
আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের সেরা চার দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূল পর্ব যত ঘনিয়ে আসছে, সাবেক ক্রিকেটারদের বিশেষজ্ঞ মতামত তত বেড়ে যাচ্ছে। দুই দিন আগে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম নিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।
এবার বিশ্বকাপের ফাইনালিস্টের ভবিষ্যদ্বাণী দিলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। নিজের দুই ফাইনালিস্ট হিসেবে যেন গাভাস্কারের কথার প্রতিধ্বনি করেছেন ভারতের সাবেক এই ব্যাটার। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত।
ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন শেবাগ। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেই দিক বিবেচনা করেই ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘এবারের বিশ্বকাপের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন। ফাইনালের অপর দল হচ্ছে ভারত। ভারতের দলে বেশ ভারসাম্য রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে।’
এবারের বিশ্বকাপের ফাইনালে দুই দলের নাম বলেই নিজের বিশেষজ্ঞ মতামত শেষ করেননি শেবাগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বলেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। গতকাল ৪৪ বছরে পা দেওয়া এই ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবারে বিশ্বকাপে সব থেকে বেশি রান করবে। সে অসাধারণ একজন। তার খেলা দেখাটা আনন্দের। বিরাট কোহলির ব্যাটিং দেখে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনি প্রশান্তি পাই বাবরের ব্যাটিংয়ে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন বাবর আজম। আগামীকাল মূল পর্ব শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভনের দেশ ইংল্যান্ড ও আফগানিস্তান।

আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের সেরা চার দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূল পর্ব যত ঘনিয়ে আসছে, সাবেক ক্রিকেটারদের বিশেষজ্ঞ মতামত তত বেড়ে যাচ্ছে। দুই দিন আগে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম নিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।
এবার বিশ্বকাপের ফাইনালিস্টের ভবিষ্যদ্বাণী দিলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। নিজের দুই ফাইনালিস্ট হিসেবে যেন গাভাস্কারের কথার প্রতিধ্বনি করেছেন ভারতের সাবেক এই ব্যাটার। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত।
ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন শেবাগ। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেই দিক বিবেচনা করেই ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘এবারের বিশ্বকাপের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন। ফাইনালের অপর দল হচ্ছে ভারত। ভারতের দলে বেশ ভারসাম্য রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে।’
এবারের বিশ্বকাপের ফাইনালে দুই দলের নাম বলেই নিজের বিশেষজ্ঞ মতামত শেষ করেননি শেবাগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বলেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। গতকাল ৪৪ বছরে পা দেওয়া এই ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবারে বিশ্বকাপে সব থেকে বেশি রান করবে। সে অসাধারণ একজন। তার খেলা দেখাটা আনন্দের। বিরাট কোহলির ব্যাটিং দেখে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনি প্রশান্তি পাই বাবরের ব্যাটিংয়ে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন বাবর আজম। আগামীকাল মূল পর্ব শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভনের দেশ ইংল্যান্ড ও আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে