Ajker Patrika

ফাইনালিস্ট নিয়ে শেবাগের ভবিষ্যদ্বাণী

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১২: ০৮
ফাইনালিস্ট নিয়ে শেবাগের ভবিষ্যদ্বাণী

আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের সেরা চার দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূল পর্ব যত ঘনিয়ে আসছে, সাবেক ক্রিকেটারদের বিশেষজ্ঞ মতামত তত বেড়ে যাচ্ছে। দুই দিন আগে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম নিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।

এবার বিশ্বকাপের ফাইনালিস্টের ভবিষ্যদ্বাণী দিলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। নিজের দুই ফাইনালিস্ট হিসেবে যেন গাভাস্কারের কথার প্রতিধ্বনি করেছেন ভারতের সাবেক এই ব্যাটার। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত।

ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন শেবাগ। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেই দিক বিবেচনা করেই ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘এবারের বিশ্বকাপের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন। ফাইনালের অপর দল হচ্ছে ভারত। ভারতের দলে বেশ ভারসাম্য রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে।’

এবারের বিশ্বকাপের ফাইনালে দুই দলের নাম বলেই নিজের বিশেষজ্ঞ মতামত শেষ করেননি শেবাগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বলেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। গতকাল ৪৪ বছরে পা দেওয়া এই ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবারে বিশ্বকাপে সব থেকে বেশি রান করবে। সে অসাধারণ একজন। তার খেলা দেখাটা আনন্দের। বিরাট কোহলির ব্যাটিং দেখে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনি প্রশান্তি পাই বাবরের ব্যাটিংয়ে।’ 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন বাবর আজম। আগামীকাল মূল পর্ব শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভনের দেশ ইংল্যান্ড ও আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত