজিদের রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়।
১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত অস্ট্রেলিয়া খেলেছে ১৪ ফাইনাল। যার মধ্যে ১০ বারই হয়েছে চ্যাম্পিয়ন। আইসিসি ইভেন্টের ‘রাজা’ অজিরা গতকাল পেল চতুর্থ ফাইনাল হারের স্বাদ। ঐতিহাসিক লর্ডসে চার দিনে শেষ হওয়া ফাইনালের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিশাল পোস্ট দিয়েছেন যুবরাজ সিং। অস্ট্রেলিয়াকে নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিখেছেন, ‘অস্ট্রেলিয়া দলের জন্য দুর্ভাগ্য। আপনারা জানেন এমন একটা ট্রফি ছেড়ে দিলে তেমন কোনো যায় আসে না।’
মিচেল স্টার্ককে কভার পয়েন্টে ঠেলে জয়সূচক রান নিয়ে কাইল ভেরেইনে উদযাপন শুরু করেন সতীর্থ ডেভিড বেডিংহামের সঙ্গে। ১৯৯৮ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অবশেষে দক্ষিণ আফ্রিকার শিরোপাখরা ঘুচল। চার দিনে শেষ হওয়া টেস্টে ৫ উইকেটে জিতে ২৭ বছর পর আইসিসির মেজর টুর্নামেন্টের শিরোপা জিতল প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘২৭ বছরের অপেক্ষা অবশেষে ফুরোল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এভাবেই তুলে নিল দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ঐতিহাসিক শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য, দৃঢ়তা দেখাতে টেস্টের চেয়ে ভালো কোনো সংস্করণ আর হয় না। দক্ষিণ আফ্রিকা সেই উপলক্ষ্যটাই রাঙাল।’
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। পাশাপাশি দুই ইনিংসেই ১টি করে উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ১৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন বাভুমা। মার্করাম, বাভুমাসহ কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেনকেও প্রশংসায় ভাসিয়েছেন যুবরাজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে মার্করাম আইপিএলে খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। সেই টুর্নামেন্টে লক্ষ্ণৌর অধিনায়ক ছিলেন ঋষভ পন্ত। লর্ডসে গতকাল মার্করামরা চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পন্ত পোস্ট দিয়েছেন। পন্ত লিখেছেন, ‘ভালো খেলেছ এইডেন ভাই। চাপে থেকে যে দারুণ ইনিংস খেলেছ, তাতে ভীষণ খুশি। আমরা সবাই গর্বিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন।’
অস্ট্রেলিয়া এখন পর্যন্ত যে চারবার আইসিসি ইভেন্টের ফাইনালে রানার্সআপ হয়েছে, তার মধ্যে দুইবারই লর্ডসে। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক এই ভেন্যুতে অজিদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বছর পর এই ভেন্যুতে গতকাল অস্ট্রেলিয়া হারল দক্ষিণ আফ্রিকার কাছে।
আইসিসি ইভেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার যত হার
প্রতিপক্ষ ভেন্যু টুর্নামেন্ট
ওয়েস্ট ইন্ডিজ লর্ডস ১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপ
শ্রীলঙ্কা লাহোর ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ
ইংল্যান্ড বার্বাডোজ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা লর্ডস ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নি
৫ ঘণ্টা আগে
খালেদের আসল কাজটা বোলিংয়ে। কিন্তু আজ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটার হয়ে উঠেছিলেন তিনি। শেষ দিকে ব্যাট করতে নামা খালেদের ছোট ঝোড়ো ইনিংসে চিন্তায় পড়ে গিয়েছিল চট্টগ্রাম। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত কিছু হয়নি। খালেদের ঝড় থামিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাম্প্রতিক টানাপোড়েনের জেরে কাটার মাস্টারকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়ার পর বাদ পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মোস্তাফিজের। তবে মন ভালো করার উপকরণ পেতেও বেশি সময় লাগল না তাঁর।
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তে আটকে আছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের সবশেষ ম্যাচে নাসির হোসেনের দারুণ ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে নবাগত দলটি। টুর্নামেন্টে এটা তাদের টানা পঞ্চম হার।
৭ ঘণ্টা আগে