
দুঃসময় পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপ শুরুর দিন দলটি হারিয়েছে বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। সেদিনই আবার নামিবিয়ার কাছে ৫৫ রানে ম্যাচ হেরে বড় ধাক্কাও খেয়েছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর আজ হারালেন আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে। পায়ের মাংসপেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন চামিরা। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে জেতা ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন তিনি। ৩ ওভার ৫ বলে ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে বোলিং কোটার শেষ বলটা করতে পারেননি মাংসপেশিতে টান পাওয়ায়। সেদিন জানা গিয়েছিল, পরের ম্যাচে লঙ্কানরা পাবে না তাঁকে।
আজ জানা গেল, শুধু নেদারল্যান্ডসের বিপক্ষেই নয়, বিশ্বকাপ থেকেই একেবারে ছিটকে গেছেন চামিরা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা। তিনি বলেছেন, ‘সে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গোড়ালির অস্ত্রোপচারের পর সে বিরতি নিতে পারে, যা তার প্রয়োজন। তার আগের চোট ছিল গোড়ালির সামনের অংশে। এবার মাংসপেশিতে টান পেয়েছে। এটা গ্রেড-২ পর্যায়ে ছিঁড়ে গেছে।’
আগামীকাল গিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এভাবে একের পর এক ক্রিকেটার হারানো দলের জন্য বড় ধাক্কার। এ ছাড়া আরও জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটারের ছোট ছোট চোট রয়েছে। ফলে টিকে থাকার ম্যাচে সেরা একাদশ নামানো নিয়ে দেখা দিয়েছে দলটিতে অনিশ্চয়তা।
একাদশ সাজানো নিয়ে দলটির অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার আছেন। কিন্তু জানি না, তাঁরা কবে দলের সঙ্গে যোগ দেবেন। পরের ম্যাচ (নেদারল্যান্ডস) চালিয়ে নেওয়া যাবে, কিন্তু টুর্নামেন্টে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু বোলার প্রয়োজন আছে। কত জন লাগবে তা ঠিক হয়নি। তবে নিশ্চিতভাবেই, দু-তিনজন পেসার লাগবে।’

দুঃসময় পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপ শুরুর দিন দলটি হারিয়েছে বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। সেদিনই আবার নামিবিয়ার কাছে ৫৫ রানে ম্যাচ হেরে বড় ধাক্কাও খেয়েছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর আজ হারালেন আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে। পায়ের মাংসপেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন চামিরা। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে জেতা ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন তিনি। ৩ ওভার ৫ বলে ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে বোলিং কোটার শেষ বলটা করতে পারেননি মাংসপেশিতে টান পাওয়ায়। সেদিন জানা গিয়েছিল, পরের ম্যাচে লঙ্কানরা পাবে না তাঁকে।
আজ জানা গেল, শুধু নেদারল্যান্ডসের বিপক্ষেই নয়, বিশ্বকাপ থেকেই একেবারে ছিটকে গেছেন চামিরা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা। তিনি বলেছেন, ‘সে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গোড়ালির অস্ত্রোপচারের পর সে বিরতি নিতে পারে, যা তার প্রয়োজন। তার আগের চোট ছিল গোড়ালির সামনের অংশে। এবার মাংসপেশিতে টান পেয়েছে। এটা গ্রেড-২ পর্যায়ে ছিঁড়ে গেছে।’
আগামীকাল গিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এভাবে একের পর এক ক্রিকেটার হারানো দলের জন্য বড় ধাক্কার। এ ছাড়া আরও জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটারের ছোট ছোট চোট রয়েছে। ফলে টিকে থাকার ম্যাচে সেরা একাদশ নামানো নিয়ে দেখা দিয়েছে দলটিতে অনিশ্চয়তা।
একাদশ সাজানো নিয়ে দলটির অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার আছেন। কিন্তু জানি না, তাঁরা কবে দলের সঙ্গে যোগ দেবেন। পরের ম্যাচ (নেদারল্যান্ডস) চালিয়ে নেওয়া যাবে, কিন্তু টুর্নামেন্টে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু বোলার প্রয়োজন আছে। কত জন লাগবে তা ঠিক হয়নি। তবে নিশ্চিতভাবেই, দু-তিনজন পেসার লাগবে।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১০ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১১ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১২ ঘণ্টা আগে