Ajker Patrika

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে ওভার আরও কমল

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে ওভার আরও কমল

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ প্রথম ধাপে কমেছিল ৫ ওভার। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ২৮ তম ওভারে আবার বৃষ্টি হলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি থেমে আবার খেলা শুরু হলো ৩ ওভারে কমে। অর্থাৎ ৪২ ওভারে হচ্ছে ম্যাচটি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩২.৪ ওভারে ১৬৮ রান। মোহাম্মদ রিজওয়ান ৪১ ও ইফতিখার আহমেদ ১৬ রানে অপরাজিত আছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য গতকালই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু আজ ঘোষিত একাদশেও এল পরিবর্তন। খেলার আগ মুহূর্তে পিঠের চোটে ম্যাচ থেকে ছিটকে গেলেন ওপেনার ইমাম-উল হক। বাধ্য হয়ে প্রথম একাদশ থেকে বাদ পড়া ফখর জামানকে আবার ফেরায় পাকিস্তান। 

এশিয়া কাপে টানা ব্যর্থ হওয়া ফখরের জন্য সুযোগও ছিল এটি। কিন্তু তিনি সেই সুযোগও হেলাফেলায় হাতছাড়া করলেন। ১১ বলে মাত্র ৪ রানে ড্রেসিংরুমে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। ইনিংসের পঞ্চম ওভারে প্রমোদ মাদুশানের ইয়র্কারে বোল্ড হন ফখর। 

প্রথম একাদশ থেকে আরও একটি পরিবর্তন এনেছিল পাকিস্তান। জ্বরের কারণে ছিটকে গেলেন সৌদ শাকিলও। আব্দুল্লাহ শফিক সুযোগ পেলেন তাঁর জায়গায়। শফিককে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামলেন নেন অধিনায়ক বাবর আজম। 

বাবর-শফিকের ব্যাটিংয়ে এগোচ্ছিল পাকিস্তান। কিন্তু ১৬ তম ওভারের শেষ বলে বাবর স্টাম্পিং হলে আবারও চাপে পড়ে তারা। দুনিত ভেল্লালেগের বল সরাসরি উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। কিন্তু বাবরে পা বক্সে থাকলেও মাটি থেকে আলগা ছিল। তাতে দ্বিতীয় উইকেটে ৭০ বলে ৬৪ রানে জুটিও ভাঙে। ৩৫ বলে ২৯ রান আসে বাবরের ব্যাট থেকে। 

তৃতীয় উইকেটে জুটি বড় করার চেষ্টা করেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও শফিক। কিন্তু সেটি মাতিশা পাতিরানা। ২২ তম ওভারে শফিককে ক্যাচে ফেরান এই পেসার। আউট হওয়ার আগে সুযোগটা কাজে লাগালেন এই ব্যাটার। তুলেন নেন প্রথম ওয়ানডে ফিফটি। ৬৯ বলে ৫২ রান করেন শফিক। এরপরে মোহাম্মদ হারিস ৩ ও মোহাম্মদ নওয়াজ ১২ রানে আউট হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত